নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধুহারা০০

বন্ধুহারা০০ › বিস্তারিত পোস্টঃ

ওবামার শার্টে কার লিপস্টিকের ছাপ?

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৭

য়াইট হাউসে মঙ্গলবার রাতে একটি অভ্যর্থনা অনুষ্ঠান চলছিল। সেখানে যথারীতি রয়েছেন বারাক ওবামা। অনুষ্ঠানের এক পর্যায়ে নিজের সাদা শার্টের কলারে লিপস্টিকের লাল দাগ আবিষ্কার করেন তিনি। এরপর দাগের উত্স নিয়ে কৌতুক করেন মার্কিন প্রেসিডেন্ট।

সিএনএন অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, ‘এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ড হেরিটেজ মান্থ’ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন ওবামা। ওই অনুষ্ঠানে ৩০০ জনের মতো অতিথি ছিলেন। সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। হঠাত্ ওবামা তাঁর শার্টের কলারে লিপস্টিকের লাল দাগ দেখতে পান।

বাজে কোনো ধারণা তৈরির আগেই লিপস্টিকের দাগের উত্স সম্পর্কে ব্যাখ্যা দিতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনায় উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এই উষ্ণতার চিহ্ন আমার কলারে থাকা লিপস্টিকের দাগ।’

কৌতুক করে ওবামা বলেন, ‘আমি হয়তো এই অপকর্মের হোতাকে ধরে ফেলেছি। আমেরিকান আইডলের রানার আপ জেসিকা সানজে কোথায়?’

এরপর অতিথিদের মধ্যে জেসিকাকে খুঁজতে থাকেন ওবামা। এক পর্যায়ে তিনি বলেন, ‘এ কাজ যদি জেসিকা না করে, তো তাঁর খালা করেছে। তিনি কোথায়? খালা এখানে আছেন।’

নিজের শার্টের কলারে থাকা লিপস্টিকের দাগ দেখিয়ে এক নারীর উদ্দেশে ওবামা বলেন, ‘এটা দেখুন। এটা দেখুন। আমি সবাইকে সাক্ষী রাখতে চাই। মিশেলের সঙ্গে ঝামেলায় জড়াতে চাই না।’

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.