নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো এক মায়াদীপ্ত রাতে আমি ছুটে চলি,
ছুটে চলি অবিদিত প্রশান্তির খোঁজে,
ছুটে চলি নিশ্চল বিষাদকে ভুলে যাওয়ার আকুতি নিয়ে।
মুক্তি চাই আমি নিষ্প্রাণ অমানুষের জঞ্জাল থেকে,
তোমাদের এই উচ্চাভিলাষী নগরী থেকে আমি মুক্তি চাই,
অব্যাহতি চাই আমি অদৃষ্টের বিড়ম্বনা হতে;
আমি ছুটে চলি,
আমি ছুটে চলি আলোর সাথে কথা বলার তীব্র অভিপ্রায় নিয়ে।
আমি ছুটে চলি নতুনের খোঁজে,
আজ আমি এক নতুন সমাজ আবিষ্কার করবো;
যেখানে দোর্দন্ডপ্রতাপে নিয়তি আমারে অবরুদ্ধ করবেনা,
যেখানে সবাই আমি,
যেখানে প্রত্যেক আমি'র জন্য পৃথক ভুবন থাকবে।
আমার এই ভুবনে কোনো মনুষ্যত্ব-হীনের জায়গা নাই।
এখানে সুশীল সমাজের মহাজ্ঞানীরা নাই,
নাই কোনো দ্বিমুখী কর্পোরেট অফিসার।
এখানে প্রেমিকা আমার হাতে হাত রেখে অমানুষের হিংস্রতা বয়ান করেনা;
এখানে সুখ-দুঃখ নামের কোনো শব্দবিভাজন নাই,
এখানে তুমি কিংবা তোমাদের কোনো অস্তিত্ব নাই;
এখানে সবাই আমি, সবাই আমার।..
০৩/০৯/২২
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ভূবনটা অনেক সুন্দর।