নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখতে কস্ট লাগে। দয়া কৈরা বান মারিবেন্না। মডারেটার মহোদয় সমীপে এই আমার বিনীত আবেদন। সবেধন নীলমনি একটা মাত্র নিক। আমার জগত দেখার জানালা। একমাত্র বিচরনভূমি। নিরাপদ আশ্রয় ছারা সামুর কাছে চাওয়ার আর কিছুই নাই।

লেখতাম কম, পড়তাম তারচে' বেশী। কমেন্টাইতাম তারচে'ও বেশী। ব্লগীয় যাদু টোনা বান ইত্যাদি হৈতে মডারেটর মহোদয়গনের কাছে "নিরাপদ" আশ্রয় কামনা করি।

বৈকুন্ঠ

চতুর্থ শ্রেনীর ব্লগার। মানুষ হিসাবে আগে আছিলাম ভালোয় মন্দে মিলানি, এখন খুব খারাপ, এক্কেবারে জঘন্য।

বৈকুন্ঠ › বিস্তারিত পোস্টঃ

তোরা যারা রাজনিতির নামে দেশটাকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলছিস

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৮

জাকির হোসেন। একজন প্রবাসী বাংলাদেশী। ইতালির পিজা শহরের একটা রেস্টুরেন্টে কাজ করতেন। দিন দুয়েক পূর্বে রাত্রিবেলা কাজ শেষে ঘরে ফেরার সময় কিছু উশৃংখল যুবক দ্বারা আক্রান্ত হয়ে নিহত হন। দুর্বৃত্তরা প্রথমে তাকে বর্নবাদী উক্তির মাধ্যমে তাকে উত্তেজিত করতে চেস্টা করেছিল। তিনি তাদের কথা হজম করে পথ চলছিলেন। তখন উত্তেজিত হয়ে যুবকেরা তাকে আক্রমন করে। একপর্যায়ে জাকির হোসেন পরে গিয়ে মাথায় আঘাত পান। ধারনা করা হচ্ছে এই আঘাত থেকেই তিনি মৃত্যুবরন করেন।



তোরা যারা রাজনিতির নামে দেশটাকে হরিলুটের রাজ্য বানিয়েছিস, রাজাকার রাজাকার করে মুখে ফেনা তুলছিস অথচ তোরা নিজেরা রাজাকারদের চাইতে কোন অংশে কম খারাপ নস, তোদের বলছি - দেশটাকে ভালোবাস। দেশটা ধ্বংস করিসনা। এই দেশে একদিন তোদের সন্তানদেরও থাকতে হতে পারে। তোরা কি তোদের সন্তানদের জন্য নরক রেখে যেতে চাস? আর যদি ভেবে থাকিস তোদের সন্তানরা জয় কিংবা তারেকদের মত বিদেশে থাকবে তবে মনে রাখিস বিদেশ বিদেশই। ওখানে কেউ তোদের সন্তানদের অপেক্ষায় বসে নেই। যেকোন সময় বর্নবাদী হামলার শিকার হতে পারে প্রবাসে তোদের সন্তানরাও। সময় থাকতে সাবধান হ শুকর ছানারা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: শুনার কেউ আছে?

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৫

বৈকুন্ঠ বলেছেন: আমারো মনে হয় শোনার কেউ নাই। আমরা খুব অদুরদৃষ্টি সম্পন্ন জাতি। খুবি বোকা একটা জাতি। আমরা বাটপারি করাকে বুদ্ধিমত্তার পরিচয় মনে করি। কুবুদ্ধিসম্পন্ন লোকদের বিজ্ঞ রাজনিতিক ভাবি। নিচুশ্রেনীর ছলচাতুরিকে রাজনিতি মনে করি। কিন্তু এসবের কি ভয়াবহ ফল তা সম্পর্কে মোটেও সচেতন নই। জাগরন মন্চ বানিয়ে সেখানে জেগে ঘুমাই। ডাকাতের কাছে চোরের বিচার চাই। অন্যের কুকর্মের ফিরিস্তি বর্ননা করে নিজের কুকর্মকে জায়েজ করার চেস্টা করি এবং মানুষ তা গ্রহনও করে। আমি বিগত বছর বিশেক যাবৎ দেশ ছেড়েছি। কসম খেয়ে বলতে পারি দেশটা গত বিশ বছরে অনেক অধঃপতিত হয়েছে। আর এই অধঃপতনের মূলে আছে আমাদের অদুরদরশিতা। আমি হতাস। এই জাতি বুঝি আর ধ্বংসের হাত থেকে বাঁচতে পারলো না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.