নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা ভাবিতে ভাবিতে\n অক্ষিতে আসিল জল,\nজলকে বলিলাম, তুই হঠাৎ\nকেন বাহিরে আসিলি বল?\nজল বলিল, অক্ষিটি তোমার\nসুখ সৃষ্টির নীড়,\nকি করিয়া বল সহিব আমি\nএত কষ্টের ভিড়।

বিধ্বস্ত পথিক

আমি খুব সাধারণ, সাদামাটা একজন মানুষ। সমগ্র পৃথিবীটাই হচ্ছে আমার পথ। পৃথিবীর পথ খুঁজতে খুঁজতে আজ আমি হয়েছি এক বিধ্বস্ত পথিক।

বিধ্বস্ত পথিক › বিস্তারিত পোস্টঃ

একটি অনুভুতি

০২ রা মে, ২০১৫ দুপুর ১২:১৮

মনুষ্য এক এমনই আজব প্রাণী যাহার বিচরণক্ষেত্রের আদি-অন্ত খুঁজিয়া পাওয়া বড় দায়, বড়ই মুশকিল। আমরা মনুষ্য জাতি, আমরা ইহাই ভুলিয়া যাই যে, সৃষ্টিকর্তা আমাদিগকে শ্রেষ্ঠ জীব হিসাবে প্রেরণ করিয়াছেন। আমাদিগের আচরন, আমাদিগের দৃষ্টিভঙ্গি, আমাদিগের চিন্তা-চেতনা; সর্বকিছুই আমাদিগের দৃষ্টিসীমার এতটাই ঊর্ধ্বে উঠিয়া গিয়াছে যে, আমরা আমাদিগের জ্ঞানচক্ষুতে উহা পরিমাপ করিবার আর জো রাখি নাই। আমরা এতটাই উৎকৃষ্ট এক সমাজে, এতটাই মোহময়ি জীবন যাপন করিতেছি যে, আমাদিগের বোধ করি আসল লক্ষই ভুলিয়া যাইতেছি। কি আর বলিব দুঃখের কথা!!! মাঝেমধ্যে ইহা শুনিতে পাই যে, “আপন ভালো তো জগত ভালো।” এই যে বাক্যখানি রহিয়াছে, আজও সঠিকভাবে ইহার মর্ম উদ্ধার করিতে পারি নাই। যাহাই হউক, বুদ্দুদের কাতারে আপন নাম লিখিয়া চলিয়া ফিরিয়া যাইতে চাই; অতশত বুঝদার হতে চাই না বাপু!!!


বিঃ দ্রঃ সাধু ভাষায় লিখাটা এখন আর যদিও চলে না, কিন্তু মনে হল কথাগুলো চলিত ভাষা থেকে সাধু ভাষায়ই প্রকাশ করলে বেশি গাম্ভীর্যপূর্ণ হবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ দুপুর ১২:২৩

লাহিনি বলেছেন: কথা ঠিকমতই লিখিয়াছেন ভাই

২| ১৮ ই মে, ২০১৫ রাত ৯:৪৮

বিধ্বস্ত পথিক বলেছেন: ধন্যবাদ ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.