![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বোকা মানুষ বলছি, নিজের সম্পর্কে বললে বলতে হয় আমি একজন অতিব বোকা প্রকৃতির মানুষ। একটু বুদ্ধিমান হবার চেষ্টা করছি, চালাক হতে চাইনা। কারণ, চালাক অপেক্ষা বুদ্ধিমান ভালো। আর বর্তমান এ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সাথে যুক্ত আছি।
কাগজ কলম হাতে নিয়ে বসে আছেন কবি!
চেতনার ক্যানভাস থেকে দিবেন শুধু একটু রং।
ঝলছে যাবে, বদলে যাবে সব চিত্রপট,
মুছে যাবে, ধুয়ে যাবে, জমে থাকা ধুলোর আস্তরন।
কবিতা পাবে মুক্তি, দীর্ঘ বন্দিশালা থেকে।
কাঁদবে কবিতা, যেমন কাঁদে বন্দিরা মুক্তির পর।
হঠাৎ ক্যানভাসটা আবার ঘোলা হয়ে যায়,
ধুলোর দল আকড়ে ধরতে চায় মুক্ত কবিতাকে!
কবি চান বাধা দিতে, তবু পারেন না।
পারবেন কি করে? নষ্ট কাগজ আর-
কালিহীন কলম দিয়ে যে মুক্তি পাবেনা কবিতা।
©somewhere in net ltd.