![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(২০১৮ এর মার্চের মধ্যে ৫০০০ আবেদন গ্রহন করার ঘোষণা করা হয়েছে । প্রস্তুতির সময় এখনই ।)
Canada Immigration যে প্রোগ্রামগুলো চালু আছে তার মধ্যে Quebec Skilled Worker Program (QSWP) একটি অপেক্ষাকৃত সহজ ও জনপ্রিয় প্রোগ্রাম । মূলত যারা Quebec Province এ বসবাস করতে চায় তাদের জন্য এ প্রোগ্রাম । এটি Federal Skilled Worker Program এর থেকে সম্পূর্ণ আলাদাভাবে Quebec সরকারের Ministère de l'Immigration, de la Diversité et de l'Inclusion (MIDI) এর মাধ্যমে পরিচালিত হয় । এর নিজস্ব পয়েন্ট সিস্টেম আছে । যাবতীয় প্রক্রিয়া শেষে সফল প্রার্থীদের Certificat de selection du Québec (CSQ – Québec selection certificate) প্রদান করা হয় ।
QSWP এটি অন্যান্য প্রোগ্রামের তুলনায় কিছুটা সহজ বলা যায়, যেহেতু এতে IELTS এর বাধ্যবাধকতা নেই । যদিও IELTS এর জন্য পয়েন্ট বরাদ্দ আছে । পয়েন্ট আছে ছেলে মেয়ের জন্যও । তাছাড়া Quebec Province এ জীবন যাত্রার ব্যয়ও তুলনা মুলক কম এবং অন্যান্য নাগরিক সুযোগ সুবিধাও ভাল । অর্থনৈতিক বিবেচনায়ও Quebec বেশ সমৃদ্ধ । তবে এটাও মাথায় রাখতে হবে QSWP এর প্রক্রিয়া অনেক দীর্ঘ মেয়াদি । পাশাপাশি ফরাসী ভাষা (French) এবং সংস্কৃতির সাথে মানিয়ে নেয়ার মানসিকতা থাকতে হবে । শুধুমাত্র ইংরেজি ভাষা দিয়ে টিকে থাকা মুশকিল । অবশ্য এখানে বিনামূল্যে ফরাসী ভাষা শেখার সুযোগ আছে । কোর্স চলাকালীন সময় ভাতাও প্রদান করা হয় ।
২০১৭ সালের শুরুতে ঘোষণা করা হয়েছিল যে , ২০১৮ এর মার্চের মধ্যে ৫০০০ আবেদন গ্রহন করা হবে । তবে এখনও পর্যন্ত কোনও তারিখ ঘোষণা করা হয়নি । ধারনা করা হচ্ছে কিছুদিনের মধ্যে আবেদন গ্রহনের তারিখ ঘোষণা করা হবে। ২০১৬ থেকে অনলাইনে আবেদনের সুযোগ করা হয়েছে, যা Mon Projet Québec নামে পরিচিত । আবেদনের পূর্বে এই লিঙ্কেগিয়ে যোগ্যতা যাচাই করে নিতে পারেন । QSWP তে আবেদনের জন্য একক আবেদনকারির ন্যূনতম ৫০ এবং সস্ত্রীক আবেদনের ৫৯ পয়েন্ট থাকতে হবে ।
পয়েন্ট নির্ণয়ের পদ্ধতিঃ
শিক্ষাগত যোগ্যতাঃ সর্বাধিক ১৪ (PhD-১৪, Masters-১২)
শিক্ষার বিষয়বস্তুঃ সর্বাধিক ১২
বয়সঃ সর্বাধিক ১৬ ( ১৮-৩৫ বছর পর্যন্ত-১৬, ৩৬ বছর -১৪)
Quebec চাকরির অফারঃ সর্বাধিক ১০
চাকরির অভিজ্ঞতাঃ সর্বাধিক ৮
ভাষা দক্ষতা (ইংরেজি ও ফরাসী )ঃ সর্বাধিক ২২
Quebec এ অবস্থানের অভিজ্ঞতা বা আত্মীয় থাকলেঃ সর্বাধিক ৮
স্ত্রীর যোগ্যতা (শিক্ষা, শিক্ষার বিষয়, ভাষা দক্ষতা, বয়স )ঃ সর্বাধিক ১৭
সন্তানের থাকলেঃ সর্বাধিক ৮ ( সন্তান প্রতি-৪)
অর্থনৈতিক স্বাবলম্বীঃ ১
পয়েন্ট বণ্টনের বিস্তারিত বিবরণ এই লিঙ্কে পাওয়া যাবে । QSWP তে কোনও Occupation demand list নাই । তবে Area of Training (AoT) বা আপনি যে সাবজেক্ট থেকে ব্যাচেলার এবং মাস্টার্স করেছেন তার উপর ভিত্তি করে পয়েন্ট যোগ হবে । বিষয়ভিত্তিক পয়েন্ট এর তালিকা পেতে এই লিঙ্ক এ ক্লিক করুন ।
ফ্রেঞ্চ ভাষা জানিনা, উপায় কি?
Mon Poject Quebec সম্পূর্ণ ফরাসী ভাষায় । এর কোনও ইংরেজি সংস্করণ নেই । তাই যাদের ফরাসী ভাষা জানা নেই তাদের জন্য একটু কষ্টসাধ্য । সেক্ষেত্রে Google Chrome এর Auto Translator সাহায্য নেয়া যেতে পারে । কিছু পেজ এ Auto Translator ঠিকমত কাজ করেনা , সেক্ষেত্রে text গুলো কপি করে translate.google.com এর সাহায্যে আনুবাদ করে নিতে পারেন । এছাড়াও Google Chrome এ কিছু extension/ plugins ( যেমনঃ ImTranslator ) ইন্সটল করতে পারেন, যা দিয়ে শুধুমাত্র text সিলেক্ট করলে তার আনুবাদ চলে আসবে ।
আবেদনের পদ্ধতিঃ
নতুন অনলাইন পদ্ধতিতে প্রথমে আপনাকে Mon Poject Quebec এ নিবন্ধন তথা অ্যাকাউন্ট খুলতে হবে । প্রথম যখন Mon Poject চালু করে, হাজার হাজার প্রার্থী একসাথে আবেদনের চেষ্টা করে । ফলে তাদের সার্ভার ডাওন হয়ে যায় । এরপর থেকে তারা virtual waiting room পদ্ধতি চালু করে । আপনি Mon Poject এ log in করতে চাইলে, আপনাকে একটা সিরিয়াল নাম্বার দেয়া হবে । কতজনের পরে আপনার সুযোগ আসবে তা আপনি জানতে পারবেন । আপনার পালা আসলে সাইন ইন করার সুযোগ পাবেন ।
অ্যাকাউন্ট খোলার সময় user name/ password/ security question and answer ইত্যাদি সংরক্ষণ করুন, প্রতিবার log in করার সময় এইগুলির প্রয়োজন হবে ।
ধাপে ধাপে কিভাবে Mon Poject Quebec এর আবেদন সম্পূর্ণ করতে হয় এবং submit করতে হয়, তার নিদেশিকা ফরাসী ও ইংরেজি ভাষায় Quebec সরকারের এর ওয়েবসাইট এ পাওয়া যায় । এতে বুঝার সুবিধার্থে বিভিন্ন ধাপের স্ক্রীন শট সহ দেয়া আছে । নিদেশিকাটি ডাউনলোড করতে চাইলে সাইন ইন পেজ বা আপনার অ্যাকাউন্ট এ গিয়ে, পেজের ডান পাশে উপরের দিকে useful documents লিঙ্কে ক্লিক করলে পাওয়া যাবে । আপনার বাক্তিগত তথ্যাদি লিপিবদ্ধ করে আবেদনটি সম্পূর্ণ করুন । এসময় কোন ডকুমেন্ট আপলোডের দরকার হবে না । আপনি যেকোনো সময় আবেদনের পরিবর্তন / সংশোধন করতে পারেন । তবে আবেদন submit করার একটি নিদিষ্ট সময় ঘোষণা করা থাকে । কেবল মাত্র ওই সময় লগ ইন করে আবেদন submit করার জন্য ১০ মিনিট সময় পাবেন । আবেদন submit এর দিন ঘোষিত সময়ের আন্তত ১৫-২০ মিনিট আগে সাইন ইন পেজ খুলে রাখুন । নিদিষ্ট সময়ে এটি রিফ্রেশ হয়ে আপনাকে virtual waiting room এর সিরিয়াল নাম্বার দিবে । আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৫০০০ আবেদন গ্রহন করা হবে । আপনার যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তবে আপনার সিরিয়াল ৫০০০ এর মধ্যে থাকবে । তবে যদি ১০০০০ এর মধ্যেও থাকে আপনি হাল ছেড়ে দেবেন না । অপেক্ষায় থাকুন হয়ত আপনার আবেদন submit করতে সুযোগ আসতে পারে । আগের intake গুলুতে অনেকেই এভাবে সুযোগ পেয়েছিল । আমি নিজেও ৯৩০০+ সিরিয়াল নিয়ে submit করতে পেররেছিলাম । সম্ভবত MIDI ৫০০০ এর বেশি আবেদন গ্রহন করে । এছাড়া প্রতিটি প্রার্থী একাধিক PC থেকে লগ ইন করার চেষ্টা করে । আবার অনেকে সুযোগ পেয়েও সফলভাবে submit করতে পারে না । নিদিষ্ট পরিমান আবেদন গ্রহণের পর ওয়েব সাইটে বার্তা দেয় যে, আর কোন আবেদন গ্রহন করা হবে না ।
আবেদন সফলভাবে submit করার পর ফি প্রদানের জন্য ৩০ দিন সময় থাকে । এর মধ্যে ক্রেডিট কার্ড/ ব্যাংক ড্রাফ্ট ইত্যাদি মাধ্যমে আবেদনের ফি প্রদান করতে হবে । ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে ভাল । সাথে সাথে confirmation চলে আসে । ব্যাংক ড্রাফ্ট মাধ্যমে দিলে confirmation আসতে সময় লাগে । অনেক সময় দীর্ঘসূত্রিতা হয় ।
আবেদন submit করার পর এটি পরিবর্তন/ সংশোধনের কোন সুযোগ থাকবেনা । তবে পরবর্তীতে কিছু বিষয় সংশোধনের বা হাল নাগাত তথ্য প্রদানের সুযোগ দেয়া হবে । যেমন ঠিকানা পরিবর্তন, বিবাহ/ ডিভোর্স/ সন্তান, ভাষা দক্ষতা, Quebec এ আত্মীয় থাকা ইত্যাদি ।
আবেদন ফিঃ
মূল আবেদনকারী- ৭৮৫ কানাডিয়ান ডলার
স্ত্রী- ১৬৮ কানাডিয়ান ডলার
প্রতি সন্তান -১৬৮ কানাডিয়ান ডলার
পরবর্তী ধাপঃ
আপনার আবেদনের প্রাথমিক পর্যালোচনা পর সন্তুষ্টি সাপেক্ষে MIDI আপনাকে Personalized Documents Checklist পাঠাবে । Checklist অনুযায়ী যাবতীয় কাগজ পত্র MIDI বরাবরে পাঠাতে হবে । পরবর্তীতে তারা আপনার ডকুমেন্ট ভ্যরিফাই করবে । প্রয়োজনবোধে সাক্ষাতকার গ্রহন করা হবে । এরপর আপনার আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করে আপনাকে জানান হবে ।
প্রসেসিং এর সময়সীমাঃ
যতদূর মনেপড়ে আগে একবার ১৮-২৪ মাস সময় লাগে এই রকম একটা লেখা MIDI ওয়েবসাইট এ দেখেছিলাম । তবে বর্তমানে কোনও সময়সীমার উল্লেখ খুজে পাইনি । ২০১৩ এর আবেদনগুলোর প্রসেসিং শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে । ২০১৬ তে অন লাইনে আবেদনগুলোর মধ্যে আফ্রিকা অঞ্চলের কিছু আবেদনকারী Personalized Documents Checklist পেয়েছে বলে জানা গেছে ।
দরকারি টিপসঃ
•আবেদন submit করার নির্ধারিত সময়ের ১০-১৫ আগে থেকে সাইন ইন পেজ খুলে রাখুন । বেশি আগে থেকে অপেক্ষা করে লাভ নাই । নির্দিষ্ট সময়ে এটি রিফ্রেশ হয়ে সবার সমান সুযোগ থাকবে ।
• French অনুবাদের জন্য Google Chrome ব্যাবহার করুন । পাশাপাশি Chrome এ Translator extension/app ইন্সটল করতে পারেন ।
• সম্ভব হলে Submission এর সময় একাধিক PC ব্যবহার করতে পারেন । আশা করা যে কোনও একটা PC তে সিরিয়াল কাছাকাছি থাকবে ।
• অন্ততপক্ষে এক PC থেকে একাধিক browser দিয়ে চেষ্টা করতে পারেন । Mozilla Firefox and Internet Explorer এ Auto Translator কাজ করেনা । তাই French ভাষায় পেজগুলোর ব্যাপারে ধারনা রাখুন । যাতে কোন জায়গায় ক্লিক করতে হবে সেটা বুঝতে পারেন ।
• মোবাইল ফোন / ট্যাবলেট দিয়ে আবেদনের কাজ না করায় ভাল ।
• IELTS এর স্কোর লিখার সময় খেয়াল রাখবেনঃ
Resultat en Comprehension oral = Listening
Resultat en expression orale = Speaking
Résultat en compréhension écrite = Reading
Résultat en expression écrite = writing
আমি শুনেছি এক ভদ্রলোক কনসালটেন্টের কাছে ৩৭০০০ টাকা খরচ করেছেন শুধুমাত্র ক্যুবেক ইমিগ্রেশনের eligibility assessment করার জন্য । তাই আমি এই লিখায় ক্যুবেক ইমিগ্রেশনের কিছু মৌলিক বিষয় আলোচনা করেছি । যারা ইমিগ্রেশন বিষয়ে একেবারে নতুন তাদের কাজে আসবে । যেন তথাকথিত কনসালটেন্টের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট না করেন । তাছাড়া এটি অনেকটা লটারির মত । হাই স্পীড নেট, হাই কনফিগারেশন পিসি কিংবা দক্ষ কনসালটেন্ট, কোনও কিছুই আপনার সিরিয়াল ৫০০০ মধ্যে থাকার গ্যারান্টি দিতে পারবে না । তাই অন্তত ক্যুবেক ইমিগ্রেশনের জন্য কোনও কনসালটেন্টের না যাওয়াই বুদ্ধিমানের কাজ । প্রয়োজনে বিভিন্ন অন লাইন ফোরাম, ফেসবুক গ্রুপ, whatsapp গ্রুপ ইত্যাদি যুক্ত হতে পারেন, যেখানে অনেক অভিজ্ঞ লোকজনের পরামর্শ নিতে পারবেন । তবে সবসময় হালনাগাদ তথ্যের জন্য ক্যুবেক সরকারের ওয়েব সাইট উপর নির্ভর করবেন Click This Link ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
বোরহান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কেউ যেন তথাকথিত কনসালটেন্টের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট না করেন । চেষ্টা করলে নিজে নিজে করা সম্ভব ।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কোন দেশের তৃতীয় শ্রেণির নাগরিকের
মর্যাদায় অভিবাসী হতে চাইনা।
যদিও কেউ কেউ বলবেন আঙ্গুর ফল টক !!
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০
বোরহান বলেছেন: কানাডায় এই ধরনের কোন শ্রেণি বিন্যাস নেই । কেউ নিজেকে তৃতীয় শ্রেণির মনে করলে সেটা একান্ত বাক্তিগত ব্যাপার । তবে ভিন্ন পরিবেশে মানিয়ে নিতে সবারই সংগ্রাম করতে হয় ।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০
মুচি বলেছেন: কি দরকার ভাই? মরলে মরি নিজের দেশেই। পরের দেশে, পরের ভাষায়- কি সুখ এত !!
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪
বোরহান বলেছেন: ভালো বলেছেন । নিজের দেশেই যত সুখ !!!
৪| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভাই, আপনার এই প্রোগ্রামের সর্বশেষ আপডেট কি?
একটু জানালে খুশি হতাম.।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: এই পোষ্ট আমার জন্য না।