নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়েব ব্লগ

আপনার প্রতিভা তুলে ধরার এ এক অনন্য মাধ্যম।

ব্লগার সুফি

ব্লগিং করাই আমার সখ।

ব্লগার সুফি › বিস্তারিত পোস্টঃ

ব্লক করা ওয়েব সাইট (যেমন: ইউটিউব, আমারদেশ ইত্যাদি) দেখুন আরামচে, ১০০০% নিশ্চিত!

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

ব্লক করা ওয়েব সাইট যেমন ইউটিউব, আমারদেশ ইত্যাদি ভিজিট করুন আরামচে, ১০০% নিশ্চিত!

ইরান, চায়না সহ যেসব দেশের সরকার শত শত বিদেশী ওয়েব সাইট ব্লক করে রেখেছে সেইসব দেশের ব্লগারদের জন্য আমেরিকার সিআইএ 'র একটি বিশেষ প্রজেক্টের অধীনে তৈরি হয় ক্ষুদ্র (১.৮ মেগা বাইট) কিন্তু ১০০% নিশ্চিত ভাবে এই আইপি বাইপাস সপ্টঅয়্যারটি। আর এর নাম হলো আল্ট্রাসার্ফ

সাথে বাড়তি পাবেন:

---------------------

১. আইপি এড্রেস হাইড

২. Location Hide

৩. IDM support for Youtube download

চলুন দেখি কিভাবে useকরব:

------------------------------

১. প্রথমে এখান থেকে আল্ট্রাসার্ফ ডাউনলোড করে নিন (২ মেগা বাইট থেকেও ছোট) ।

২. জিপ ফাইলটা এক্সট্রাক্ট করুন এবং এক্সট্রাক্ট হওয়া u1208.exe এর উপর ডাবল ক্লিক করে সেটি ওপনে করুন। নীচের মত ছোট একটি উইন্ডো আসবে, এটাকে মিনিমাইজ করে দিন। যদি Internet Explorer ওপেন হয় তাহলে Close করে দিন।



৩. এরপর Mozila Firefox---> Tools---> options----> Advanced এ যান এবং এখান থেকে Network Tab সিলেক্ট করে Connection অপশনের Settings বাটনে ক্লিক করুন।



৪. সেখান থেকে Use System Proxy Settings সিলেক্ট করে OK বাটনে ক্লিক করে করে বেরিয়ে আসুন।



এবার ইন্টারনেটের বিশাল দুনিয়ায় প্রবেশে আপনার সামনে আর কোন বাধাঁই রইলনা।

নিশ্চিত হতে নীচের ঠিকানায় ঢু মেরে দেখতে পারেন।

http://www.youtube.com



See With ScreenShoot



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

রাজ্য এবং রুপকথা বলেছেন: thanks for sharing.

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

আয়নার কারিগর বলেছেন: এটা আগেও দেখছি পোস্ট করছেন। আগে বলেন যে নেট স্পীডে কোন সমস্যা করব কি না ? মানে বর্তমানে যে স্পীড আছে, প্রক্সি লাগোনোর পরে সেই স্পীড থাকব কি না ?
রিপ্লাই দেন।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

ব্লগার সুফি বলেছেন: Proxy use কোরলে একটো slow তো হবেই

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

ব্লগার সুফি বলেছেন: Proxy use কোরলে একটো slow তো হবেই

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

মিনহাজুল হক শাওন বলেছেন: প্রক্সি ইউজ করা মোটেই সেফ না। আমার ফেসবুক, জিমেইল, ওডেস্কের কুকি হারাইতে চাইনা। আর কোন দুঃখে আমার দেশ পড়ুম! :((

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

মিনহাজুল হক শাওন বলেছেন: প্রক্সি ইউজ করা মোটেই সেফ না। আমার ফেসবুক, জিমেইল, ওডেস্কের কুকি হারাইতে চাইনা। আর কোন দুঃখে আমার দেশ পড়ুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.