![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ, সাদামাটা একজন মানুষ। সমগ্র পৃথিবীটাই হচ্ছে আমার পথ। পৃথিবীর পথ খুঁজতে খুঁজতে আজ আমি হয়েছি এক বিধ্বস্ত পথিক।
বাংলাদেশ, আমাদের অনেক মায়ার দেশ, অনেক সাধের দেশ। এত এত স্বপ্ন বুনে, এত এত পরিশ্রম করে আমাদের দিনগুলো খুব শৃঙ্খলভাবে না হলেও মোটামুটিভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু একটা না একটা বাঁধা আসবেই সবসময়, হউক সেটা রূপকথা কিংবা আমাদের বাস্তব কথা। আমাদের দেশের বর্তমান অবস্থা সম্পর্কে সবাই বেশ ভালোভাবেই অবহিত। কি হচ্ছে এইসব? এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? এর নামই কি গনতন্ত্র? আমরা সাধারণ মানুষেরা এর বেশী কিছুই বলতে পারিনা, বলার কিছু নেইও, আর এত বলারই বা সময় কোথায়!
একটা গল্প বলি। একদেশে দুই বন্ধু ছিল। আওয়ামী লীগ এবং বিএনপি, বিএনপি এবং আওয়ামী লীগ। সে দেশে ছিল এক স্বর্ণের আপেল। আপেলটা কিভাবে সে দেশে আসলো তা না হয় না ই বললাম। তো সেই স্বর্ণের আপেলটাকে দুই বন্ধু তাদের বংশগত মনে করতে লাগল। মাঝখান দিয়ে সেই স্বর্ণের আপেল চলে গেল এক স্বৈরাচারী ব্যক্তির কাছে। দুই বন্ধু তখন নামলো মাঠে তাদের স্বর্ণের আপেল উদ্ধার করতে। স্বর্ণের আপেল উদ্ধার হয়েছেও বটে, কিন্তু দুই বন্ধুর মাঝখানে চলে আসল একটা দাগ। কেন? কারণ, স্বর্ণের আপেল শুধু একজনই পাবে। সেই তখন থেকে দুই বন্ধুর প্রত্যেকেই যার যার বংশীয় গরিমা দেখিয়ে পালাবদল করে স্বর্ণের আপেল রেখে আসছে তাদের কাছে। বর্তমানে তাদের বন্ধুত্বের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে গিয়েছে যে, তারা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। প্রতিনিয়তই তারা খোঁচা-খুচিঁতে লেগে আছে। কেন তারা এরকম করে? কারণ তারা উভয়েই স্বর্ণের আপেল পেতে চায় একেবারে সারাজীবনের জন্য। কিন্তু এই স্বর্ণের আপেল একজনই পাবে, হয়ত বারবার পাবে কিন্তু একেবারের জন্য না।
আওয়ামী লীগ এবং বিএনপি মিলে যা শুরু করেছে তা বলার অযোগ্য। আওয়ামী লীগের পক্ষে যা যৌক্তিক, বিএনপির পক্ষে তা অযৌক্তিক। একইরকমভাবে, বিএনপির পক্ষে যা যৌক্তিক, আওয়ামী লীগের পক্ষে তা অযৌক্তিক। তারা দুই দল খেলছে যুক্তি-অযুক্তির খেলা। তাদের এই কুযুক্তির খেলায় ধামাচাপা পড়ে পিষ্ট হচ্ছি আমরা, আম-জনতারা। মাঠে ক্রিকেট খেলছে তারা, আর মাঠের বাহিরে আমাদের উপর এসে বল পরছে। রান করছে তারা, আর আউট হচ্ছি আমরা। কি আজব খেলায় মেতেছে আমাদের দেশ!
আমরা তো চাই না আর কোন বিশ্বজিৎ খুন হউক, আমরা চাই না আর কোন শিশু ককটেলসদৃশ বলের আঘাতে মারা যাক, আমরা চাই না কোন সাংসদ উল্টাপাল্টা মন্তব্য করুক, আমরা চাইনা কোন রাজনৈতিক নেতার সম্মান নষ্ট হউক, আমরা চাই না কোন বাসে আগুন দেয়া হউক, আমরা চাইনা আর কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হউক। আমরা শুধু শান্তি চাই। শান্তি, শান্তি, শান্তি। কিন্তু আমার ভয় হয়, আমাদের অভিধান থেকে শান্তি শব্দটাই না আবার বিলীন হয়ে যায়!
©somewhere in net ltd.