নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব স্পস্টবাদী, কল্পনাবিলাসী একজন...ভালো নির্ঝঞ্ঝাট মানুষ... :)তবু আমার কোন রুপটা বেরিয়ে আসবে নির্ভর করছে আপনার কথা এবঙ ব্যবহারের উপর... :)

নিঃশব্দ ঝংকারে

আমার ইচ্ছেগুলো মেঘ হয়ে উড়ে...না বলা কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে...কানটা পেতে শোনো ওই হিমায়িত বাতাসে...ভাসছে আমার অনুভূতি তোমার অনুভবে.....।

নিঃশব্দ ঝংকারে › বিস্তারিত পোস্টঃ

রাজকণ্যার গল্প...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৭

শঙ্খচিলের ওই আকাশ ফেড়ে
রাজকণ্যা, তোকে আনবো...
তোর ভালোবাসায় বুদ হয়ে থেকে
কাছ থেকে তোকে জানবো...

ভাবিস না তুই, কাঁদিস কেনো?
কিসে তোর এত্বো দুঃখ...
রাজকন্যা, আয় দুজন মিলেই
সে গল্প আমরা লিখবো...

স্বপ্নগুলো মরেছে কবেই,
হৃদয় পুড়েছে কত্ব দাগে...
এই মেয়ে,
শোন বাদ দিই সব
ঝেড়ে ফেলি সে ভাগে ভাগে...

শোন পাগলি, সাগরের সুর
ঝড়ের মাতাল গান...
বুকের সেই গভীরতম
দীর্ঘশ্বাসের টান...

শুনতে পাবি, দুরে থেকেও
থাকছি, কিরুপ কাছাকাছি...
মনের টানে মন দিয়েছি
বন্ধু হয়েই ভালোবাসছি...

দেখবি দুজন গল্প করেই
কাটিয়ে নেবো এসব সময়...
হেসে খেলেই রাঙিয়ে নেবো
দরকারে দেবো যত অভয়...

রাজকন্যা, চল স্বপ্ন বুনি
আমরা ছোট্ট পরী...
সাগরতীরে জলকেলিতে
আমরা খেলা করি...

নতুন নতুন জন্ম মোদের
নতুন নতুন সব গল্প...
নতুন নতুন বুনবো আবার
ছোট্ট ছোট্ট সব স্বপ্ন...

রাজকন্যা- রাজকন্যা মিলে
গড়বো নতুন একটা রাজ্য...

একটু হয়তো দেরীই হবে
কি তাতে যায় আসে!!!
দুস্টেরা তখন ঢোল পিটাবে
প্রচন্ড চাপা ক্ষোভ নিয়ে উল্লাসে... ;

(খুব কাছের একজন বন্ধুকে নিয়ে লেখা, মেয়েটার ভিষণ মন খারাপ ছিলো...আমারও তেমনটাই। নিজেদের সান্তনা দিচ্ছিলাম।।)

------ তরাসনু নাতালসু/১১.০২.২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.