![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ, সাদামাটা একজন মানুষ। সমগ্র পৃথিবীটাই হচ্ছে আমার পথ। পৃথিবীর পথ খুঁজতে খুঁজতে আজ আমি হয়েছি এক বিধ্বস্ত পথিক।
আজকে অনেক দিন পর নিজেকে নিয়ে একটু ভাবছি। কিছু প্রশ্ন করলাম নিজেকে, কিছু কথা বললাম নিজের সাথে। নিজের সাথে নিজের কিছু কথোপকথন শেষ করে এইটুকু অনুধাবন করলাম যে আমি অনেকটুকুই পরিবর্তনের ছোঁওয়া পেয়েছি। কিন্তু অবাক হতে পারলাম না। কারণ এই পরিবর্তনের হর্তাকর্তা আমি নিজেই, আমি নিজের হাতে গলা টিপে নিজেকে এই অবস্থানে এনেছি। সত্যিই আজকে নিজেকে অনেক বেশী দোষী মনে হচ্ছে।
আমিতো এইরকম ছিলাম না। আমিতো এইভাবে চিন্তা করতাম না এখন যেভাবে আজগুবি চিন্তা করি। এইরকমটা তো হওয়ার কথা ছিল না আমার। আজ আমি আমাকে আর শ্রদ্ধা করতে পারছি না। খুব অসহ্য লাগছে আমার নিজেকে, আমার চারপাশটাকে, আমার জগতটাকে। আমি মুক্তি চাই, মুক্তি। শান্তি আর স্বস্থির একটা নিঃশ্বাস নিতে চাই।
©somewhere in net ltd.