নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা ভাবিতে ভাবিতে\n অক্ষিতে আসিল জল,\nজলকে বলিলাম, তুই হঠাৎ\nকেন বাহিরে আসিলি বল?\nজল বলিল, অক্ষিটি তোমার\nসুখ সৃষ্টির নীড়,\nকি করিয়া বল সহিব আমি\nএত কষ্টের ভিড়।

বিধ্বস্ত পথিক

আমি খুব সাধারণ, সাদামাটা একজন মানুষ। সমগ্র পৃথিবীটাই হচ্ছে আমার পথ। পৃথিবীর পথ খুঁজতে খুঁজতে আজ আমি হয়েছি এক বিধ্বস্ত পথিক।

বিধ্বস্ত পথিক › বিস্তারিত পোস্টঃ

আমাদের মিডিয়ার ফলাফল

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

চির সবুজের দেশ বাংলাদেশ, চির আবেগের দেশ বাংলাদেশ। বাংলা মায়ের লাখো সন্তানের বুকের তাজা রক্ত দিয়ে রঞ্জিত আমাদের সোনার বাংলার মাটি। প্রতিদিন হাজারো মানুষের স্বপ্ন ভাঙ্গা-গড়ার মাঝেই আমদের দৈনন্দিন জীবন অতিবাহিত হচ্ছে। আমাদের সাধারন জনগনের তথা দেশের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমদের দেশের নিম্নবিত্তের মানুষ থেকে উঁচুতলার মানুষেরা। খুব সত্যি কথাটা বলতে গেলে বলতে হবে যে, প্রত্যেকে তার নিজের পেটের তাগিদেই তাদের মাথার ঘাম পায়ে ফেলছেন। এখানে হয়তবা ক্ষেত্রবিশেষ রয়েছে। কেউ হয়ত ঘাম ঝরাচ্ছেন দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, কেউবা একটু বিলাশবহুল জীবনের জন্য, কেউবা অন্যকে মেরে খাওয়ার জন্য।

আলহামদুলিল্লাহ, আমাদের দেশে বুদ্ধিজীবীর অভাব নেই। দেশের অশিক্ষিত মানুষ থেকে শুরু করে সুশিক্ষিত মানুষ পর্যন্ত সবাই প্রায় সব বিষয়েই জ্ঞান রাখেন। কথা বলার সময় প্রায় সবাই এত জ্ঞানবহুল বক্তব্য রাখেন যেটা প্রসংশা না করলে চলে না। হউক না সেটা অযৌক্তিক। এমন কোনো জায়গা বাদ নেই যেখানে রাজনীতি, ধর্ম, সমসাময়িক ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক হয় না। চা স্টলে, বাসে, অফিসে এমনকি হাসপাতালেও চলে জোর বাক বিতণ্ডা। তবে একটা কথা স্বীকার করতেই হবে যে, আমাদের দেশে যারা পত্রিকার সম্পাদকীয় পাতায় লিখেন সত্যিই তারা অনেক জ্ঞানী। আমাদের দেশীয় চ্যানেলগুলোর টক শো তে মাঝে মাঝে অনেক বিজ্ঞ ব্যক্তিদের দেখা যায় যাদের আলোচনা সত্যিই হাতে তালি দেওয়ার মত। উনাদের প্রত্যেককেই আমরা শ্রদ্ধা করি এবং ভালোবাসি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, এত এত লেখালেখি, এত এত টক শো করে বিশেষ লাভটা হচ্ছে কি? পত্রিকা বিক্রি, বুদ্ধিজীবীদের প্রশংসা, চ্যানেলের T.R.P. ইত্যাদি বৃদ্ধি ছাড়া আর কিছুই হচ্ছেনা। সরকারী দল বা বিরোধী দলের যাদেরকে কেন্দ্র করে বা যে বিষয়ের দিকে আলোকপাত করে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে তাদের তো কোন ভ্রুক্ষেপই নেই। মাঝে মাঝে কোনো কোনো সাংসদ, সরকারী দলের নেতারা, বিরোধী দলের নেতারা এমন সব উদ্ভট কথা বলেন যে আমরা সাধারন জনগনেরাই চরম লজ্জায় পড়ে যাই। আমরা বুঝিনা যে, উনারা কি আমাদের সাথে ঠাট্টা করেন নাকি উনাদের মস্তিষ্কটাই আলাদা মাটিতে গড়া।

সব সময়ই সব বক্তব্যে শুনে আসছি যে, আমাদের এটা করতে হবে, ওটা করতে হবে। আরে ভাই, আপনি শুরু করে দেখান না! কোনটা কোনটা করতে হবে তা আমাদের সবারই জানা আছে। কিন্তু শুরু করার কেউ নেই। মুজিব সাহেব, জিয়া সাহেব আমাদেরকে বলেছেন এবং নিজেরা তা শুরু করে দেখিয়েছিলেন। আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করেছি বলেই আজকে বাংলার মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারছি। আমি বিশ্বাস করি যে, আমরা সবাই একসাথে গোটা সমাজটা পরিবরতন করতে পারব না। পরিবরতনের জন্য চাই একজন বিশেষ ব্যক্তি যার দরুন সবার মধ্যে পরিবরতনের হাওয়া লাগবে। কারন, একজন বীর সন্তানই পারে গোটা সমাজের চেহারা বদলে দিতে। কিন্তু, সেই বীর সন্তান কি উত্থিত হতে পারবে আমাদের এই সুশীল সমাজে???!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.