![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
তোমরা রক্তের নদী দেখনি
আমি রক্তের নদীতে ওদের স্নাত হতে দেখেছি
তোমরা লাশের মিছিল দেখনি
আমি লাখো লাশের বহরে শকুনিদের কলরব শুনেছি ।
তোমরা দেখনি বুলেটের পর বুলেট পাখিদের মত মানুষের মৃত্যুর কলরব
আমি প্রকাশ্যে দেখেছি নিমিষেই ঝরে যাওয়া কত তরুন প্রানের আকুতি বৈভব ।
ভোরের সূর্য তোমরা দেখো স্বাধীন দু চোখ মেলে
আমরা দেখেছি রক্তিম সূর্য লাল সেতো আমাদেরি রক্ত ঢেলে ।
তোমরা দেখ আঁকাবাঁকা মেঠো পথ নদীর বোকে পানির কলতান
আমরা দেখেছি গ্রেনেড ভরা নদী লাশের পরে লাশের উত্থান ।
তোমরা লিখ অ,ক,ঙ মনের খুশি মতে
আমরা লিখিলেই তাহা বুলেট মেরে বদ্ধ ভুমিতে রাখিত ওরা পোঁতে ।
রক্ত ঢেলে আমরা রেখেছি বাংলা মায়ের মান
তোমরা রেখো আমাদের মনে দিও এতোটুকু সন্মান ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৪
প্রথম স্পর্শ বলেছেন: শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্লগে স্বাগতম।
শুভব্লগিং।