![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চট্টগ্রামে হাতবোমাসহ ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আমজাদ আলী (১৯) কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পূর্ব নেহেরনামা গ্রামের বাসিন্দা নূরুল আলীর ছেলে। সে শিবিরের সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই ) মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে নগরীর রুমঘাট এলাকা থেকে আমজাদকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আমজাদ ও আরেক যুবক রুমঘটা সাবেরিয়া সেতুর পাশ দিয়ে যাচ্ছিল।
“এ সময় তাদের দাঁড়াতে বললে একজন দৌঁড়ে পালিয়ে যায়। তখন তল্লাসি চালিয়ে আমজাদের কাছে হাতবোমা পাওয়া যায়।”
কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে ইসলামী ছাত্রশিবির।
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
©somewhere in net ltd.