![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইচ্ছেগুলো মেঘ হয়ে উড়ে...না বলা কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে...কানটা পেতে শোনো ওই হিমায়িত বাতাসে...ভাসছে আমার অনুভূতি তোমার অনুভবে.....।
ব্যস্ততার শিকলে আবদ্ধ,
ব্যাগ্রতায় হাহাকার...
স্বপ্নেরা সব একে একে মরে,
হৃদয়ে নির্লিপ্ত চিৎকার...
দিন শেষে তবু হেসে হেসে বলি,
এইতো আছি বেশ...
"আমি আমার"...
--- তরাসনু নাতালসু
©somewhere in net ltd.