নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।
উষ্ণতার বরফ
========
এখনো কি
ইফতারের আগে
'পাহাইড়া বরফ' বিক্রি হয়?
পাড়ায়, মহল্লায়, মোড়ে, মোচড়ে?
এখনো কি
চটে মোড়ানো থাকে?
তুষে ঢাকা?
২ টাকা কেজি?
ঠান্ডা বরফ!
এখনো কি
'গলে যাচ্ছে, দিবেন না' দাবী জানিয়ে
হাতুড়ি বাটাল দিয়ে কাটা আনকোরা টুকরোটি
পাটের চিকন রশিতে বেঁধে নিয়ে ভোঁ দৌড় দেয়,
কোন কিশোর?
বা, পনি টেইল করা এক মিষ্টি কিশোরী?
এখনো কি
সাইরেনের শব্দ শোনার আগেই
দরজায় ঠক ঠক শব্দ হয়?
কোন 'ফ্রিজ আলা' খালাম্মা বাটিতে করে,
বরফ পাঠায়?
এখনো কি
ভাইবোন ঝগড়া করে
কম বেশি পাওয়া বরফ নিয়ে?
কার শরবত কত বেশি ঠান্ডা, নিয়ে?
গ্লাসের গায়ে জমে উঠা আর্দ্রতায়
আঙ্গুল তুলিয়ে ছবি আঁকে কেউ?
গালে ঠেকিয়ে চোখ বন্ধ করে একা একা হাসে?
এসব 'পুরনো সেই দিনের কথা' বোধহয়
শায়েস্তা খাঁ'র যুগে আশ্রয় নিয়েছে।
আজকাল তো ঘরে ঘরে বরফের ফ্যাক্টরি।
বরফের পাহাড় তৈরি করা জবরদস্ত সব মেশিন।
মেশিন থেকে গড় গড়িয়ে পড়ছে
মাল্টি কালার, নানান আকারের বরফ, কুচি।
বরফের কী অভাব পড়েছে?
জীবনের সমস্ত আয়োজন এখন হাতের মুঠোয়!
আচ্ছা,
এখনো কি এই কলের বরফে,
সেই 'পাহাইড়া' উষ্ণতা থাকে?
(বরফ ছবির মডেল আমার এক বন্ধু)
১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৩
ডাব্বা বলেছেন: কবিতা সম্পর্কে আপনার ধারণাটি জানতে পারলে ভালো লাগতো।
২| ১১ ই মে, ২০২১ বিকাল ৩:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একসময় আমরাও এই পাহাইড়া বরফের পিছনে ছুটতাম
তখন এত ফ্রিজ ছিলোনা। আহা কি সোনালী সেই দিন
আজ হারিয়ে গেছে কালের আবর্তে !!
চাঁদগাজী বলেছেন: আপনি কি কবি? কিছু বলতে চাইলে উহা কি কবিতা হয়ে যায়?
গাজীসাব আপনার শিষ্যকে এই বার্তাটি দিলে সে উপকৃত হবে।
সেও এমন একটা লিখে কবিতার খোলসে ভরে !!
১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৪
ডাব্বা বলেছেন: এখনও শুনেছি আছে, আড়ালে, আবডালে।
৩| ১১ ই মে, ২০২১ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: এখন সবার ঘরে ফ্রিজ আছে। আগের মতো এখন রমজানে বরফ বিক্রি হয় না। তবে মাছ ব্যবসায়ীরা বরফ কিনে।
১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৯
ডাব্বা বলেছেন: রাইট। ফ্রিজ এসেই ধ্বস নামিয়ে দিলো।
৪| ১১ ই মে, ২০২১ বিকাল ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগের অনেক কবিই কবিতা-বিমুখ করছেন পাঠকদের।
১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৩
ডাব্বা বলেছেন: আপনি এটা রচনা হিসেবে দেখুন। দ্বিতীয়ত, আমি কোনও দিন কবি ছিলাম না। হবার বাসনাও নেই।
৫| ১১ ই মে, ২০২১ বিকাল ৪:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন: ব্লগের অনেক কবিই কবিতা-বিমুখ করছেন পাঠকদের।
বড় আশা নিয়ে কবিতা/ছড়া লিখি আর আপনি এমন অপবাদ দিলেন ?
আপনার জন্য আমার আজকের ছড়া
যা আপনার শিষ্যের নামে উৎসর্গীকৃত
১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৭
ডাব্বা বলেছেন: ছড়া ভালো লাগে আমার।
৬| ১১ ই মে, ২০২১ বিকাল ৪:৩৬
বিড়ি বলেছেন: আহা
১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৭
ডাব্বা বলেছেন: আসলেই আহা!
৭| ১১ ই মে, ২০২১ বিকাল ৫:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই দিন নেই আর, সবই স্মৃতি
ভালো লাগলো
১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৮
ডাব্বা বলেছেন: ধন্যবাদ। এই জিনিসটা আমি সত্যিই মিস করি।
৮| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০০
নেওয়াজ আলি বলেছেন: বাহ
১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৮
ডাব্বা বলেছেন: ❤️
৯| ১৪ ই মে, ২০২১ রাত ২:২৮
ঢুকিচেপা বলেছেন: ছোটবেলায় ইফতারের আগে আমরাও বরফ সংগ্রহ করতাম। কাঠিওয়ালা আইচক্রিমের মতো শুধু কাঠি তাকতো না।
এটা এখন ইতিহাস।
২২ শে মে, ২০২১ রাত ১০:৩৪
ডাব্বা বলেছেন: আমার মনে হয় আমি এটা দেখেছি। ভুলেই গিয়েছিলাম। ❤️
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২১ বিকাল ৩:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনি কি কবি? কিছু বলতে চাইলে উহা কি কবিতা হয়ে যায়?