![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহন (২৯০৩৫ ফুট)
১ম বাংলাদেশী: মুসা ইব্রাহিম
এভারেস্টে আরোহনঃ ২৩শে মে ২০১০, রবিবার,
নেপাল সময় সকাল ৮.৩০ মিনিটে।
অভিযান আরম্ভ ২০ এপ্রিল ২০১০ (মোট সময় ৩৪ দিন)
সংগে ছিলেন আরো ২৫ জন।
তারমধ্যে নেপালের পেশাদার পর্বতারোহী ১৪ জন।
৬ জন ব্রিটিশ, ১ জন মার্কিন, ৩ জন মন্টিনিগ্রো নাগরিক।
মুসার সহযোগী ২জন নেপালী শেরপা।
গত বছরও এভারেস্টের বেইজ ক্যাম্পে আরোহন করেছিলেন।
মুসা পর্বতারোহীদের সংগঠন 'নর্থ আল্পাইন ক্লাব' এর সেক্রেটারি।
২০০৭ সালে ক্লাবের জন্ম।
বাংলাদেশের ইংরেজী সংবাদপত্র 'দ্য ডেইলী স্টার' এর সাংবাদিক/সহকারী সম্পাদক। প্রাক্তন প্রদায়ক প্রথম আলো।
১৯৫৩ সালের ২৯শে মে প্রথম এভারেস্ট পর্বতশৃঙ্গ জয় হয়।
ঐ বিজয়ীদ্বয় তেনজিং মারা গিয়েছেন এবং হিলারী (৮৮) মৃত্যু ১১/১/০৮
তার ৫৭ বৎসর পর মে মাসেই একজন বাংলাদেশী এই শৃঙ্গ জয় করে।
ব্যয়ঃ প্রায় ৫০ লক্ষ টাকা। সংগ্রহ ও ধার। বোন নুর আয়েশাও ধার দেন।
নামঃ মুসা ইব্রাহিম
পিতাঃ আনছার আলী, মহাব্যবস্হাপক (অর্থ) ঠাকুরগাঁও চিনি কল
মাতাঃ বিলকিস বেগম
জন্মঃ লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা, দুর্গাপুর ইউনিয়ন মোগলহাট গ্রামে, ১৯৭৯ (৩০ বৎসর)
শৈশব- ঠাকুরগাঁও ১৯৮৬ থেকে
পড়ালেখা শুরু- ঠাকুরগাঁও চিনি কল স্কুলে ১ম শ্রেণী থেকে
প্রাথমিক- বৃত্তি লাভ
মাধ্যমিক- ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ
এসএসসি-স্টার মার্ক, ১৯৯৪
এইচএসসি-স্টার মার্ক, ঢাকা নটরডেম কলেজ
মাস্টার্স- ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ,
(আই ই আর) ঢাকা বিশ্ববিদ্যালয়।
দ্বিতীয় মাস্টার্স-ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
স্ত্রীঃ উম্মে সরাবন তহুরা
এক সন্তানঃ ওয়াসি ইব্রাহিম (১.৫ বৎসর)
শীত মৌসুমে ঠাকুরগাঁও থেকে হিমালয়ের চূড়া পরিস্কার দেখা যায়, যেদিকে মুসা প্রায়ই তাকিয়ে থাকতো।
সংকলন উৎসঃ বিভিন্ন পত্রিকা, সাময়িকী।
২৯ শে মে, ২০১০ বিকাল ৩:৪৪
নুরুন নেসা বেগম বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে মে, ২০১০ বিকাল ৩:৩৭
অাতাউর রহমান কাবুল বলেছেন: মুসা নর্থ আল্পাইন ক্লাব এর প্রেসিডেন্ট নয়.... সেক্রেটারি।
২৯ শে মে, ২০১০ বিকাল ৩:৪৬
নুরুন নেসা বেগম বলেছেন: সংশোধিত। অনেক ধন্যবাদ, আতাউর রহমান কাবুল।
৩| ২৯ শে মে, ২০১০ বিকাল ৩:৫০
হাজারি বলেছেন: দারুন পোস্ট
২৯ শে মে, ২০১০ বিকাল ৩:৫৫
নুরুন নেসা বেগম বলেছেন: স বার জন্য। ধন্যবাদ।
৪| ২৯ শে মে, ২০১০ বিকাল ৩:৫৩
সাগর রহমান বলেছেন: দারুন পোষ্ট। মুসা ইব্রাহিম কে অভিনন্দন।।
২৯ শে মে, ২০১০ বিকাল ৩:৫৬
নুরুন নেসা বেগম বলেছেন: মুসা ইব্রাহিম কে অভিনন্দন জানানোতে স বার মতো আমিও খুশী।
৫| ২৯ শে মে, ২০১০ বিকাল ৩:৫৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আজকে পোস্টিংয়ের গতি ঠিক আছে। এই গতিতে পোস্ট দিলে খুব খুশি হব।
++++++++
২৯ শে মে, ২০১০ বিকাল ৩:৫৮
নুরুন নেসা বেগম বলেছেন: আরে দুরন্ত, কি অবস্হা! ভাল থাইকেন।
৬| ২৯ শে মে, ২০১০ বিকাল ৪:১০
ঘাসফুল বলেছেন: এ মাসে এ পর্যন্ত মাত্র ৮১ টা পোষ্ট ডেলিভারি হৈছে... সেঞ্চুরি করন চাই কিন্তু (আপামনির বাড়ির আব্দার বৈলা কথা)
২৯ শে মে, ২০১০ বিকাল ৪:১৪
নুরুন নেসা বেগম বলেছেন: দোয়া রাইখেন।
৭| ২৯ শে মে, ২০১০ বিকাল ৪:১১
ঘাসফুল বলেছেন: পোষ্টে প্লাস দিছি কিন্তু...
২৯ শে মে, ২০১০ বিকাল ৪:১৪
নুরুন নেসা বেগম বলেছেন: সেজন্য বেশী বেশী ধন্যবাদ।
৮| ২৯ শে মে, ২০১০ বিকাল ৪:২২
সায়েম মুন বলেছেন: তার সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ
২৯ শে মে, ২০১০ বিকাল ৫:১০
নুরুন নেসা বেগম বলেছেন: বাবু কে স্বাগত সায়েম মুন। তথ্য সেজন্যই তো দেয়া।
৯| ২৯ শে মে, ২০১০ বিকাল ৫:৪৭
রনি আহমদ বলেছেন: ওরে আপনি তো অনেক কিছু যানেন ।
২৯ শে মে, ২০১০ বিকাল ৫:৫০
নুরুন নেসা বেগম বলেছেন: কি বলেন? আপনেও পড়েন, আমিও কিছু কিছু এই আর কি!
ধন্যবাদ!
১০| ২৯ শে মে, ২০১০ বিকাল ৫:৫৬
আজমান আন্দালিব বলেছেন: বাংলাদেশের গৌরব মুসা ইব্রাহীমের ব্যাক্তিগত প্রোফাইল জেনে অনেক সমৃদ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে।
অঃটঃ আপা, মুসার সাথে কি আপনার ব্যক্তিগত পরিচয় আছে?
২৯ শে মে, ২০১০ বিকাল ৫:৫৭
নুরুন নেসা বেগম বলেছেন: না, আজমান। ভাল থাকেন।
১১| ২৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৩
নন্দনপুরী বলেছেন: মুসা ইব্রাহিম কে অভিনন্দন।।
২৯ শে মে, ২০১০ রাত ৮:৫২
নুরুন নেসা বেগম বলেছেন: আমাদের সবারই। ধন্যবাদ।
১২| ০৩ রা জুন, ২০১০ সকাল ১১:১৯
চন্দন বলেছেন: আপনার দেওয়া ছবিটি এভারেস্টের চুড়ার না ।
ছবিতে দেখা যাচ্ছে তৌহিদ হোসেন ও মুসা ইব্রাহিম কে এটি অর্নপূর্না-৪ এর।
০৩ রা জুন, ২০১০ রাত ১১:০৯
নুরুন নেসা বেগম বলেছেন: যেটি পেয়েছিলাম, তাই তাৎক্ষনিক দিয়েছি। ধন্যবাদ।
১৩| ২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৭
েভােরর স্বপ্ন বলেছেন: মুসার লগে লগে আমি এভারেস্টে উঠছিলাম, হে হে হে হে !!! আমার লগে পঃআঃ নেই, হের লাগি আমার নিউজ আসে নাই । আমার মুল সার্টিফিকেট লগে মুসার ও আমার ছবি আপ করলাম
১৪| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৩:৩৩
নুরুন নেসা বেগম বলেছেন: খুবই খুশী হইলাম আপনার কৃতিত্বের কথা জাইনা। ছবি দেওনে আরো খুশী। এখন ছবি আপ করনের নিয়ম শিখাইবেন, ভোরের স্বপন?
১৫| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৩:৪৬
দস্যু বনহুর বলেছেন: @েভােরর স্বপ্ন
২৮ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৫৭
নুরুন নেসা বেগম বলেছেন: অনেক পড়া সিরিজের নাম দস্যু বনহুর, দস্যু বাহরাম, দস্যু মোহন, তারপর মাসুদ রানা কিছু। তা, এখন কি করেন?
১৬| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:০৩
েভােরর স্বপ্ন বলেছেন: @ লেখক
ছবি আপ করার নিয়ম শেখার জন্য
http://www.somewhereinblog.net/faq
২৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪২
নুরুন নেসা বেগম বলেছেন: এতদিনেও এর দেখা পাইনি! অনেক ধন্যবাদ। সময় নিয়ে দেখতে, খুঁজতে, বুঝতে চেষ্টা করবো। নাহয়-আবার যেয়ে ডাকবো কিন্তু।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১০ বিকাল ৩:৩১
গৌতম রায় বলেছেন: গুড পোস্ট!