![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মাঝে আনেকে আছেন যারা নিজেদেরকে অন্য দেশের নাগরিক হওয়াকে গর্বের মনে করেন। যেমন কাল আমি আমার বসের রুমে বসে কাজ করছিলাম সে সময় এক ভদ্রলোক আসলেন, তিনি একজন কনট্রাক্টার। কথায় কথায় তিনি তার আমেরিকা প্রবাসি ছেলের কথা বললেন এবং আমার বসকে তার আমেরিকা প্রবাসি নাতি নাতনিদের ছবি দেখালেন আর গর্বের সাথে বললেন যে তার নাতিরা সবাই আমেরিকান সিটিজেন। তার এই গর্বের বিষয়টি কে কেন জানি আমার মনে একটা আজানা (না কি জানা ) প্রশ্নের জন্ম দিল, আমারা কি আমাদেরকে বাংলাদেশি বলার থেকে ভিন্ন দেশের নাগরিক বলতে বেশি গর্বেরর বলে মনে করি? প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম।
©somewhere in net ltd.