![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে চাকুরীর সুবাদে ঢাকা থাকি প্রায় ৩ মাস থেকে । এর আগে চট্টগ্রামেই ছিলাম । ব্যক্তিগত কাজে চট্টগ্রাম যাচ্ছিলাম গত সপ্তাহে । বাসে সীট ছিল একদম সামনে ।নদ্দা থেকে উঠে দেখি পাশের সীটে একটি মেয়ে তার পিচ্চি ছেলেকে নিয়ে বসে আছে ।একে মেয়ে তার উপর পিচ্চি..একটু বিরক্ত ই হলাম ।
যা হোক ভদ্রতা করে হাই হ্যালো করলাম ।কথায় কথায় অনেক কথা হল ।মেয়েটার বয়স অনেক কম এবং খুব সাদাসিধে-সরল মনের মেয়ে ।
প্রেম করে বিয়ে করেছে ।শশুর বাড়ি চট্টগ্রাম ।শশুর বিদেশ থাকে ।শাশুড়ী খুব কড়া ।বাসার সব কাজ একা হাতেই করতে হয় ।বাচ্চাও মানুষ করতে হয় ।জামাই কেবল এইচ এস সি পাশ করেছে ।হঠাৎ সংসারের কারণে আর পড়ালেখা করে নাই ।দুজন দুজনকে খুব ভালবাসে ।কিন্তু চট্রগ্রামের রান্না বেচারী খেতেই পারে না ।এ নিয়ে শাশুড়ীর কোনো মাথাব্যাথা নাই ....তিনি আছেন ছেলের শশুরবাড়ী থেকে কি পেলেন আর ছেলেকে পারিবারিক ভাবে বিয়ে দিলে আরও কি পেতে পারতেন এই চিন্তায় ।আমি অনেকদিন চট্টগ্রামে ছিলাম তাই জানি এই মানসিকতার কথা ।এই মানসিকতার জন্যই পারিবারিক সমস্যাগুলো ব্যাপক আকার ধারণ করছে ।এ ব্যাপারগুলো আমিও অপছন্দ করি ।কিন্তু মজার ব্যাপার হল আমি তাকে চট্টগ্রামের পক্ষ নিয়ে বুঝালাম যে এগুলো সাময়িক সমস্যা এবং সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে ................
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯
~মাইনাচ~ বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটে। যৌতুক বিষয়টি আমাদের ঘৃনা করতে শিখতে হবে।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন:
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫
পথহারা নাবিক বলেছেন: চট্টগ্রামের লোকের মতো নিচু মনের লোক বাংলাদেশে কোনো যায়গায় নাই!!!
৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩
এই মুহূর্ত বলেছেন: পথহারা নাবিক.................আমি আপনার সাথে একমত না । কারণ প্রায় ২৫ বছর চট্টগ্রাম এ ছিলাম । আসলে কিছু মানুষকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক না । হ্যা এটা ঠিক যে ওদের মধ্যে নিজেদের আলাদা ভাবার একটা ব্যাপার আছে কিন্তু নিচু মনের মন্তব্য করাটা বোধহয় ঠিক না । চট্টগ্রামে থাকার কারণে এই ব্যাপারটা খারাপ লেগেছে । তাই আসলে শেয়ার করলাম । উদ্দেশ্য....মানসিকতার পরিবর্তন ....... ওদের ছোট করা না ।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:০৭
এই আমি রবীন বলেছেন: @প.না!, ভুল বললেন!
অন্য জেলার লোক এসে চট্টগ্রামে বেশ রাজার হালেই তো থাকে!
মনে হয় আপনি 'মুগুর' এর বাড়ি খেয়েছেন, তাই চট্টগ্রামের উপর এতো রাগ!
তা কি করছিলেন?
৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:২৭
নূর আদনান বলেছেন: এই মুহূর্ত বলেছেন: পথহারা নাবিক.................আমি আপনার সাথে একমত না । কারণ প্রায় ২৫ বছর চট্টগ্রাম এ ছিলাম । আসলে কিছু মানুষকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক না । হ্যা এটা ঠিক যে ওদের মধ্যে নিজেদের আলাদা ভাবার একটা ব্যাপার আছে কিন্তু নিচু মনের মন্তব্য করাটা বোধহয় ঠিক না । চট্টগ্রামে থাকার কারণে এই ব্যাপারটা খারাপ লেগেছে । তাই আসলে শেয়ার করলাম । উদ্দেশ্য....মানসিকতার পরিবর্তন ....... ওদের ছোট করা না ।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:১১
কষ্টসখা বলেছেন: যৌতুক নেওয়া কবে যে বন্ধ হবে।
আর অপরিনত বয়সে প্রেম কখনই গ্রহনযোগ্য নয়। সবার মা বাবাই তাদের সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন দেখে কিন্তু ওই সন্তান যখন মা বাবার অমতে কাউকে বিয়ে করে তখন মা বাবা স্বাভাবিক ভাবেই পুত্রবধুকে মন থেকে মেনে নিতে পারেন না।
৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম !!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯
bakta বলেছেন: :