নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করতে ভালোবাসি। অবসরে ব্লগ পড়ি, ছবি তুলি আর মুভি দেখি। জানার কিছু থাকলে আমাকে মেইল করতে পারেন; [email protected]

বটপাকুড়

দেশকে ভালবাসি অনেক বেশি। দেশের প্রতি কোন রকম অপমান চৈধুরী সাহেবের মতো বদলা নেয়া হবে

বটপাকুড় › বিস্তারিত পোস্টঃ

আমাদের ক্ষমা করো রাজন

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:১০

ধ্বসে যাওয়া রানা প্লাজা এর নিচে মানুষের আর্তনাদ শুনি, আমাদের সরকারী সহায়তায় কুলিয়ে উঠতে পারিনা। আমরা অক্সিজেন সিলিন্ডারের জন্য তন্ন তন্ন করে খুঁজে ফিরি শহরের অলি-গলিতে । কিন্তু আমরা অনেক সচেতন, আমরা ধ্বংসস্তূপ থেকে মৃতপ্রায় মানুষকে উঠিয়ে তার অনুভূতির ব্যাপারে সচেষ্ট হই।

আমরা জিহাদকে মাটির নিচে গর্তে পরে থাকতে দেই সারা রাত ধরে,আমরা উদ্ধার করতে পারি না, মৃত্যুকে অস্বীকার করি। তারপর লাশ পেলে চুপ মেরে যাই। ওর বাবাকে আটক করি, ব্যাটা মিথ্যা বলে আমাদের হয়রানি করছিস না তো!!

আচ্ছা একবার ভাবুন তো, একটা বাচ্চা মার খেয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, আর একদল মানুষ মুঠোফোনে ভিডিও করছে সেটা পরে আরাম করে ফেসবুকে শেয়ার করা যাবে। একটা ১৩ বছরের বাচ্চাকে যে জাতি দিনে দুপুরে পিটিয়ে মেরে ফেলতে পারে, সামান্য একটা অপরাধে, এমন কি সে অপরাধী কি না সেটাও প্রমাণিত না, কতটা পরিমাণ সাইকোপ্যাথ হলে এরকমভাবে চিন্তা করতে পারে। সত্যিই রাজন আমরা মধ্যম আয়ের দেশ, কিন্তু তোমার সামান্য অপরাধে আমরা জনসমক্ষে মৃত্যুদণ্ড দেই।

আমাদের মুখে মুক্তচিন্তা, মানবাধিকার এই সব বড় বড় শব্দ মানায় না। কারণ এগুলো মানুষের মুখে মানায়, আমরা সেই স্তর থেকে অনেক আগেই নিচে নেমে আসছি।

এরপরেও আমরা সেহেরি নাইট করবো, ঈদের কিরণমালা আর মোদী ড্রেসের খোঁজ নেব, ঈদ বলে কথা, বছরে একবারই তো আসে

শুধু খোঁজ নেব না জিহাদের,
খোঁজ নেব না রাজনের
খোঁজ নেব না একদল ক্র্যাচ হাতে ঘোলাটে চোখের মানুষের প্রতিদিনের রোজনামচার, যেখানে রানা প্লাজা এক বিরাট যতি টেনে দিয়েছে।

কিন্তু তারপরেও জোড় গলায় বলে বেড়াব আমরা মানবাধিকারের বিষয়টা কিন্তু কক্ষনো ছোট করে দেখি না

আজকে সকালবেলায় রাজন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় আমরা অনেক আগেই মানুষ নামের পরিচয় দেয়া হারিয়েছি

আমাদের ক্ষমা করো রাজন

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:১২

জাহিদ হাসান মিঠু বলেছেন: আমাদের ক্ষমা কর !!!

২| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক
নিষ্ঠুরতার চরম প্রকাশ. ধিক
এই মানবরুপী পশুদের।
নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৮

সুলতানা রহমান বলেছেন: আমরা তো এখনো মানুষ হতে পারিনি

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৯

বটপাকুড় বলেছেন: কিছু বলার নাই, আমাদের কোন নীতি নাই, নিজের উন্নতির কোন চেষ্টা দেখি না।
সারা দিন অলস বসে থাকলে এমনিতেই সাইকো হয়ে যায় মানুষ :(

৪| ০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্লগার আনন্দ কুটুমের পোষ্ট বাংলাদেশী ব্লগাররা কেন শুধু ইসলামেরই সমালোচনা করে?? এ আপনার করা মন্তব্যটি চমৎকার লেগেছে।বুদ্বিবৃত্তিক চন্ডালিপনায় দেশটা ভরে গেছে।গাঁও মানেনা আপনি মোড়ল।এই সমস্ত অল্প বিদ্যা ভয়ংকরীরা দেশের ইমেজের যে কি ভয়াবহ ক্ষতি করছে তা তারা নিজেরাও জানেনা।সরকার সব কিছু বুঝেও হীন রাজনীতির স্বার্থে নির্বিকার।মুসলিম নামধারী ছাগুরা ৩নং বাচ্চার মতন লাফায় আর মাঝখান থেকে সুজোগ নেয় চির বৈরী ভাবাপন্ন প্রতিবেশী একটি সম্প্রদায়।
আফসোস।
অনেক ভালো থাকবেন

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৪

বটপাকুড় বলেছেন: ভাই, এই সব ইসলাম বিরোধী ব্লগ বাংলাই লিখে আজ পর্যন্ত কিছু পরিবর্তন হয়েছে? ঐ যে বললাম, বিদেশে দূতাবাসের সামনে নিজের ব্লগের স্ক্রিনশ্ট নিয়ে দাঁড়ানো ছাড়া?

শোনা কথা, আমাদের মোল্লাদের হট ফেবারিট তসলিমা আপা একসময় নিজেই মোল্লাদের টাকা দিয়ে নিজের বিরুদ্ধে মিছিল করাতো , যাতে নিজে লাইম লাইটে আসা যায়। মাঝে মাঝে উল্টা পালটা কমেন্ট করেন, কুরআন শরীফের উপর কফির মগ রেখে পাট নেন। যাতে তারে নিয়ে মিডিয়ায় কিছু লেখা লেখি হয়। বিদেশী ডোনাররা যাতে কিছু ভিক্ষা পাতি দেয়।

বিদেশে অনেক খরচ। শুধু শরণার্থী ভাতায় পেট চালানো যায়, কিন্তু ভোগ করা যায় না। আর আমাদের নতুন ব্লগার রা দুই চার টা ইসলাম বিরোধী কথা বার্তা লেখেন যাতে বিদেশে একটা সরনাথী ভিসা পাওয়া যায়

ইন্টার পাশ্ব আমাদের অনন্য আজাদ আর আসিফ মহিউদ্দিন এমন স্কলার হয়ে যায় নাই, যে বিদেশ তাগো ডেকে নেবে। তাই তারা ইসলাম নিয়ে লেখে, আর বিদেশের ভিক্ষায় জীবন যাপন করে...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.