নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সেরা কয়েকটি মুভির তালিকাঃ

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

১.Saving Private Ryan(১৯৯৮): এক কথায় অসাধারণ একটি যুদ্ধ নির্ভর মুভি । Steven Spielberg পরিচালিত এই মুভির স্টোরি লিখেছেন Robert Rodat ।এই মুভিতে ক্যাপ্টেন জন মিলার এর ভূমিকায় অভিনয় করেন টম হ্যাঙ্কস । বেশির ভাগ মানুষই এই মুভিটা দেখেছেন বলে আর ডিটেইলস বললাম না ।

২.Forest Gump (১৯৯৪):টম হ্যাঙ্কস এর আরেকটি অসাধারণ এপিক রোমান্টিক কমেডি ফিল্ম ।। এই ছবির ডিরেক্টর Robert Zemeckis । স্টোরি লিখেছেন Winston Groom. এই মুভিটি সম্পর্কেও আর ডিটেইলস বললাম না ।

৩.Rain Man (১৯৮৮):মুভির ডিরেক্টর Barry Levinson আর গল্প লিখেছেন Barry Morrow এবং Ronald Bass । বাস্তব চরিত্র Laurence Kim Peek (November 11, 1951 – December 19, 2009)এর উপর ভিত্তি করে রেইন ম্যান গল্পের Raymond চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে ।এই চরিত্রের স্মৃতি ধারণ ক্ষমতা সাধারণের তুলনায় অনেক অনেক বেশি । কিম পিক দুই চোখ দিয়ে একই সাথে দুই পৃষ্ঠা বই পড়তে পারতেন ।আর রেইন ম্যান মুভির রেইমন্ড সাধারণ বিষয়ে অদক্ষ হলেও,গনিত বিদ্যায় অসাধারণ ক্ষমটা প্রদর্শন করে । রেইন ম্যান সিনেমাটা মূলত স্বার্থপর চরিত্রের Charlie Babbit(টম ক্রুজ) এর গল্পই তুলে ধরে , যে আবিষ্কার করতে পারে তার বাবা মৃত্যুর পর তার কোটি টাকার সম্পত্তি তার অটিস্টিক ভাই রেইমন্ড কে দিয়ে গেছে । উইল প্রকাশের আগে কখনোই চার্লি জানত না যে তার কোন ভাই আছে।যাই হোক নিজ স্বার্থের কারণেই সে মানসিক হাসপাতাল থেকে নিয়ে রেইমন্ড কে ব্যবহার করে । জুয়ার টেবিলে রেইমন্ড এর ক্ষমতা কাজে লাগায়,টাকা পয়সা হাতিয়ে নেবার উদ্দেশ্যে সে রেইমন্ড কে নিজের সাথে রাখার সিদ্ধান্ত নেয় ।এভাবেই গল্প আগাতে থাকে । অবশ্য মুভির শেষ দিকে চার্লি তার স্বার্থপরতা ভুলে গিয়ে শুধুমাত্র নিজের ভাইকে নিজের সাথে রাখতে চায়। ততক্ষণে সেটা প্রায় অসম্ভব হয়ে যায় ।

৪.Life is beautiful(১৯৯৭):গল্পের ডিরেক্টর এবং মূল চরিত্রটি করেছেন Roberto Benigni । গল্পটি লিখেছেন Roberto Benigni এবং Vincenzo Cerami। ইতালিয়ান এই মুভিটি আমি মনে করি সবারই একবার করে দেখা উচিত । চাকরির উদ্দেশ্যে নতুন শহরে পাড়ি জমায় ইহুদি Guido Orefice (Benigni) ।এসেই প্রেমে পড়ে যায় ডোরা নামের স্থানীয় এক স্কুল শিক্ষিকার,যার কিনা এক ধনী কিন্তু অহঙ্কারি এক লোকের সাথে বিয়ে আগে থেকেই ঠিক হয়েছিল । সে ডোরার অ্যাঙ্গেজমেন্টের দিন ডোরাকে নিয়ে পালিয়ে যায় । পরে তাদের সন্তান হয়,নাম দেয় জশুয়া।ফ্যাসিবাদী নীতির জন্য যখন গুইডো আর তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয় তারা ইহুদী একারনে,তখন তার মা ইহুদী না হওয়া সত্ত্বেও যোগ দেয় এই মিছিলে । যদিও এর পর আর গুঈডো আর ডোরার মিলন হয় নি । এই সিনেমায় গুইডোর পিতৃত্ব সত্ত্বা হৃদয়ে গভীর দাগ কেটে যায় হৃদয়ে । জীবনের শেষ পর্যায়ে গিয়ে,মৃত্যু সুনিশ্চিত জেনেও যখন সেই গুইডো ছেলে ভুলানো কমেডিতে মেতে ওঠে যে কারো চোখে পানি চলে আসতে বাধ্য । এমনকি যখন তাকে গুলি করে মেরে ফেলার জন্য ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখনো সে ছিল ছেলেকে অভয় দিতে ব্যস্ত । এই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখা সত্যি কষ্টকর ।

আরো কিছু ভালো লাগা মুভির নামঃ

৫. The Boy in the Striped Pajamas (২০০৮)

৬. The sound of music (১৯৬৫)

৭ .A beautiful mind (২০০১)

৮.The bucket list

৯.The Conformist

১০.I am Legend

১১.I Robot

12. The pursuit of Happyness(আমার মতে উইল স্মিথ এর সেরা ছবি)

১৩.Hugo

14. Up(animated)

15.Mafia (comedy 1998)

16. The Good the bad and ugly the (western)

17.The Godfather

18.All quiet on the Western Front

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১

রোদের ক্রোধ বলেছেন: The pursuit of Happyness - আমার মতে উইল স্মিথ এর সেরা ছবি

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: এই মুভি দেখে প্রথম কান্নাকাটি করসিলাম :(

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: যাক আপনার লিষ্টে All quiet on the Western Front এর নাম দেখে ভাল লাগলো। এর আগে মনে হত শুধুমাত্র আমি একাই এই মুভির ভক্ত :)
আমি এই মুভির দুটো ভার্শন-ই দেখেছি। প্রথমটা কিন্তু অষ্কার পেয়েছিল। অবশ্য এর আগে এরিকের বইটা পড়েই ভাল লেগেছিল।

আপনার প্রিয় মুভির প্রায় সবগুলিই দেখেছি, আমারও এর অনেকগুলি প্রিয়।
বিশেষ করে উইল স্মিথের গুলো।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: এই কথাটা জানতে পেরে আমারো ভালো লাগল । হুম এই বইটা আমারো প্রিয় বই । এই বই আর থ্রি কমরেডস বইটা আমার কাছে মনে হয় এরিক মারিয়া রেমার্ক এর সেরা দুইটা বই ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

ওবায়েদুল আকবর বলেছেন: Pulp Fiction দেখছেন? এইটাও লিস্টে আসার মত। শশাংক রিডেম্পশন, শিল্ডলার্স লিস্ট, গ্রিন মাইল, দি লর্ড অফ দ্যা রিংস ট্রিলজি এইগুলি আছে আমার লিস্টে। আপনার লিস্টের থেকেও বেশ কয়েকটি আমার লিস্টেও আছে। তবে এর মধ্যে A beautiful mind আর The pursuit of Happyness এর কথা আলাদাভাবেই বলব।

পোস্ট ভালো হইছে। =p~ =p~

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: জ্বি ধন্যবাদ ভাই । আপনার লিস্টের গ্রিন মাইল, দি লর্ড অফ দ্যা রিংস দেখা হইসে । বাকি গুলাও দেখে নিব । লিস্টে আসার মত ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩

অভি৯১৭৫ বলেছেন: বেশিভাগ মুভিই দেখা। তালিকাটা ভালো হয়েছে। যেকোন মুভি প্রিয়দের তালিকায় এই মুভি গুলো থাকবেই।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমি সহমত প্রকাশ করছি

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

বাকপটু বলেছেন: দোস্ত এতো মুভি দেখোনের টাইম কই পাস??


লিস্টের মাত্র একখানা মুভি দেখসি................হুগো


ভাল্লাগসে

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আমার সময় অফুরন্ত

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

পণ্ডিত মশাই বলেছেন: বেশীর ভাগই দেখা এবং ভাললাগার মত ছবি।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: সহমত

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

বাংলাদেশী দালাল বলেছেন:

Perfume
Apocalypto
300

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: মাথাতে নিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.