নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

From dust I have come, Dust will I be.

সাদাত সিয়াম

নির্বাক

সাদাত সিয়াম › বিস্তারিত পোস্টঃ

" চোখের মোহ "

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৯

একজোড়া হরিণী চোখের অপেক্ষায় আমি দিশা হারাই।
সেই চোখ সীমাহীন দিগন্ত ঘিরে উড়ে চলা বলাকার মতন পাখা ঝাপটায়;
সেই চোখ নিভৃতে চাঁদের স্নিগ্ধ আভায় মাতে,
জোছনার রঙে রাঙায় সে নিজেরে।
সেই চোখের কোণে সমুদ্রের ঢেউ,
নদীর মতো আঁকাবাঁকা তার গতিপথ।
কোনো এক মেঘলা দিনে আকাশের সব সাঁঝ নেমে আসে তাঁর অক্ষিকোটরের মাঝে;
সাঁঝবাতির মতো ঝলমল করে চোখ দুটি।
সেই চোখে গভীর অরণ্য;
সেই চোখে রাত্রির নিস্তব্ধতা;
সেই চোখ বালুকায় ঢেকে থাকা মাঠ;
সেই চোখ অন্তরের ঔদার্য;
সেই চোখে কবিতার শেষ পঙক্তি;
সেই চোখে পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ;
সেই চোখ নেমে আসে ঝর্ণাধরা হয়ে,
আছড়ে পড়ে পাথরের কালো আবরণে।
সেই চোখের মোহ আমারে ঘুমাতে দেয়না,
সেই চোখের আলোয় আমি স্বপ্ন বুনি।
যখন আকাশ ভেঙে আঁধার নামে, সেই চোখ অশ্রুসিক্ত হয়।
নির্জন আঁধারে বসে সেই চোখ আমারে ডাকে,
পৃথিবীর সব আলো উপেক্ষা করে আমি ছুটে চলি সেই চোখের খোঁজে...

সাদাত সিয়াম
০৭/০৮/২২

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৭

ককচক বলেছেন: কাঙ্ক্ষিত চোখের সন্ধান যেনো মিলে এই কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.