![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইচ্ছেগুলো মেঘ হয়ে উড়ে...না বলা কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে...কানটা পেতে শোনো ওই হিমায়িত বাতাসে...ভাসছে আমার অনুভূতি তোমার অনুভবে.....।
তবুও জীবন বহমান...
খরস্রোতা নদীর মতন...
ভাঙ্গা খেলাঘরে খেলা চলে তবু,
সাজিয়ে আপনার মতন...
এখানে
জীবনের রঙ বদলাতে পারেনি বাস্তবতা,
কেড়ে নিতে পারেনি তার শৈশব...
হৃদয়ের রঙ ক্রমশ কুড়ি মেলে জাগছে...
তারই মাঝে লুকোনো কোথাও
অদৃশ্য ভালোবাসা।।
--- তরাসনু নাতালসু
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
নিঃশব্দ ঝংকারে বলেছেন: ধন্যবাদ।
ব্লগিং তো বেশ মজার।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
শরতের ছবি বলেছেন: আমার ভাললেগেছে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬
নিঃশব্দ ঝংকারে বলেছেন: ধন্যবাদ।
খুশি হলাম জেনে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

শুভ ব্লগিং....