![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল যখন একা একা বাড়ি যাওয়ার জন্য জেদ করতাম । তখন স্কুল এর শেষের দিকে । বাবা তখন বলত বড় হও --- সব কাজ একাই করতে হবে ।তখন ভাবতাম আমাকে না যেতে দেয়ার জন্য এগুলো বলত । খুব বিরক্ত হতাম , রাগ দেখাতাম ।আজ হাড়ে হাড়ে বুঝতেছি --- একা চলা যে কতটা কষ্টকর ।এখন সবকিছু একাই করতে হয় ।শত ঝামেলা আড়াল করে রাখতো বাবা ।আজ একা চলতে গিয়ে তোমাকে খুব মিস্ করছি ।
©somewhere in net ltd.