![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি এ গেমটি খেলা শুরু করি তবে ৩০ মিনিটের আগে উঠতে পারিনা। অথচ মাত্র ২ মিনিটেই এক Round শেষ হয়ে যায়। তারপরো খেলতে ইচ্ছে করে। কারণ এটা একটা Point Based Game. আপনি যদি ২০০০ করতে পারেন তাহলে আরো বেশি Point এর জন্য আবার খেলতে চাইবেন। আমি একবারে 20/22 Round এর নিচে খেলতে পারিনা।
এবারে আসি নিয়ম কানুনের কথায়। তেমন কোন নিয়ম কানুন নেই। বিশেষ কোন Requirement ও নেই। কারণ এটা একটা Flash Game. Windows 98 ব্যবহারকারী যদি থাকেন তিনিও খেলতে পারবেন। আর Windows 8 এ তো আমি নিজেই খেলি!
প্রথমেই ডাউনলো করে নিন নিচের লিংক থেকে।
Download Flamingo Drive
এটা Zip Folder হিসেবে আছে। প্রথমে আনজিপ করে নিবেন।
এরপর Double Click করলেই গেম শুরু হবে। Play > Play দিয়ে গেম শুরু করুন। কিছুনা! দেখবেন একটা বাদরের মত দেখতে প্রাণী একটা বককে লাঠির মত ধরে আছে। তার সামনে পড়ে আছে একটা ছোট পাখি। আর আরেকটু দুরে রয়েছে একটা জিরাফ।
ডান দিকে দেখবেন Power লেখা একটা ঘর। আর তার বামে একটা দিক নির্দেশক উঠানামা করছে। আপনার কাজ হল Power এর লাল দাগ যখন একদম উপরে উঠবে তখন একটা Mouse Click করা। আর যেই Angel এ মারতে চান পয়েন্টার সেই Angel এ গেলে দ্বিতীয় ক্লিক করা।
ব্যস! এবার দেখবেন নিচের পাখিটা উড়ে যাচ্ছে বাড়ি খেয়ে। গাছ, হাতি, জিরাফ দেখে শুনে মারবেন।
আর ব্লগের জন্য ফ্রি ব্যাক লিংক পেতে এখানে যান ।
আরো মজার মজরি টিপস পেতে আসুন এখানে
2013 Movies Download
©somewhere in net ltd.