![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
আজকে নতুন কাল কি আমি পুরান হবো নাকো
সে দিন তোমায় দেখে নেব যেথায় তুমি থাকো।
নতুন বলেই তোমরা মোরে করছ অবহেলা
সোনার দিনটি আসবেই আমার ফুরাবে তোমার বেলা।
মনীষীরা বলে মিলে সকলে সবুরেতে মেওয়া ফলে
অ-সবুরে দুঃখ কষ্ট বিহিন সুখ নাহি গো মিলে।
সবুরের সাথে লাগবে তোমার চেষ্টা শ্রম ও সাধনা
তবেই পাবে সার্থক জীবন দূর হবে যাতনা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১
প্রথম স্পর্শ বলেছেন: Thank you টুনটুনি০৪
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫
টুনটুনি০৪ বলেছেন: সুন্দর কবিতা। পড়ে ভালো লেগেছে।