নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারও জন্য/কোনোকিছুর জন্য জীবন থেমে থাকে না ...

এই মুহূর্ত

হতাশ

এই মুহূর্ত › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৯

আজ ভালবাসা দিবস । কথাটা শুনলে মনে হয় অন্য দিন গুলো কি তবে ভালবাসার নয় !!! যা হোক ... এ তর্কে যাব না ।

আজ ও আমাকে কর্মক্ষেত্রে আসতে হয়েছে । আসার পথে দেখলাম তরুন-তরুনীরা সুন্দর করে সেজে গুজে গন্তব্যে যাচ্ছে কিংবা ভালবাসার মানুষটির জন্য অপেক্ষা করছে । পুরোনো কথা মনে পড়ে গেলো । এক কালে এই দিন টা তে অপেক্ষা করতাম কখন সে আসবে ? আসতে দেরি হলে ফোন এর পর ফোন ! দেখা যেত বেশির ভাগ সময় সে আসত দেরি তে । পরে দেখতাম কারণটা ছিল ফুল । বেশ মনে পড়ে আমাদের প্রথম ভালবাসা দিবসের কথা । দুরু দুরু বুকে অপেক্ষা করছিলাম কখন আসবে... আদৌ আসবে কি না এটা নিয়েও একটু দ্বিধা ছিল । যা হোক সে আসল এবং তাকে দেখে আমার অবস্থা খারাপ । এত সুন্দর করে কেউ আমার জন্য কেউ সেজে আসতে পারে আমার কল্পনাতেও ছিল না । হাতে ফুল,চকলেট & গিফট ।

দীর্ঘ ৮ বছর পর এখন সে আমার জীবন সঙিনী । অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের ভালবাসা দিবস আমদের বিয়ের পরবর্তী প্রথম ভালবাসা দিবস !!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

এই মুহূর্ত বলেছেন: আজ টিউশনি তে দেরী হয়ে যাবে । মামুন তাড়াহুড়া করে মেস থেকে বের হল । ৩ টা বাজতে চলল। রাশেদ এর কাজ টা করে দিতে হবে।কে না কি ফোন দিয়ে কথা বলে না,শুধুই হাসে।কোনভাবেই বের করতে না পেরে সিদ্ধান্ত হল ঝাড়ি দেয়ার।
বন্ধুমহলে মামুন এর একটা সুনাম আছে ... মেয়ের গলা শুনলেই বিগলিত হ্য় মামুন এই টাইপ এর ছেলে না।যেমন আহসান এবং সিদ্দিক।
ঘড়ি দেখল মামুন । ৩:৩৫ মিনিট । দুপুরের এই টাইম এ একটা থেকে চারটা এই তিন ঘন্টা কলরেট অর্ধেক ।রিং হচ্ছে ।কেমন একটা টেনশন কাজ করছে । একটা সিগারেট ধরাল মামুন ফোনটা কানে রেখেই ।এরপর অপেখ্খার পালা।মামুনের মনে পড়ে যাচ্ছে কাল রাতের কথা।হোস্টেল এ ছিল কাল।বেলাল,নাজমুল,আতিক,রাতুল,এনাম সবাই ছিল। সর্বসম্মতিতে সিদ্ধান্ত হল রাশেদের ডিস্টার্বকারিনীকে ঝাড়ি দেয়ার।কথা বলে না ...বেশ কয়েকজন হাসাহাসি করতেছে,কেউ কথা বলে না।

বাকি টা আসছে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.