![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে আমি এমন একটা ডেক্সটপ সফটওয়্যার এর সাথে পরিচয় করে দিব যা দিয়ে আপনি খুব সহজেই আপনার পিসি র যে কোন জায়গার স্ক্রীন সট নিয়ে ফ্রেন্ড অথবা ক্লায়েন্ট দের সাথে শেয়ার করতে পারবেন।
তাহলে প্রথমেই চলেন সফটওয়্যার টি ডাউনলোড করে নেই
Download
ওয়েবসাইট এর top right কর্নার এ Download desktop Lightshot for Free তে ক্লিক করুন
Download
এরকম একটা ডায়লগ আসবে
আপনার অপারেটিং সিস্টেম এর সফটওয়্যার টি ডাউনলোড করে নিন
software size : 2.49 MB
তারপর ইন্সটল করুন
ইন্সটল করার পর অ্যাপ্লিকেশান টি চালু হয়ে যাবে
১. PrntScr বাটন এ ক্লিক করুন
২. যেইটুকু জায়গার স্ক্রীন সট দরকার সেই জাইগাটুকু মাউস দিয়ে সিলেক্ট করুন
৩. আপনি এখন এই স্ক্রীন সট আপলোড - সেভ - ফেসবুক - টুইটার - ইমেইল এ শেয়ার করতে পারবেন
আইকন গুলো নিয়ে একটু খেলাধুলা আরকি
এই সফটওয়্যারে এর একটা চমৎকার সুবিধা ও আছে । অনেক শময় শুধু স্ক্রীন সট যথেষ্ট হয় না - তার জন্য এই সফটওয়্যারে আছে এডিট এর ও সুবিধা
এডিট করার জন্য স্ক্রীন সট নেওয়ার পর Edit Online আইকন এ ক্লিক করুন
এরকম একটা পেজ আসবে - অনেকটা ফটোশপ অথবা জিম্প এর মত - হয়ত এত কিছু করা যাবে না কিন্তু যথেষ্ট
এডিট করা শেষ হয়ে গেলে ফাইল সেভ করে শেয়ার করুন
ভুল হয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন :
আর ব্লগের জন্য ফ্রি ব্যাক লিংক পেতে এখানে যান ।
আরো মজার মজরি টিপস পেতে আসুন এখানে
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪
মৃন্ময় বলেছেন: dorkar ace,thanks
৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
অদ্ভুত স্বপ্ন বলেছেন: বাহ দারুণ তো!
অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩
আহলান বলেছেন: দেখি চর্চা কইরা সফল হৈতে পারি কিনা ...