![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইচ্ছেগুলো মেঘ হয়ে উড়ে...না বলা কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে...কানটা পেতে শোনো ওই হিমায়িত বাতাসে...ভাসছে আমার অনুভূতি তোমার অনুভবে.....।
আমি দিগন্তের পথে হেঁটে চলেছি,
ঠিকানা বহুদূর...
আমি ভবঘুরে সেজে পথে নেমেছি,
খুঁজতে জীবনের নতুন সুর।
শূণ্য হৃদয়ের পোড়াবালিতে
আজ, বইছে কি ঝড় আবার!!!
উর্ধ্বশ্বাসে দৌড়ে চলেছি ফের,
যা খুঁজি যদি না পাই!!!
--- তরাসনু নাতালসু/ ২৫.০৬.২০১১
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬
নিঃশব্দ ঝংকারে বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্যে।
কার/কোন ঠিকানা বহুদূর???
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: অণুকাব্যে ভালো লাগা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
নিঃশব্দ ঝংকারে বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
গীতবিতান কাফকা বলেছেন: দারুণ।আহামরি ভাবনা
ঠিকানা সত্যি বহুদূর...