![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ, সাদামাটা একজন মানুষ। সমগ্র পৃথিবীটাই হচ্ছে আমার পথ। পৃথিবীর পথ খুঁজতে খুঁজতে আজ আমি হয়েছি এক বিধ্বস্ত পথিক।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা পংতি মনে পড়ে গেল...
"বিশ্বের যা কিছু মহান
সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী,
অর্ধেক তার নর।"
আমরা মানুষ। সমাজের প্রায় অর্ধেকের চেয়ে বেশী নারী। নারীরা কথায় কথায় তাদের নিজেদেরকে ছোট করছে। বস্তুত, নারীরা নিজেদেরকে ছোট করছে না, ছোট করা হচ্ছে তাদের দ্বারা যারা নারীদেরকে ফুলিয়ে ফাপিয়ে বাষ্পে রূপান্তরিত করতে চায়।
একটা বিষয় খেয়াল করে দেখুন,
পৃথিবীতে কি পুরুষ দিবস নামে কোন দিবস আছে কি?
পুরুষ নির্যাতন নামে কোন বাস্তবিক ঘটনা আছে কি?
পুরুষ অধিকার নামে কোন আইন আছে কি?
সব প্রশ্নের উত্তর হচ্ছে- ‘না’। তাহলে কেন নারী দিবস, নারী নির্যাতন, নারী অধিকার নামক কথা বা ব্যাপারগুলো আসছে? এই শব্দগুলো আলাদা করে ব্যাবহার করাতে নারীদের প্রতি সম্মান দেখান হল নাকি অসম্মান বা লজ্জা দেওয়া হল।
একটু ভেবে দেখুন, আমরা কখন একটা বিষয়কে আলাদাভাবে উপস্থাপন করি?
আমেরিকায় কুকুরদেরকে বাঁচানোর আন্দোলনে প্ল্যাকার্ডে লিখা হয়-
Save the Dogs…
বাংলাদেশ সহ আফ্রিকা ও ইন্ডিয়াতেও এটা দেখা যায়-
Save the Tigers…
আরও এরকম বহু উদাহরণ দেখান যাবে। এখন, সমগ্র বিশ্বে যে নারী আন্দোলন দেখা যায়, সে আন্দোলনের প্ল্যাকার্ডে দেখা যায়-
Save the Women…
Save Women Rights…
আমার বিশেষ কিছু বলার নেই। আমি নারীদেরকে সম্মান করি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমাদের(পুরুষদের) এক অবিচ্ছেদ্য অংশ ভাবি। এখন কথা হচ্ছে, নারীরা নিজেরা কেন তাদের নিজেদেরকে অসম্মান করবে???!! কেন নিজেদের হেয় প্রতিপন্ন ভাববে???!!! আমি এবং আমরা নারীদেরকে সম্মান করতে চাই সঠিকভাবে।
সম্মান এমন একটা ব্যাপার যেটা আদায় করা যায় না, অর্জন করতে হয়।
©somewhere in net ltd.