![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বোকা মানুষ বলছি, নিজের সম্পর্কে বললে বলতে হয় আমি একজন অতিব বোকা প্রকৃতির মানুষ। একটু বুদ্ধিমান হবার চেষ্টা করছি, চালাক হতে চাইনা। কারণ, চালাক অপেক্ষা বুদ্ধিমান ভালো। আর বর্তমান এ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সাথে যুক্ত আছি।
লাফিয়ে চলা বেঙ্গাচির কাছে,
পৃথিবীটা নর্দমার মত।
কদাচার কীটেরা যেখানে
ঘুরে বেড়ায় মুক্ত পাখির ন্যায়।
কীটেরা বুঝেনা সামনে বিপদ-
অপেক্ষা করছে সেই বেঙ্গাচি।
ক্ষুধার্ত, ক্লান্ত, কিছুটা স্তব্ধ
লোভাতুর দৃষ্টি তবু এড়ায় না।
এরপর কিছুক্ষণ শান্ত চারপাশ,
আবার কীটেরা ছুটে বেড়ায়,
তবু এড়াতে পারে না-
নর্দমার সেই বেঙ্গাচিকে।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭
বোকা মানুষের কথা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
সেলিম আনোয়ার বলেছেন: লিখতে থাকুন কবি ।