নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষ বলছি

বোকা মানুষের কথা

একজন বোকা মানুষ বলছি, নিজের সম্পর্কে বললে বলতে হয় আমি একজন অতিব বোকা প্রকৃতির মানুষ। একটু বুদ্ধিমান হবার চেষ্টা করছি, চালাক হতে চাইনা। কারণ, চালাক অপেক্ষা বুদ্ধিমান ভালো। আর বর্তমান এ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সাথে যুক্ত আছি।

বোকা মানুষের কথা › বিস্তারিত পোস্টঃ

কে আমি???

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১



হতবাক আমি, নিস্তব্দ দিন শেষে।

হতাশ আমি, তোমায় না দেখে।

বিলুপ্ত আমি, সুপ্ত আধারের মাঝে।

কবি আমি, দুটো বাক্যের ইতিতে,

কে আমি? আসলে কে আমি?

মাতাল আমি, তোমার প্রেমএ পরে।

পাগল আমি, তোমায় চাই বলে-

বোকা আমি, সত্য বলছি তাই।

কে আমি? আসলে কে আমি?

নির্বাক চাহুনি আমার, তোমায় পেতে চায়।

তুমি বল, “ ইতর কথাকার, দুনিয়াতে পেলিনা কাউকে আর।”

আমি বলি, “ বুজলেনা আমায়, বুজবেনা আমায়, তাইতো আমি চাই।”

তুমি বল, “পাগল কথাকার, কথার কোন মাথামুণ্ড নেই কি তোমার?”

আমি বলি, “ পাগল বলেই তো তোমায় চাই।

হতাশ বলেই তো ছুটি তোমার পিছনে

স্তব্দ দিন শেষে তুমি আমার জীবন্ত কবিতা।”

কে আমি? আসলে কে আমি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.