নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝরাতে হঠাৎ যখন তোমার ঘুম ভেঙে যাবে,
হিমশীতল ঘনকুয়াশায় তখন চারপাশ আচ্ছাদিত।
জানলার ধারে শিউলিলতার সুঘ্রাণ যখন তোমায় তৃপ্ত করবে, মায়াবী চোখ যুগল আবিষ্ট হবে যামিনীর অলীক মত্ততার আবেশে।
দূর হতে কোনো এক রাতজাগা পথিক সে মায়ার দীপ্তিতে মোহগ্রস্ত। একবুক দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে তার ধ্বনিত হবে নজরুলের সেই ছন্দোবদ্ধ রচনা,
"ছায়া পথের কুহেলিকায় তোমার নামের রেণু মাখা,
ম্লান মাধুরী ইন্দুলেখায় তোমার নামের তিলক আঁকা।
শারদ-প্রাতে কমল বনে তোমার নামে মধু পিয়ে,
বানীদেবীর বীণার সুরে ভ্রমর বেড়ায় গুনগুনিয়ে!"
©somewhere in net ltd.