নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ময় হয়ে পৃথিবী দেখি...........

নিজেরে হারায়ে খুজি..... [email protected]

বহুরূপী মহাজন

ক্ষ্যাপা খুজে ফেরে পরশ পাথর

বহুরূপী মহাজন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ছাত্রশিবিরে যোগদিন (ভর্তি বিজ্ঞপ্তি)

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৫

জামাত-শিবির ইন্সটিটিউট অব রেডিক্যাল ডেভেলপমেন্ট

( আধারের যাত্রী মোরা )

ভর্তি বিজ্ঞপ্তি

স্মারক নং: চো ১০ / দো / ১৫ ন ০০ / খা ৩ - ও



আপনি কি বিবেকহীন? আপনি কি ভন্ডামিতে পটু? আপনার কথায় আর কাজের কি কোন মিল নেই? আপনি কি ঠান্ডা মাথায় মানুষ খুন করার যোগ্যতা ধারণ করেন?



তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যত্। জামাত-শিবির ইন্সটিটিউট অব রেডিক্যাল ডেভেলপমেন্ট এ যোগদিন এবং নিজের প্রতিভাকে আরও কার্যকর ভাবে বিকশিত করুন। জামাত-শিবির ইন্সটিটিউট অব রেডিক্যাল ডেভেলপমেন্ট এ নতুন ব্যাচ এ ভর্তি চলছে।



১. ভর্তির যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর প্রাক্তন সদস্যদের সন্তান হতে হবে। যারা নিজেদের পাকিস্তানের সন্তান মনে করেন তারা অগ্রাধিকার পাবেন।



২. অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই পিস্তল, ক্ষুর অথবা অন্যকোন আগ্নেয়াস্ত্র ব্যবহার জানতে হবে। অবশ্য গজারি লাঠি, হকস্টিক ইত্যাদি সহযোগে মারপিটে পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের ব্যাপারে এ শর্ত শিথিল যোগ্য।



৩. রগ কাটায় পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার।



৪. অন্যান্য শর্ত সমুহ: প্রার্থীকে মনে প্রানে গন্ডগোলকে (মুক্তিযুদ্ধ) এবং গন্ডগোলকারীদের (মুক্তিযোদ্ধা) ঘৃণা করতে হবে। অন্ধভাবে অনুসরণের ক্ষমতা থাকতে হবে। ভন্ডামি ও মানুষকে বিভ্রান্ত করার যোগ্যতা থাকতে হবে।



৫. অযোগ্যতা: মুক্তিযোদ্ধাদের সাথে দূর-দূরান্তের সম্পর্ক থাকলেও প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। স্বাধীনতা যুদ্ধের সপক্ষ বা মুক্তিযোদ্ধার সন্তানদের আবেদন করার দরকার নাই।



৬. বয়স: স্কুল পড়ুয়া হলে ভাল হয়, তবে আবশ্যক নয়।



ব্রেইন ওয়াস করে চুড়ান্ত প্রার্থীদের বাছাই করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের মওদুদী দর্শন ও অন্যান্য অন্ধ শিক্ষা দেয়া হবে। তাদের নিয়মি ক্ষুর চালনা, অস্ত্র চালনা, গজারি লাঠির ব্যবহার ও মানব শরীরের অংগ প্রত্যঙ্গ সম্বন্ধে(রগ, গলা ইত্যাদি কাটার) ব্যবহারিক শিক্ষা প্রদান করা হবে। সফলভাবে শিক্ষা কার্যক্রম সম্পন্ন শিক্ষার্থীদের চূড়ান্ত পরিক্ষা দিতে হবে। উত্তীর্ন প্রার্থীগন ছাত্র শিবিরে যোগদান করবেন।



যোগাযোগ:



জামাত-শিবির ইন্সটিটিউট অব রেডিক্যাল ডেভেলপমেন্ট

আন্ধার গলি

মগবাজার

ঢাকা।



মন্তব্য ৩৪ টি রেটিং +১৫/-৪

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪০

অমি রহমান পিয়াল বলেছেন: পাকবাহিনীর ফেলে যাওয়া সন্তান নিয়া একটু কথা আছে। ধর্ষণের শিকার প্রচুর নারী সন্তানের জন্ম দিছেন, তাদের বলা হয় যুদ্ধ শিশু। এদের একটা বড় অংশ বিদেশে থাকে। মাতৃপরিচয় জানে না। এদের জামাতি মানতে আমার আপত্তি আছে।

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৪

বহুরূপী মহাজন বলেছেন: পাকবাহিনীর সন্তান বলতে যারা মনে প্রানে পাক বাহিনীর সন্তান তাদের বোঝানো হয়েছে। যেসব যুদ্ধশিশু জন্ম নিয়েছিল এবং পাকবাহিনীকে ঘৃণা করে তারা ভর্তির অযোগ্য।

২| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪২

ক্যাচাল বলেছেন: পাক বাহিনীর ফেলে যাওয়া সন্তানদের অগ্রাধিকার দেয়া হবে।= এটা বাদ দিন প্লীজ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৩

সু-শান্ত বলেছেন: Click This Link

ঢাকা, বাংলাদেশ, ৪ মার্চ ১৯৭২: সমাজকর্মীরা মনে করছেন, বাংলাদেশে যে হাজার হাজার অপ্রত্যাশিত শিশু জন্ম নিতে যাচ্ছে তাদেরকে হত্যা করা হবে।

মুক্তিযুদ্ধের অনুপ্রেরনাকে নষ্ট করার উদ্দ্যেশে যেসব বাংগালী নারীকে পাকিস্তান সেনা কর্তৃক ধর্ষণ করা হয়েছিলো তাদের গর্ভেই এই শিশুদের জন্ম হতে যাচ্ছে।

যদিও কতো জন নারী গর্ভবতী হয়েছেন এর সঠিক পরিমান এখনো নিধারিত হয়নি, তবে ' নারী পূনবার্সন সংঘ' গুলোর মতে এ সংখ্যা ২৫০০০ কম হয় নয়, তাছাড়া ধর্ষিত নারীর সংখ্যা ৫০০০০ কম হবে না।

মহিলা পূনর্বাসন প্রশিক্ষন কেন্দ্রের বিশিষ্ট সমাজকর্মী তাহেরা শফিকের বলেন, '' এ ব্যাপক শিশুহত্যা রুখতে হলে আমাদের একমাত্র উপায় এসব গর্ভবতী/ধর্ষিত নারীদের উদ্ধার করে সঠিক ভাবে পূনর্বাসনের ব্যবস্থা করা। ''

তিনি আরো বলেন, '' পিতৃহীন শিশুসহ মায়েরা বাংগালী সমাজে অতি নিগৃহীত । সব পরিবারই চাইবে যেকোন ভাবে এসব অনাকাংখিত শিশুদেরকে মেরে ফেলে মুক্তি পেতে।''

মহিলা পূনর্বাসন প্রশিক্ষন কেন্দ্রের সহায়তায় বিভিন্ন গ্রুপ এসব গর্ভবতী/ধর্ষিত নারীদের উদ্ধার করে সঠিক ভাবে পূনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করে যাচ্ছে।এসব গভবতী/ধর্ষিত নারীদেরকে তাদের পিতা/ স্বামী গন বাড়ি থেকে বের করে দিয়ে বলেছেন, '' পেঠের সন্তান ভূমিষ্ট হলে এগুলো কে মেরে বাড়ীতে ফিরতে নয়তো আত্মহত্যা করতে।''

স্বেচ্ছাসেবী ডাক্তার শফিক জানালেন এরকম শিশুহত্যার খবর মাট পর্যায় থেকে পাওয়া যাচ্ছে। বাংগালী সমাজে যে পরিবারে এরকম ঘটনা ঘটেছে ঐ পরিবার জাস্ট ধংস হয়ে গেছে , ঐ পরিবারের অন্য মেয়েগুলোর ও আর বিয়ে হচ্ছে না।

ডাক্তার শফিক ব্যাখ্যা করেন, ''পাকিস্তানী দের আমরা কতো ঘৃনা করি এসব শিশুহত্যা থেকেই বুঝা যায়, এসব শিশুদের একমাত্র অপরাধ তারা পাকিস্তানীদের সন্তান।''

তিনি আরো বলেন , যদিও এডাল্টারি মুসলীম ধর্মে গ্রহন যোগ্য নয়, কিন্তু যুদ্ধক্ষেত্রের জন্য ভিন্ন। তাই বলে সামাজিক রীতির কাছে এসব গভবতী/ধর্ষিত নারী ও শিশুদের কোন স্থান নেই।

আন্তর্জাতিক ত্রান সংঘ ও বাংলাদেশ সরকারের সম্মিলিত উদ্যোগে এসব গর্ভবতী/ধর্ষিত নারীদের উদ্ধার করে সঠিক ভাবে পূনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। আসুন শুনি এরকম ঘটনার শিকার ১৫ বছর বয়স্ক এক কিশোরীর মর্মবেদনা, ''আমি জানিনা আমার পেঠে কার সন্তান, হাজারো পাকিস্তানী সেনাদের মধ্য থেকে কেউ হয়তো হবে, আমাকে রাখা হয়েছিলো ঢাকার কাছের কোন এক সেনা ক্যাম্পে যেখানে আমার সাথে আরেকটা মেয়েও ছিলো। আমরাদের কে পালক্রমে পাকি সেনারা ভোগ করতো। আমার পেটের যে সন্তান আছে আমি তার জন্য মোটেও কেয়ার করি না, যা খুশী হোক, মরলে বাঁচি। ''

বাংলাদেশের হোম ডাইরেক্টর বলেন, '' এখন আর গর্ভপাতের সময় নেই, সে সময় পার হয়ে গেছে, এখন এইসব শিশুদের পৃথিবীতে আনতেই হচ্ছে।''

বাংলাদেশ সরকার সীমিত সম্পদের মধ্যে এসব গর্ভবতী/ধর্ষিত নারীদের পূনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে। এজন্য এরকম ৪০ জন নারী ও ৫ জন শিশু নিয়ে একটা পাইলট প্রজেক্ট করা হয়েছে। প্রাক্তন পাকিস্তান অফিসার নুরুল আমিনের বাড়িকে এই প্রকল্পের জন্য বেঁচে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্র হিসেবে।

এ প্রকল্পে বিভিন্ন আন্তর্জাতিক সংঘটন সাহায্য প্রদান করছে।

এই লেখাটি Th e Newyork Times এ ১৯৭২ সালের ৫ ই মার্চ প্রকাশিত হয়েছিলো, আমি যতো টুকু পারি বাংলা করলাম । আমার এ লেখার একটাই উদ্যেশ্য:

দেখুন , আমাদের মা বোনেরা কিভাবে ধর্ষিত হওয়ার পরে জীবন যাপন করছিলো, কতো টা অসহায় ছিলো!
আমি জানি না এদের মধ্যে আমাদের কতো বোন আত্মহত্যা করেছিলো!

আসুন , এসব মা বোনের কথা মনে করে আমরা আবার যুদ্ধে নামি । রাজাকার, আল-বদর, আল-শামসদের চিহ্নিত করে বাংলার মাটিতে পুঁতে ফেলি।

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩১

বহুরূপী মহাজন বলেছেন: অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৪

মোসতফা মনির সৌরভ বলেছেন: পিয়াল ভাই,ক্যাচালের সাথে একমত। প্লীজ, এটা বাদ দিন।
এটি একটি স্পর্শকাতর বিষয়।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৫

সু-শান্ত বলেছেন: ক্যাচাল বলেছেন: পাক বাহিনীর ফেলে যাওয়া সন্তানদের অগ্রাধিকার দেয়া হবে।= এটা বাদ দিন প্লীজ।

একমত, আপনি অনিচ্ছাক্বত ভাবে বীরাংগনাদের ছোট করছেন@ লেখক।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৬

মোসতফা মনির সৌরভ বলেছেন: "আসুন , এসব মা বোনের কথা মনে করে আমরা আবার যুদ্ধে নামি । রাজাকার, আল-বদর, আল-শামসদের চিহ্নিত করে বাংলার মাটিতে পুঁতে ফেলি।"
কারেকশন, বাংলার মাটিতে এদের জায়গা হবে না।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৬

সু-শান্ত বলেছেন: বাকিগুলো ঠিক আছে। +

৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৮

সু-শান্ত বলেছেন: মোসতফা মনির সৌরভ বলেছেন: "আসুন , এসব মা বোনের কথা মনে করে আমরা আবার যুদ্ধে নামি । রাজাকার, আল-বদর, আল-শামসদের চিহ্নিত করে বাংলার মাটিতে পুঁতে ফেলি।"
কারেকশন, বাংলার মাটিতে এদের জায়গা হবে না।

ওকে, সৌরভ।

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৩

বহুরূপী মহাজন বলেছেন: সবার কথা শিরোধার্য। ভুলটি অনিচ্ছাকৃত। এজন্য কেউ কষ্ট পেলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৬

সু-শান্ত বলেছেন: ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৩
লেখক বলেছেন: সবার কথা শিরোধার্য। ভুলটি অনিচ্ছাকৃত। এজন্য কেউ কষ্ট পেলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।


আরে না, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৭

ক্যাচাল বলেছেন: স্মারক নং: চো ১০ / দো / ১৫ ন ০০ / খা ৩ - ও, আপনার স্মারক হেভী হইছে!

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩৫

বহুরূপী মহাজন বলেছেন: ;)

১১| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৮

মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ লেখক আপনার ভুল শোধরানোর জন্য। বীরাংগনাদের অবদানের কথা বোঝার মত অবস্থাও হবে না আমাদের কারন ঐ সময় জন্মায়নি আমরা। তাঁরা যে ত্যাগ স্বীকার করেছেন, তাতে শ্রদ্ধা জানানোই শুধু যথেষ্ট নয়। কষ্ট লাগে যখন দেখি তাদের এই অবদানকে অনেকেই ছোট করে দেখেন।

স্যালুট সেই মায়েদের।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০১

জান্নাতুল ফেরদাউস বলেছেন:
পোস্ট দিছেন ধন্য+ কিন্তু ভাই অযথা জামায়াত শিবির নিয়া ঘাটাঘাটি করোনের চাইতে আসুন দ্যাশের উন্নয়নে এক হই। এটাতে তাদের আরো পরিচিতি বড়তাছে। ১৯৯৪ সালে নাগরিকত্ব ক্যানচেল করতে গিয়া পরে স্থায়ী কইরা দিছি।
Click This Link

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৩

হাসিব বলেছেন: ধর্মের ব্যাপারটা বাদ গেছে মনে হয় । ওরা সবকিছুর সাথে ধর্মরে জড়ায়া সেইটারে হালকা করনের ধান্দায় থাকে ।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৭

সু-শান্ত বলেছেন: জামাতী পেইড ব্লগার চেনার উপায় কি?

এই নিয়ে একটা লেখা দিয়েছিলাম , ভালো রেসপন্স পাওয়া গেছে। এখানে দেখুন:
১।বাংলাদেশ আওয়ামী লীগ কে বা-আ-ল বলে ডাকে
২। হাসিনা কে হাছিনা বলে
৩।১৯৭১ রিলেটেড পোস্ট এ লুকিয়ে ১ মার্কিং করে
৪।প্রথম হল এরা বলবে অতীত ঘাটতে গেলে অনৈক্য হবে দেশে।
৫।ত্রিশ না তিন লক্ষ সেটা নিয়ে চেচাঁবে
৬।বাংলাদেশী জাতীয়তাবাদ।
৭।পশ্চিম দিকে মুখ করে সিজদা দেয় কারন পাকিস্তান পশ্চিমে, কাবাঘরের জন্য নয়।
৮।শেখ মুজিব আর জিয়াকে একি কাতারের নেতা বানাবে। শেখ মুজিবের স্বাধীনতা পরবর্তী ভুলকে স্বাধীনতা সংগ্রমের নেতৃত্বের চেয়ে বড় করে দেখাবে।
১১।যুদ্ধাপরাধীর বিচার চাইনা সেটা বলবেনা, বলবে বিচার চাই, কিন্তু আদালত ঠিক করবে কে যুদ্ধাপরাধী।
১২।রবীন্দ্রনাথ আর নজরুল নিয়ে প্যাঁচ লাগাবে, বলবে নজরুলের নোবেল পাওয়া উচিত ছিল। অথচ এরাই নজরুলকে মুরতাদ ঘোষণা করেছিল।
১৩।গালাগালি করা হলো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ ।
১৪।৭১ কে গন্ডগোল বলবে, অথবা সিভিল ওয়ার।
১৫ ।গোআ'কে বলবে ভাষা সৈনিক।
১৬ ।বংগবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি। বলবে বংগবন্ধু আরো আগে স্বাধীনতা ঘোষণা দিলে এত রক্ত ঝরতনা।
১৭ ।আওয়ামীলীগাররা যুদ্ধের সময় ভারতে পালাইছিল। বলবে শেখ মুজিব পাকিস্তানিদের হাতে বন্দি ছিল, তাই সে মুক্তিযুদ্ধা না।
১৮ ।জামাতের বিরুদ্ধ বললে বলবে ইসলামের বিরুদ্ধে বলতেছে।
১৯ ।মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে বলবে ভারতের দালাল।
২০ ।বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সাপোর্ট করবে, পাকিস্তান হেরে গেলে বলবে ওরা ইচ্ছে করেই হেরেছে, অথবা বলবে জুয়ারিদের হাত ছিল।
২১। মওদুদীকে বলবে এশিয়ার সবচাইতে বড় ইসলামিক স্কলার।
২২ ।মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে বললে বলবে মাদ্রাসা থিকায় আলোকিত(!) মানুষ বের হয়। বলবে থানায় গিয়ে খোঁজ নেন কয়জন মাদ্রাসার ছাত্রের ক্রিমিনাল রেকর্ড আছে।
২৩ ।সাইদীর মত বলবে আওয়ামীলীগকে ভোট দিলে ঈমান থাকবেনা।
২৪ ।ইসলামের নাম দিয়ে সুদকে হালাল বানাবে।
২৫ ।সাইমুম সিরিজ পড়বে, নয়াদিগন্ত থিকা রেফারেন্স দিবে।
২৬। রাজাকারের নাম জানতে চাইলেই লগ অফ করবে।
২৭। গু আযম'র ছবির পোষ্টের এগেনেষ্টে পর্ণো ছবি পুষ্টাইলে কইবে আমারে ধর্ষন করছে। তখন তারে ৭১ এর ধর্ষন সম্পক্কে জিগাইলে ১৯ বছরের নাবালিকা কইয়া সহানুভুতি পাইতে চেষ্টা করিবে। পর্ন ছবি পোষ্ট নিয়া দিনের পর দিন কানবো মাগার লক্ষ লক্ষ মা বোনের ৭১ এর ধর্ষন কে ইসলামের গনিমতের মাল বইলা চালাইবো।
২৮। বাংলা বিকৃত করে পাকি ভাষায় বলবে যেমন শয়তান না বলে দুশমন, শত্রু না বলে জালিম........
২৯। বাংলাদেশে সুশীল পর্নোগ্রাফি ধারনার প্রবর্তক শফিক রেহমআন কে অতীব পছন্দ করিবে।
৩০ ।ওগো আইডিতে ফুল,আলপোনা এগুলার ছবি বেশি থাকে।
৩১ । কথায় কথায় কোরআন শরীফ থেইকা অর্ধেক লাইন উদ্ধৃত করব, পুরাটা কইব না।
৩২ । অতীত ভুলে সামনে এগিয়ে যেতে হবে ডায়লগ দেয়

জান্ণাত, আপনার সাথে কোনটার জানি মিল আছে?

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৮

সু-শান্ত বলেছেন: পাইছি:

৪।প্রথম হল এরা বলবে অতীত ঘাটতে গেলে অনৈক্য হবে দেশে।

৩২। অতীত ভুলে সামনে এগিয়ে যেতে হবে ডায়লগ দেয় ।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫০

মুকুল বলেছেন:


B-)

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫২

অপূর্ব বলেছেন: জামাত শুয়োরের জাত ।

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১১

বহুরূপী মহাজন বলেছেন: আপনি শুওর জাতকে খামাখা কেন কষ্ট দিচ্ছেন?

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৪

ব্লগে নতুন বলেছেন: আসলেই অপূর্ব এটা আপনার উচিত হয়নি

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪২

মদনবাবু বলেছেন: মহাজন । টেকা পয়সার আমদানি কেমন হইবে এই যোগদানে। হেইডা কন ।

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫২

বহুরূপী মহাজন বলেছেন: ভাই, আজকাল দুদক লোকদেখানে ঝামেলা করছে। এন বি আর ও ফালাইতাছে বেশ। আপনি অফিসে যোগাযোগ করেন।

২০| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৯

মদনবাবু বলেছেন: অন্তত কেমন রেট টেট আইডিয়া দেন।

২১| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৩

বহুরূপী মহাজন বলেছেন: আসলে এটা তো প্রফেশনাল ডিগ্রি। আপনি জেনারেল কোন লাইনে পড়াশোনা করছেন তার ওপর নির্ভর করে। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন তাহলে হলে সিট পাবেন। মাসিক হাত খরচ। চাইলে জামাতি টিচারদের কোর্সে পরিক্ষার নম্বর বাড়িয়ে নিতে পারবেন। এবং পরবর্তীতে টিচার হতে গেলে সুবিধা পাবেন।

জামাতি কোচিং সেন্টার গুলোতে পড়াতে পারবেন।

২২| ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০২

মোসতফা মনির সৌরভ বলেছেন: আমার পড়াশুনা শেষ। আমাকে চাকরী দেয়ার নিশ্চয়তা দিলে জয়েন করতে পারি।

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৭

মদনবাবু বলেছেন: সৌরভ ভাই লাইনে আসেন। আমি আগে এ্যাপ্লাই করচি ।

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১০

পাগলা ঘাতক বলেছেন: আমি কিন্তু রগ কাটাতে উস্তাদ, আমারে রাখা যাইবো তো?

২৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২১

মোসতফা মনির সৌরভ বলেছেন: মদনবাবু, এইটা কি হইতেছে? আমার আগের পোস্টে কিন্তু কথা হইছিল যে আমরা একসাথে চান্স নিমু।

২৬| ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৬

মদনবাবু বলেছেন: মহাজন ভর্তি লইবেন কয়জন। ক্যান্ডিডেড ত ম্যালা আমরা ।

২৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯

বহুরূপী মহাজন বলেছেন: মদন বাবু, চিন্তা লইয়েন না। সংগঠনে অনন্তকাল ধরে লোক নেয়া হবে। তাও কয়জন হয় ঠিক নাই।

২৭| ২৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮

মদনবাবু বলেছেন:
চলেন সবাই

ছিঃবির করি

যেরন গরি ।

২৮| ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৬

বহুরূপী মহাজন বলেছেন: আপনারা তাড়াতাড়ি আসেন

২৯| ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৯

শান্ত বলেছেন: ভাই আমি ভর্তি হমু। তোমগো বাআল-বাম আর বাকশালীদের যে চরিত্র , তাতে রাজাকার খাতায় নাম লেখলে হ্য়ত ভালো থাকবো। - দাগাইলাম।

৩০| ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

নরাধম বলেছেন: শান্তমিয়া, শান্ত হোন। আপনি তো আগে থেকেই আছেন মেম্বার হিসেবে তাই আপনাকে নেওয়া যাবেনা।

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:৫৬

বহুরূপী মহাজন বলেছেন: :)

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৯

বহুরূপী মহাজন বলেছেন: শান্ত তো পরিক্ষা কমিটির সদস্য........

৩২| ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৮

কাঠাল মাহমুদ বলেছেন: জটিল জিনিষ দেহি এহানে!!

৩৩| ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩৬

আরিফুর রহমান বলেছেন: জামাতী পেইড ব্লগার নিয়া সুশান্ত'র লেখাটা তথ্যসমৃদ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.