নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Blueman

I am a simple man, i want upgrade my own. So i want many type of comment

Blueman › বিস্তারিত পোস্টঃ

Tablet Pc with Phone Call

০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০১

ভাই কেহ বাজে মন্তব্য করবেন না, আমি নিচের Configuration এর কিছু Tablet Pc আমদানী করেছি, নিচের Configuration পড়ে মন্তব্য করুন কেমন হয়েছে:

Configuration :

Aoson M71G 7 inch 1024*600 with Android 4.0 Built-in 3G 2160P

CPU Allwinner A10,Cortex A8 1.0GHz GPU Mali-400

OS: Android 4.0

Memory 1GB DDR3 RAM,8GB Nandflash Support up to 32GB via micro SD card.



Screen 7 inch 5 points Capacitive Multi touch

Resolution: 1024*600,16:9

• Multilanguage support

• Excellent Ebook reader

• Weather on line

• Web Browser

• Slim body

• Support 3D games

• Photo browser:JPEG,BMP,GIF,PNG

• Built-in MIC

• Mini HDMI port

• MINI-USB port

• SIM card port

• Support QQ,MSN,SKYPE,google talk

• 197*120*11.3mm

Battery Lithium polymer battery 3000 mAh



Camera, Wifi, Sim Card slot, Support Mouse, Android Market All Application

Package Content:

Aoson M71G

Power adapter

Keyboard with cover, Extra cover

USB Cable

User Manual

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৪

চিন্তা শিল্পী বলেছেন: বেচবেন নাকি?

০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৩

Blueman বলেছেন: বিক্রির জন্যই আমদানী করলাম।

আমার মেইলে আপনার ফোন নম্বর দিলে ব্যাক করব।
[email protected]

২| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৫

কস্ট বলেছেন: দাম কত

০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৪

Blueman বলেছেন: ২২০০০

৩| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৮

কস্ট বলেছেন: ১০০০০ টাকা দিয়াম এই গরিব্রে এক টা দেন :-0 :-0 :-0

০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৭

Blueman বলেছেন: ভাই তাহলে এই গরিবের পকেট থেকে বাকীটা যে ভরতে হয়..........তা তো সম্ভব না।

কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৪| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

চুরমার বলেছেন: উপরের টা কত দাম??? আমি একটা নিব।।

০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৫

Blueman বলেছেন: ভাই জিনিস একটাই, ওয়ারান্টি আছে, ১ বছর, দাম ২০,০০০.০০, সিম স্লট আছে
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
দরকারে : ০১৭২০১৫৫০৮৬

৫| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

চুরমার বলেছেন: সরি।। জিনিস তো একটাই।। ১৬০০০ হলে নিব.।.।সম্ভব?

০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৩

Blueman বলেছেন: হ্যা ভাই জিনিস একটাই, ওয়ারান্টি আছে, ১ বছর, দাম ২০,০০০.০০, সিম স্লট আছে
কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৬| ০৭ ই জুলাই, ২০১২ রাত ৯:০৫

সাকিল আল মামুন বলেছেন: apnar ei jinish ta amar pochondho hoiche, kintu amar bb playbook ache, tai ekhon aro ekta kinbo na..

apnake ekta kotha boli, mone kichu niyen na- google nexus7 market e asteche, apni joto joldi paren eigulan sale diya den, karon, oitar dam kintu ei rokom i hobe, ekhon manush brand er jinish thakte apnar ei chinese jinish kinbe na.

০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৪১

Blueman বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০৭ ই জুলাই, ২০১২ রাত ৯:২৩

মেমননীয় বলেছেন: ওয়ারান্টি আছে কিনা?
দাম ১৫০০০ টাকা হলে এদেশে বিক্রয় করতে পারবেন।

০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৮

Blueman বলেছেন: ওয়ারান্টি আছে, ১ বছর, দাম ২০,০০০.০০, সিম স্লট আছে
কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৮| ০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৫৮

পাস্ট পারফেক্ট বলেছেন: আপনার মত কিছু বেবসায়ী সস্তা চাইনিজ জিনিষ - মোবাইল, ট্যাব ইত্যাদি এদেশে আমদানী করে দেশটাকে ফালতু জিনিষের ডাম্পিং জোনে পরিনত করছেন। এর ফলে প্রচুর টাকা বাইরে চলে যাচ্ছে। ফাকে তালে আপনার হয়তো ২/৩ হাজার পকেটে থেকে যাবে। কিন্তু বৃহত্তর স্বার্থে একটু চিন্তা করেন- আসলেই কি এসব কম দামি সস্তা জিনিষের কোন প্রয়োজন আছে?
স্টেডিয়ামে গেলে বুঝা যায়- কত হাজার ফালতু চাইনিজ প্রডাক্ট দিয়ে যে ঠাসা। এমনি ইলেক্ট্রিসিটি নাই, তারপর এইসব বাঙ্গালের ঘোড়া রোগ দেখলে আরো আফসোস হয়!!!

০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:২০

Blueman বলেছেন: ভাই নিজের চেহার দিকে তাকান, সবটাই চাইনিজ। চায়না আছে বলেই ১৫০০ টাকায় মোবাইল পাচ্ছেন, সবাই ব্যাবহার করতে পারছে, চায়নার আমদানী ১ বছরের জন্য বন্ধ করে দিলে কি হবে একবার চিন্তা করেন। আপনার মনে হয় জানা নেই চায়না শুধ্র সস্তা জিনিসই তৈরি করে না ভান কোয়ালিটি সম্পন্ন জিনিস ও তৈরি করে..........কোন দেশে চায়না জিনিস পাওয়া যায় না বলতে পারেন, বাঙ্গালের ঘোড়া রোগ না, আপনার মত কিছু বাঙ্গালের ভূল চিন্তা।

৯| ০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৫৯

ফারহান আহমেদ বলেছেন: :( :( :(( :(( :(( :((

১০| ০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৪৭

পাস্ট পারফেক্ট বলেছেন: ফালতু গারবেজ আর মানসম্পন্ন প্রডাক্ট - এই দুইটার মধ্যে ব্যবধান অনেক। অন্যসব দেশে মানসম্পন্ন পন্য (বা যাকে বাংলাতে বলে এক্সপোর্ট কোয়ালিটি) তা চায়না থেকে অন্যে সব দেশে রপ্তানি হইলেও, কেন জানি অধিক মুনাফা আর দেশি কুত্তারে যা তা দিলেও চলে এই মনোভাব পোষনকারী এক শ্রেনীর ব্যবসায়ী নিম্ন মানের প্রডাক্ট দিয়ে দেশ টা ভরে দিয়েছে।
আশা করি এইবার বুঝছেন আমি কি বলতে চাইসি?

০৮ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪৫

Blueman বলেছেন: না ভাই, নিজের পকেটের দিকে তাকান, পকেট ভর্তি থাকলে বুদ্ধি দেয়া সহজ, আপনার হয়ত জাপনের টাকা আছে, ব্যবহার করতে পারেন অনেক দামি জিনিস, আপনার মত এত বড় মোতা ওয়ালা বেশভুষার পাবলিক কয় জন? আর ফল্তু মনে করলে বর্জন করেন, আপনারে তো কেহ জোর করছে নাই..............চায়না আছে বলেই ল্রাপটপ ২০,০০০ টাকায় দিচ্ছি.......চায়না না থাকলে ২০০০০ টকায় ল্যাপটপ আকাশের দিকে তাকাইয়া চিন্তা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.