![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের আমার নিজের বানানো আরেকটি সফটওয়্যার দিব ।
সফটওয়্যারটির নাম হচ্ছে প্লাটিনাম এনক্রিপ্টর-ডিক্রিপ্টর । এটি আপনার private messaging এ security হিসেবে কাজ করবে ।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
এটি একটি portable সফটওয়্যার । তাই ইন্সটল করার ঝামেলা নেই । শুধু ডাবল ক্লিক করলেই open হবে । যদি ডাবল ক্লিক করলে open না হয় তাহলে আপনাকে প্রথমে microsoft dotNetFramework 4.00 সফটওয়্যারটি ইন্সটল করতে হবে । যদি microsoft dotNetFramework 4.00 সফটওয়্যারটি আপনাদের কাছে না থাকে , তাহলে গুগলে microsoft dotNetFramework 4.00 লিখে সার্চ দিলেই আশা করি পেয়ে যাবেন ।
এখন সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন তা বলছি । সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সোজা । প্রথমে write text box এ আপনার message টি লিখুন । তারপর Encrypt Text Button এ ক্লিক করুন । লক্ষ্য করুন Encryption Box এ একটি লেখা দেখা যাচ্ছে । এটি হল আপনার private message এর বিকৃত রূপ । এখন এই বিকৃত message টি আপনি যথাস্থানে প্রেরণ করুন । এখন পথিমধ্যে যদি কেউ এই message টি দেখেও ফেলে তাহলে কিছুই বুঝতে পারবেনা
। প্রাপকের কাছে অবশই এই সফটওয়্যারটি থাকতে হবে । প্রাপকের কাজ হবে শুধু আপনার পাঠানো বিকৃত message টি কপি করে সফটওয়্যারটির write text box এ পেস্ট করা এবং Decrypt Text Button এ ক্লিক করা । তাহলেই Decryption Box এ আপনার পাঠানো আসল message টি দেখা যাবে
।
আজ এ পর্যন্তই থাক । পরবর্তী পোস্ট পর্যন্ত সবাই ভাল থাকবেন , সুস্থ থাকবেন ।
আর ভাল লাগলে অবশই মন্তব্য করবেন ।
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২৮
বর্কিমিডিস বলেছেন: আমার মনে হয় আপনি পোস্ট ভাল ভাবে পরেন নাই অথবা পোস্ট পইড়া কিছুই বুঝেন নাই । এইটা একটা সাধারণ এনক্রিপ্টর-ডিক্রিপ্টর সফটওয়্যার । এটার সাথে ইন্টারনেটের কোন সম্পর্ক নাই ।
আর আপনিতো একেবারে বোকার মত কথা বলছেন । আপনার ইমেইল , পাসওয়ার্ড ছাড়াই এই সফটওয়্যার আপনার ইমেইল থেইতা আমারে ইমেইল করবো
। হাঁসতে হাঁসতে মইরা যাইতে ইচ্ছা করতাছে
। এই বিষয়ে আপনার ধারনা এখনো শিশুশুলভ । পোস্টটি আবার ভাল করে মনোযোগ সহকারে পরেন । আশা করি বুঝতে পারবেন । তার পরেও বুঝতে না পারলে আওয়াজ দিয়েন ।
২| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২৭
গৌতম রায় বলেছেন: রোবান মাহমুদের প্রশ্নটা ভ্যালিড!
আমার প্রশ্ন হলো- আমরা যেসব জিমেইল বা ইয়াহু ব্যবহার করি, তারাও তো শুনেছি এই এনক্রিপশন ব্যবহার করে। সেক্ষেত্রে আপনার সফটওয়্যার ব্যবহারের আলাদা ফায়দা কী?
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৪৬
বর্কিমিডিস বলেছেন: আগে আপনি বলেন আপনার ইমেইল , পাসওয়ার্ড ছাড়াই এই সফটওয়্যার আপনার ইমেইল থেকে আমাকে কিভাবে ইমেইল করবে ???
মনে করেন , আপনি একটা gmail এর গ্রুপ মেইল use করেন । এখানে আপনার একটা প্রাইভেট ইমেইল আশার কথা । তো আপনার বন্ধুটি এই সফটওয়্যার দিয়ে এনক্রিপ্ট করে মেসেজটি আপনাকে পাঠাল । এখন আপনার gmail গ্রুপ এর অন্য সদস্যরা মেইলটি দেখলেও কিছু বুঝতে পারবেনা । আপনি মেসেজটি সফটওয়্যার দিয়ে ডিক্রিপ্ট করলেই আসল মেসেজটি দেখাবে । এইটা যে শুধু ইমেইল এ ই ব্যাবহার করতে পারবেন তা না । এইটা দিয়া আপনার প্রাইভেট মেসেজ পেনড্রাইভে কইরাও এনক্রিপ্ট কইরা পাস করতে পারবেন । আশা করি বুঝতে পারসেন । বুঝতে পারলে আওয়াজ দিয়েন ।
ধন্যবাদ।
৩| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৫২
গৌতম রায় বলেছেন: ১. রোবান মাহমুদের প্রশ্নের উত্তরে আপনি যেভাবে মন্তব্য করলেন, তাতে মনে হচ্ছে আপনি অসহিষ্ণু। এ ধরনের কাজ করলে মানুষের হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে হবে, ঠাণ্ডা মাথায় উত্তর না দিলে সফলতার আশা করতে পারবেন না। আমি টেকি মানুষ না, অনেক কিছু বুঝি না। কিন্তু অনেক সফটওয়্যার নির্মাতা এ ধরনের ইউটিলিটি সফটওয়্যার বানিয়ে মানুষের তথ্য হাতিয়ে নেয়। আপনি যে এই কাজটা করছেন না- সেই বিশ্বাসটা যদি অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তাহলেই কেবল একজন মানুষ আপনার প্রডাক্টের প্রতি আগ্রহী হবেন, অন্যথায় নয়। আশা করি বুঝাতে পারলাম।
২. আপনার উদাহরণটিও পরিষ্কার হলো না। জিমেইলই যদি ব্যবহার করি, বন্ধু তো আমাকে সরাসরিই ইমেইল পাঠাতে পারে। গ্রুপে পাঠানোর দরকার কী?
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:১৮
বর্কিমিডিস বলেছেন: ১) দুঃখিত ভাই । আসলে কষ্ট করে সফটওয়্যার বানিয়ে মানুষের উপকার করতে গিয়ে যখন মিথ্যা অপবাদ পেতে হয় , তখন খুবই খারাপ লাগে । আপনি আমাকে প্রশ্ন করতে পারেন । কিন্তু যাচাই না করে অভিযুক্ত করতে পারেন না । রোবান মাহমুদ এর কথায় মনে হচ্ছে উনি আমাকে সরাসরি অভিযুক্ত করছেন , তাও কোন যুক্তি ছাড়া ।
আর একটি কথা । সফটওয়্যার টি ব্যাবহার করতে ইন্টারনেট সংযোগ লাগেনা । সেই ক্ষেত্রে তো পাসওয়ার্ড চুড়ি করার বা ইমেইল চুড়ি করার প্রশ্নই আসে না ।
২) মনে করুন আপনার বন্ধুটি এই সফটওয়্যার দিয়ে এনক্রিপ্ট করে একটি খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আপনাকে সরাসরি পাঠাল । এখন আপনার ইমেইল যদি হ্যাক হয় , তাহলে হ্যাকার আপনার সেই খুবই গুরুত্বপূর্ণ মেসেজটি পড়ে কিছুই বুঝতে পারবেনা । মেসেজটি বুঝতে হলে এই সফটওয়্যার দিয়ে ডিক্রিপ্ট করে তার পর বুঝতে হবে । বুঝতে না পারলে জানাইয়েন । আর অনেক উদাহরণ আছে ।
৪| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৫৬
রোবান মাহমুদ বলেছেন: গৌতম ভাইয়ের সাথে একমত।
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:২৯
বর্কিমিডিস বলেছেন: দুঃখিত ভাই । আসলে কষ্ট করে সফটওয়্যার বানিয়ে মানুষের উপকার করতে গিয়ে যখন মিথ্যা অপবাদ পেতে হয় , তখন খুবই খারাপ লাগে । আপনি আমাকে প্রশ্ন করতে পারেন । কিন্তু যাচাই না করে অভিযুক্ত করতে পারেন না ।
৫| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:১২
আরি০৪২৬৮ বলেছেন: ভাই, আমার ভুল হয়ে গেছে,ডিভিডি টা আমার অত্যান্ত প্রয়োজন, ভাই,ডিভিডি টা যদি আমারে দিতেন, অনেক উপক্রিত হতাম,ভাই, কিভাবে পেতে পারি, আপনার ঠিকানা অথবা মোবাইল নাম্বার যদি দিতেন ভাল হত.।।(Backtrack linux,)arif
৬| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:১৮
সাইফাই বলেছেন: রোবান ভাই এর প্রশ্ন শুইনা বর্কিমিদিস এর হাসতে হাসতে মইরা যাওয়া ভালো. রোবান ভাই বোকা আর আপনার মাথায় বুদ্ধি গিজগিজ করতেসে আর উপচাইয়া পড়তাসে .. হা হা হা হা
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:২৭
বর্কিমিডিস বলেছেন: সফটওয়্যার টি ব্যাবহার করতে ইন্টারনেট সংযোগ লাগেনা । সেই ক্ষেত্রে তো পাসওয়ার্ড চুড়ি করার বা ইমেইল চুড়ি করার প্রশ্নই আসে না । আপনাকে যদি কেউ বলে ইন্টারনেট সংযোগ ছাড়া কারো ইমেইল হ্যাক করতে , তাহলে কথাটি কি আপনার কাছে হাস্যকর মনে হবেনা ?
৭| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩৩
আরি০৪২৬৮ বলেছেন: ভাই, আমার প্রশ্নের জবাব কিন্তু এখনও পেলাম না......
please vai, amake ektu help koren, by giving (backtrac linuX ,DVD ta dia.....)
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০২
বর্কিমিডিস বলেছেন: আপনার পোস্ট এর কমেন্টে দেখেন ।
৮| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫৪
রোবান মাহমুদ বলেছেন: মনে করেন আমি অফলাইন থাকার সময় আপনার সফটওয়্যারটা ব্যবহার করলাম। সফটওয়্যারটি আমার মেইল এনক্রিপ্ট করল আর সব তথ্য গুলো মনে রাখল। পরে যখন অনলাইন আসব তখন সেটি তার মনে রাখা সব কিছু আপনাকে মেইল করে দিবে ! অটোম্যাটিক ! স্পাইওয়্যার গুলো সাধারানত এরকমই বুদ্ধিমান হয়।
২৩ শে এপ্রিল, ২০১২ ভোর ৪:১৩
বর্কিমিডিস বলেছেন: একটা সহজ জিনিসকে এত প্যাঁচানোর কি দরকার ছিল ? আপনার যদি মনে হয় এটা স্পাইওয়্যার তাহোলে সফটওয়্যার টি http://www.virustotal.com/ এ আপলোড করে দিন । এখানে আপনি ৪০ টি আপডেটেড অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করা রেসাল্ট পাবেন ।
আর আপনারা , আমাদের ব্লগার ভাই যারা এই ধরনের সফটওয়্যার শেয়ার করে তাদের শত্রু মনে করেন কেন ? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি তাদের প্রতি চরম বিরক্ত । সবাই কিন্তু এক হয়না ভাই । কতিপয় দুষ্কৃতিকারীর কারনে ভালদের ও অপমানের স্বীকার হতে হয় । ব্যাপারটা খুবই দুঃখজনক ।
৯| ২৩ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:১৯
রোবান মাহমুদ বলেছেন: দুঃখিত ভাই। জাস্ট মজা করেছিলাম। আসলে অনেক ভালো ভালো ফ্রি সফটওয়্যার আছে বলেই তো আমরা কম্পিউটার ব্যবহার করে এতো মজা পাচ্ছি।
চালিয়ে যান ভাই। আমরা আরও ভালো ভালো ফ্রি সফটওয়্যার চাই। ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৫
বর্কিমিডিস বলেছেন: ধন্যবাদ ভাই ।
আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে ভবিষ্যতে আরো ভাল ভাল ফ্রী সফটওয়্যার শেয়ার করব । নিচের লিঙ্কে আমার তৈরি আরেকটি সফটওয়্যার পাবেন ।
Click This Link
১০| ২৩ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৯
আরি০৪২৬৮ বলেছেন: [email protected].(413,BB hall,University of Dhaka).
(BACKTRACK LINUX) Dvd wanted,mobile no.01739555036.
please vai, help me ,
২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:০৮
বর্কিমিডিস বলেছেন: আপনার ইমেইল দেখুন ।
১১| ০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৯:৩১
বিড়ি বলেছেন: অভিনন্দন
১২| ১৩ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১২
মির্জা৯৯৯ বলেছেন: ভালো । চালিয়ে যান। আপনারা প্রোগ্রামাররা আছেন বলেই আমরা আমজনতারা কম্পিউটার ব্যাবহার করার স্বপ্ন দেখি। আশা করি আরও ভালো কিছু সফটওয়্যার বানাবেন আমাদের জন্যে।
১৩| ১৩ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৪
মির্জা৯৯৯ বলেছেন: আসলে ইন্টারনেট এ তো অনেক কিছুই পাওয়া যায় ফ্রী। কিন্তু মায়ের হাতের রান্না আর হোটেল এর রান্নার ব্যাবধান বুজতে হবে। আমাদের দেশের ছেলেরা আরও ভালো কাজ করুক এই কামনা রইল।
১৪| ১৩ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৩
ফিউশন ফাইভ বলেছেন: মনে হচ্ছে, ভালো একটি কাজ করেছেন। কিন্তু ফোরশেয়ার্ডের মতো ফকিন্নি সাইটগুলো এড়ানো যায় না? ডাউনলোড লিংকটা মিডিয়াফায়ারে দিলেই ভালো হতো।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৮:০৮
রোবান মাহমুদ বলেছেন: তা এই সফটওয়্যারটা কি টাইপ মেইল গুলো আমাদের আকাউন্ট থেকে আপনাকে মেইল করে দিবে সেটা তো বলেননি?