নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোকা মাকড়ের অস্তিত্ব নিয়ে কিছু দিন বেঁচে থাকা

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

সাঈফ শেরিফ

আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |

সাঈফ শেরিফ › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি শূন্য মানুষ

২৪ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২০





মানুষ জন্মগতভাবেই স্বার্থমগ্ন আর তাই অপরাধপ্রবণ। চোর কখনও দেখেনা তার চৌর্যবৃত্তির কারণে হারিয়ে গেলো একটি অসুস্থ মানুষকে বাচানোর সব আশা। ধর্ষক কখনও ভাবেনা তার ঘরের মা বোনের কথা। দাম্পত্য সুখের নেশায় ছেলেমেয়েরা ব্ল্লাড ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধ বাবাকে বের করে দেয় রাস্তার ফকির করে। অনাগত মৃতু্য ও প্রিয়জনের নির্মমতার অশ্রু ফেলে বৃদ্ধ কাপতে থাকে আমার সামনে, পানি ভেজা রুটি ছাড়া কিছুই খেতে পারেনা। বিবেকশূণ্য হয়ে দেখি অন্ধ ফকিরের ভিক্ষার থালা লুটে খাওয়ার আনন্দ। মানুষের অর্থ লালসার প্রায়শ্চিত্য করতে মেঘনার তীরে ভেসে আসে ফুলে ওঠা অর্ধগলিত লাশের বহর, খাদে পড়া গাড়ির মাঝে লাশের স্তুপ। ঢকঢক করে পানি খাওয়ার মত নিরাপরাধ নির্বিকার ভঙ্গিতে খেয়ে যায় দুনর্ীতির শরাব। পেশাদার কসাইয়ের মত বন্ধুর গলায় চালিয়ে দেয় ছুরি স্বার্থের জন্য বিকারগ্রস্থ মানুষ। আনন্দ, বেদনা, অনুভূতির রক্তবাহী শিরা -উপশিরা গুলো ফিনকি দিয়ে ছিড়ে যায়। মুক্তি পেয়ে বেচে যায় আত্মা যে আর হাসতে কাদতে বিচার চাইতে পারেনা। জমি সম্পত্তির লোভে নবজাতকের মাথা কেটে ল্যাট্রিনে ফেলে দেয়, খন্ড, খন্ড মানব মাংস ভাসিয়ে দেয় নালা নর্দমায়। আর কত? এত অবিচার আর দুঃস্বপ্নের ফিরিস্তি শুনতে শুনতে ধমনীতে আকস্মাৎ রক্ত ঢেউ ফুসে উঠে। ইচ্ছে করে আবেগ অনুভূতিশূণ্য রক্ত চালিত যন্ত্র দানব হতে। ইচ্ছের রশি টেনে ধরি, আর ফাসিতে ঝুলে যায় নরপিশাচ গুলো, তাদের বিষাক্ত আত্মাগুলো বেরিয়ে যায়। গড়গড় করে এগিয়ে যায় স্টিম রোলার, দুনীর্তির খোয়া ওঠা রাস্তার খাদটুকু ভরে যায় পাপিষ্ঠদের রক্ত, মগজ, মাংসে। কিন্তু ভীরুতা আর আত্ম অবিশ্বাসের ডালপালা আমাকে জাপটে ধরে তৈরি করে কাপুরুষতার আত্মগ্লানি। মানুষের উপকারের বিনিময়ে জোটে চরম প্রতারণা, তি, মৃতু্য। তাই এই নষ্ট সময়ের কোন এক দুর্যোগপূর্ণ রাতে সদ ইচ্ছার ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রাহত হই, অনুভূতিশূণ্য শ্বেত পাথর হয়ে দাড়িয়ে থাকি। দৈবাৎ সংঘাতের বিপরীতে অহিংস কিছু করার সাধ জাগে মনে। হাজারো এতিম শিশুর কলহাস্যে মুখরিত হয়ে হয়ে ওঠে আমার অনেক সাধ ও সাধনার বাগান। নতুন জীবন পাওয়া, যন্ত্রণামুক্ত রোগীর মুখে কৃতজ্ঞতার হাসি আমার ইচ্ছার জগতকে নতুন মাত্রা দেয়। নিজ স্বার্থ, চাহিদা, জীবনকে পদদলিত করে আবেগ অনুভূতিশূণ্য এক সন্ন্যাস জীবনের বাসনা জাগে। রক্ত, দ্রারিদ্রতা, রোগ, পঙ্গুত্ব, দুর্ভিক্ষ, মহামারীর পুরোনো আবেগ গুলো আমাকে তখন আর কষ্ট জর্জর করবেনা।,কেননা আমি কান্তিহীনভাবে এদের মাঝেই ঘন্টার পর ঘন্টা কাজ করে যাব কোন রকম বিনোদনের স্পর্শ ছাড়াই। অভিশপ্ত মানুষের প্রায়শ্চিত্যের স্বগর্ীয় ক্রুশ কাধে নিয়ে নগ্ন ফুলে ওঠা পায়ে মাইলের পর মাইল হেটে যাব ইশ্বরের এক পাপিষ্ঠ ণজন্মা দাস হিসেবে- বিবেক ও দ্বায়িত্বের বার্তা ছড়িয়ে মৃতু্য ও অশুভ পরিণামের ব্যাপারে সতর্ক করতে । আমার ইচ্ছার বন্দী গৃহে তাই নিজেকে একান্ত করে পাওয়ার স্বার্থপর বাসনা অব্যক্ত অভিমান নিয়ে ছাদ থেকে ফাস লাগিয়ে ঝুলে পড়ে।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩৭

অতিথি বলেছেন: চমৎকার গতিময়। কিন্তু চোখের জন্য ক্লান্তিকর। পুরোটা শেষ করতে পারলাম না। আলাদা প্যারা করে লিখলে সুবিধা হতো।

২| ২৪ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪১

অতিথি বলেছেন: হ

৩| ২৪ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪২

অতিথি বলেছেন: প্রিয় ব্লগারঃ যে অনাকাঙ্খিত ঘটনাগুলি লিখলেন, সেগুলা অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। বর্তমানে, যোগাযোগ ব্যবস্থা এবং মিডিয়ার ক্ষমতার কারণে আমাদের কাছে খবরগুলা আসছে -- এই হচ্ছে অতীত (কারও কারও কাছে সোনালী অতীত) আর বর্তমানের পার্থক্য।

কিন্তু এ অবস্থা চলতে থাকলে তো মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার কথা .... তা হয়নি কারণ আপনার মত করে এগুলো প্রতিহত করার জন্য এবং অবস্থার উন্নয়নের জন্য সবসময়ই পৃথিবীতে ভাল লোক ছিল, আছে, থাকবে।

আপনি সঠিক পথেই আছেন। শুভকামনা।

৪| ২৪ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১০

অতিথি বলেছেন: এটাও ভাল লাগলো; কিন্তু প্যারা কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.