নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের অশ্বারোহী

কণাদ

আমি প্রকৌশল-শিক্ষানবীশ। যুক্তি ছাড়া কোনও কিছু গ্রহন করি না। সরলতা ভালো লাগে। আমি নাস্তিক। মনুষ্যত্ব অনুশীলন করি। আমার পর্যবেক্ষণে ধর্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু প্রশ্ন। অন্যদিকে যে কোনও উন্নতির ভিত্তি হচ্ছে প্রশ্ন। আমার ব্লগ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহকরে বিনানুমতিতে আমার লেখা বা ধারণা কোথাও ব্যবহার করবেন না।

কণাদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগীয় পরিভাষা সংকলন - নতুন ব্লগারদের সুবিধার্থে + ভবিষ্যতের কথা মাথায় রেখে

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৬

ব্লগে আমাদের নিত্যদিনের অনেক জানা শব্দই নতুন মাত্রা পেয়েছে। তাদের নিয়ে আলোচনা না করলেই নয়। নতুন যারা ব্লগে কীবোর্ডার্পণ করেই 'ঝাঝা' কী জিনিস, খায় না মাথায় দেয় অথবা ভাদা-পাদা কী জাতীয় প্রাণী এই প্রশ্নে টালমাটাল অথচ কাউকে জিজ্ঞেস করতে মনকণ্ডুয়ন হচ্ছে, তাদের অশেষ উপকারে আসবে এই কথা মাথায় রেখেই এই পোস্টের অবতারণা।

আগেও এমন চেষ্টা হয়েছে এবং এখনও হচ্ছে। এখানে ...(আরও পেলে জুড়ে দেয়া হবে) ভালো পোস্ট আছে এ বিষয়ে। খুব উপকার পেয়েছি এখান থেকে। আমি পুরোটাকে সংহত এবং গোছালো একটা পরিবেশনা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছি।



যারা আমার চেয়ে ব্লগে পুরাণা এবং ঘাঘু তারা যেন স্বীয় অভিজ্ঞতা থেকে ব্লগীয় পরিভাষা কমেন্টে বলে দেন। কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক পোস্টে যুক্ত করা হবে। ধন্যবাদ।



সতর্কীকরণ: এটি ভাষাবিজ্ঞান বিষয়ক পোষ্ট। সবধরণের শব্দ এবং তার সম্ভাব্য সকল প্রচলিত প্রয়োগ উল্লেখ করার যথাসাধ্য চেষ্টা এখানে করা হয়েছে। তাই অপমানজনক বা বিদ্রুপাত্মক অর্থের শব্দগুলো জানার পর সেগুলোর অপব্যবহার জোরালোভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।



১. তালগাছ

অর্থবোধ:

(ক)এই শব্দটা দিয়ে ব্লগে যে অর্থ বোঝায় তা এই বাক্যের অর্থের সংক্ষিপ্ত রূপ 'বিচার মানি কিন্তু তালগাছ আমার'। অর্থাৎ কেউ যদি তার নিজের মতকেই সিদ্ধ ধরে বসে থাকে এবং 'ত্যানাপ‌্যাচাতে' থাকে তাহলে তার ঐ মতকে তালগাছ বলা হয় এবং এই ভাব বা প্রক্রিয়াকে সংক্ষেপে 'তালগাছবাদী' মনোভাব বা কর্মকান্ড বলা হয়।

(খ) তালগাছের আরেকটা ব্যবহার হচ্ছে উচ্চতা বা নাগাল বোঝাতে। যেমন মাথার উপর দিয়ে যাওয়া বলে বোঝানো হয় যে উক্ত বক্তব্যের অর্থ নাগাল পাওয়া দুরুহ অথবা উক্ত বক্তব্য দুর্বোধ্য। অনেক সময় বোধগম্য বক্তব্যকে হেয় করতেও এ বাক্যাংশ ব্যবহৃত হয়। তালগাছের উপর দিয়ে যাওয়া হচ্ছে প‌ূর্বোক্ত বাক্যাংশের বিবর্ধিত অর্থে বোঝায় যে, একে বারেই দুর্বোধ্য। এবং এই বাক্যাংশের ভিতর 'তালগাছবাদী' ইংগীতও পাওয়া যায়, অর্থাৎ বক্তব্যের অর্থ কেবল বক্তাই বোঝেন এমন অর্থ বোঝানো হয়।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

নাস্তিক অথবা আস্তিকতা সম্পর্কিত আলোচনামূলক ব্লগে (ক) অর্থের 'তালগাছ' শব্দের প্রয়োগ অত্যধিক। সাধারণ আলোচনার শেষের দিকেই বেশি আসে। (খ) অর্থের প্রয়োগ কবিতা বা ছবিব্লগ বা বিমূর্ত বর্ণনামূলক রচনার মন্তব্য অংশে দেখা যায়।

সমার্থবোধক:

অ্যান্টেনায় না ধরা, ঠেই না পাওয়া, অকুল পাথারে পড়া ইত্যাদি।



২. ত্যানাপ‌্যাচানো (ত্যানাপেচানো/তেনাপেচানো)

অর্থবোধ:

এই শব্দটি দ্বারা বারংবার একই কথা বা যুক্তি ভিন্ন শব্দবন্ধে উপস্থাপনের প্রক্রিয়ার ব্যাঙ্গাত্মক বা হেয় অর্থে ব্যবহৃত হয়।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

এটা মোটামুটি যেকোনও তর্ক বিকর্ত মূলক পোস্টের মন্তব্য অংশে পাওয়া যাবে। রাজনৈতিক এবং আস্তিক-নাস্তিক বিতর্কের জনপ্রিয় শব্দ।

সমার্থবোধক:

কাদা চটকানো, চটকানো, গেজানো, গাল গেজানো ইত্যাদি।



৩. চখাম

অর্থবোধ:

দারুন, সুন্দর, মারহাবা ইত্যাদি অর্থে প্রয়োগ হয়। সমকালীন বাংলা না্টক থেকে উদ্ধৃত এই প্রশংসাসূচক শব্দটি।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

কবিতা, ছড়া, রসরচনা ইত্যাদি

সমার্থবোধক:

জসিলা, জব্বর, ঝাঝা ইত্যাদি।



৪. হপে

অর্থবোধ:

'হবে' শব্দের ব্লগীয় অপভ্রংশ। হালকা চালের শব্দ।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

হতাশা বোঝাতে বা ভবিষ্যতের অনিশ্চয়তা নির্দেশে।



৫. ছাগু

অর্থবোধ:

'ছাগল' শব্দের সংক্ষিপ্তরূপ। শব্দটি অধিকাংশক্ষেত্রেই অপমানজনক অর্থে ব্যবহৃত হয়ে থাকে।

(ক) পাকিস্তানের বা ভারতের পক্ষে বা বাংলাদেশের স্বাধীনতা এবং সংশ্লিষ্ট মূল্যবোধের বিপক্ষে বক্তব্য প্রদান কারীদের হেয় অর্থে সাধারণভাবে এই শব্দ ব্যবহৃত হয়।

(খ) অনেক ক্ষেত্রে অপমান করার উদ্দেশ্যে মুখমণ্ডলের কেশ তুলনা করেও এই শব্দটি ব্যবহৃত হয়।

(গ) প্রতিপক্ষকে কালিমালেপন অথবা হেয় করার জন্য এটি বহুল ব্যবহৃত।

(ঘ) = ছাত্রলীগের গুন্ডা অর্থে।

(ঙ) শিবির কর্মী বা সমর্থক অর্থে।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

রাজনৈতিক, দেশপ্রেমমূলক, ধর্মলোচনা(স্থানবিশেষে) বিষয়ক পোস্টে/মন্তব্য

সমার্থবোধক:

লাদি, ম্যৎকার(ছাগলের ডাক অর্থে ছাগুর বক্তব্য), ল্যাঞ্জা (ছাগলের লেজ অর্থে ছাগু সমর্থনকারী)

(শব্দার্থসন্ধান: (ঘ) - ১১স্টার )



৭.ভাদা

অর্থবোধ:

ভারতীয় দালাল/ভারতের দালাল এর শব্দসংক্ষেপ।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

রাজনৈতিক পোস্ট/মন্তব্যে

সমার্থবোধক:

দাদা বাবু, মালু(অপমানজনক), গোমুত্র, শিবসেনা, বাল ঠাকরের পুত, ধুতি, বাবু, কাকু, কাগু, কাগা ইত্যাদি



৮. পাদা

অর্থবোধ:

পাকিস্তানী/পাকিস্তানের দালাল এর শব্দ সংক্ষেপ।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

রাজনৈতিক পোস্ট/মন্তব্যে

সমার্থবোধক:

রাজাকার, গোআ (=গোলাম আজম) ইত্যাদি



৯. ধইন্যা পাতা

অর্থবোধ:

ধন্যবাদ অর্থে প্রযুক্ত।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

সকল পোস্টেই।

সমার্থবোধক:

ধইন্যা ইত্যাদি।

১০. মগবাজার

অর্থবোধ:

ছাগু (উপরে দ্রষ্টব্য) দের বিচরণস্থল। কাল্পনিক অর্থে এখানে ছাগুদের পাওয়া যায়, এখানেই বিচরণ করে ইত্যাদি।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

ছাগু দ্রষ্টব্য।



১০. লুল ( লুলীয়, লুলায়িত)

অর্থবোধ:

(ক) চারিত্রিক স্খলন বা লুচ্চা অর্থে। যেমন, লুল স্বভাব। লুল পোস্ট। পুরাই লুল। ইত্যাদি

(খ) লোল বা LOL (Lough Out Loud) অর্থে। যেমন: লুল রে লুল। ইত্যাদি।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

রম্যরচনা, ১৮+ ইত্যাদি

সমার্থবোধক:

হা হা লু খু গে (হাসতে হাসতে লুঙ্গি খুলে গেল), হা হা প গে (হাসতে হাসতে পড়ে গেলাম), হা হা ম গে (মরে গেলাম), হা হা চে থে প গে (চেয়ার থেকে পড়ে গেলাম)ইত্যাদি

(শব্দসন্ধান: মাইনাস এইটিন_পন্ডিত , ভজঘট , আরজুপনি , পাতাল পুরের জাহাজ চালক )



১১. গদাম

অর্থবোধ:

(ক) পদাঘাত অর্থে। যেমন গদাম দিয়া বাইর করেন।

(খ) ব্লক করা হয়েছে বা হবে অর্থে। যেমন আর এমন করলে গদাম দেয়া হবে।

(গ) গজারী দ্বারা মার এর শব্দসংক্ষেপ।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

বিতর্কমূলক ব্লগে।

সমার্থবোধক:

পিএল, ঠাপ(অপমানজনক)



১২. কস্কি মমিন

অর্থবোধ:

বিস্ময় প্রকাশ অর্থে, 'বলো কি মমিন!' এর সংক্ষেপ।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

নতুন কোনও সংবাদ প্রকাশ বা জানার ক্ষেত্রে। বিভিন্ন ধরনের বিস্ময় প্রকাশে।

সমার্থবোধক:

কি কইছইন!, ঞঁ! (এ্যাঁ বা এহ! শব্দের ধ্বণাত্মক ভিন্নরূপে প্রকাশ) ইত্যাদি।



১৩. ভাঁজ খুইল্যা গেছে/ থলের বেড়াল বেরিয়েছে

অর্থবোধ:

গোপন কথা, পরিচয় বা লুক্কায়িত উদ্দেশ্য ফাঁস হয়ে গেছে অর্থে।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

বিতর্কমূলক পোস্ট, রাজনৈতিক পোস্ট ইত্যাদি

সমার্থবোধক:

কট (Caught) খাওয়া, হাড়ি ভাঙা, হাড়ি উল্টে যাওয়া ইত্যাদি



১৪. সিন্ডিকেট

অর্থবোধ:

(ক) দলীয় ব্লগিং অর্থে, যেখানে একই অথবা একাধিক নিক নিয়ে একাধিক ব্লগারের সমন্বিত ব্লগিং করেন।

(খ) দলাদলী অর্থে।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

এই শব্দটি এখন খুব বেশি ব্যবহৃত হয় না।

ঐতিহাসিক পয়েন্ট:

দ্য এ টীম নামক একদল ব্লগার একসময় খুব বিখ্যাত বা বিতর্কিত হয়েছিলেন। পরে তারা অন্যত্র ব্লগিং সাইট সৃষ্টি করেন।



১৫. ছাইয়া

অর্থবোধ:

(ক) পুরুষ ব্লগার কর্তৃক পরিচালিত ফেক মহিলা নিক অর্থে (উর্দূ সাঈয়া থেকে)

(খ) হালকা চালের মানসিকতা বা অগভীর অনুভূতি অর্থে।

(গ) উক্ত ভাবে বলা বা চলা অর্থে। যেমন, পুরাই ছাইয়া অবস্থা।

(ঘ) ছেয়ে গেছে বা ঢেকে গেছে এমন অবস্থা অর্থে।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

প্রেমবিষয়ক গল্প, কবিতা বা প্রবন্ধে।

সমার্থবোধক:

সাইয়া, সাইয়্যা, লুল ইত্যাদি।

(শব্দার্থসন্ধান: ১৫, পুত্তুম পিলাচ - রাহি )



১৬. পৈতা টেস্ট

অর্থবোধ:

অপমান জনক অর্থে হিন্দু বা ভারতীয় কিনা তা নির্ণয়ের পরীক্ষা।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

রাজনৈতিক, ধর্মীয়(ক্ষেত্রবিশেষে) পোস্ট/মন্তব্যে

সমার্থবোধক:

কেপি টেস্ট (কাঠালপাতা টেস্ট বা মুখের সামনে কাঠালপাতা ঝুলিয়ে ছাগু কিনা তার পরীক্ষা; শুধু কেপি = খান*** পোলা(অপমানজনক) অর্থেও ব্যবহৃত হয়) ইত্যাদি

(শব্দসন্ধান: ১৩(কট), ১৪, ১৫,১৬(+কেপি) - ট্রোজান হর্স ; কেপি টেস্ট - গোলাম দস্তগীর লিসানি )



১৭. মডু

অর্থবোধ:

মডারেটর এর শব্দসংক্ষেপ।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

সেফ হয়েছি, কেন সেফ হচ্ছিনা, জেনারেল হয়েছি, স্টিকি হোক ধরনের মন্তব্য/পোস্ট এর সাথে।

সমার্থবোধক:

মডারেট, মডুরাম ইত্যাদি



১৮. সুশীল

অর্থবোধ:

(ক) ভদ্র এবং ঝগড়া ও রাজনীতি বিমুখ, সুভাষী সামাজিক ব্যক্তি।

(খ) অপমানজনক অর্থে, কাপুরুষ।

(গ) অপমানজনক অর্থে, সুবিধাবাদি।

(ঘ) ভাল ভাল কথা বলে কিন্তু কাজের বেলায় ফাঁকি অর্থে।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

এটি বাঁধভাঙার আওয়াজ বা অন্যান্য ব্লগের অন্যতম বহুল ব্যবহৃত রাজনৈতিক শব্দ।

সমার্থবোধক:

চুচিল, চুচীল ইত্যাদি



১৯. হাম্বালীগ

অর্থবোধ:

অপমানজনক অর্থে বিশেষ রাজনৈতিক দল।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

রাজনৈতিক, দেশপ্রেম মূলক পোস্টে

সমার্থবোধক:

কুত্তালীগ, বাল(BAL) (অপমানজনক) ইত্যাদি



২০. মুঞ্চায়

অর্থবোধ:

'মন চায়' এর খাঁটি বাংলা সন্ধি বা তার অপভ্রংশ।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

কবিতা, প্রেমের গল্প ইত্যাদি



২১. টেকি/টেকী

অর্থবোধ:

(ক) টেকনোলজি সম্পর্কিত

(খ) এমন ব্লগার যিনি ভাল কম্পিউটার বা প্রযুক্তি জানেন

(গ) ঐ বিষয়ক পোস্ট

বেশি ব্যবহৃত হয় যেখানে:

টেকনোলজি বিষয়ক পোস্ট/ সাহায্য চাই পোস্টে



২২. মাল্টিনিক

অর্থবোধ:

একই ব্লগারের একাধিক নিক থাকলে তাকে এই শব্দ দ্বারা নির্দেশ বা হেয় করা হয়।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

বিভিন্ন পোস্ট

(শব্দসন্ধান: সবুজ ভীমরুল )



২৩. হিজু

অর্থবোধ:

ব্যাঙ্গার্থে হিজবুত তাহরীর বা তার সমর্থক।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

রাজনৈতিক, ধর্মবিষয়ক(স্থানবিশেষে) পোস্টে

সমার্থবোধক:

হিজুতি, হিতা(হিজবুত তাহরীর), হিজুচুতিয়া(অপমানজনক)



২৪. পোড়া গন্ধ

অর্থবোধ:

(ক) অপ্রিয় সত্যের মুখোমুখি হয়ে উত্তেজিত কথাবার্তা অর্থে, ল্যাঞ্জা (পূর্বে দ্রষ্টব্য) পোড়া গন্ধ বেরোচ্ছে এই চিত্রকল্প বোঝাতে।

(খ) বিদ্রুপার্থে উক্ত।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

রাজনৈতিক, আস্তিক নাস্তিক বিতর্ক, ধর্মবিষয়ক(স্থানবিশেষে) পোস্টে

সমার্থবোধক:

জ্বলুনি, জ্বালাপোড়া, ছ্যাক খাওয়া ইত্যাদি



২৫. পাকিজা

অর্থবোধ:

(ক)পাকিস্তান জাত অর্থে।

(খ) অপমানজনক অর্থে, যুদ্ধশিশু।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

রাজনৈতিক পোস্টে

সমার্থবোধক:

পাদা দ্রষ্টব্য।



২৬. গেলমান

অর্থবোধ:

(ক) জান্নাতের শিশু(পুং) খেদমতকারী অর্থে।

(খ) সমকামী(পুং) সঙ্গী অর্থে।

(গ) অপমানজনক প্রয়োগ উক্ত।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

আস্তিক-নাস্তিকতা বিষয়ক ব্লগে, ধর্মসম্পর্কিত(বিশেষক্ষেত্রে) পোস্টে

সমার্থবোধক:

গে, হোগামারা(অপমানজনক)

(শব্দসন্ধান: ২৬, ২৪, ২৩, ১৭, ১৫, ৫ - প্রবাদ ১,২ - সতর্কীকরণ - ভাম_বেড়াল )



২৭. কাঁঠালপাতা

অর্থবোধ:

ছাগলে প্রিয় খাদ্য অর্থে ছাগুর যেসব জিনিস অতি প্রিয়। (ছাগু দ্রষ্টব্য)

বেশি ব্যবহৃত হয় যেখানে:

ছাগু দ্রষ্টব্য

সমার্থবোধক:

ছাগু দ্রষ্টব্য

(শব্দসন্ধান: মাইনাস এইটিন_পন্ডিত )



২৮. কোবতে

অর্থবোধ:

(ক) ব্যাঙ্গার্থে কবিতা

(খ) ধন্বাত্মক বা সুরকেন্দ্রিক বিকৃতি সহকারে সংগীতের ব্যাঙ্গরূপ। উদাহরণ

বেশি ব্যবহৃত হয় যেখানে:

খুব বেশি ব্যবহৃত হয় না। কবিতা, পদ্য, প‌্যারোডি পোস্ট ইত্যাদি।

সমার্থবোধক:

কুবিতা, কভিথা, খবিতা ইত্যাদি।

(শব্দ ও শব্দার্থসন্ধান: রাহি )



২৯. পুত্তুম পিলাচ (/পুত্তম পেলাচ)

অর্থবোধ:

প্রথম প্লাস। অর্থাৎ পোস্টে প্রথম পোস্টটির 'ভাল লাগলো' বাটন ক্লিক করা হয়েছে।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

জনপ্রিয় ব্লগারদের গুরুত্বপূর্ণ বা অভিনব পোস্টে।

সমার্থবোধক:

প্লাসাইলাম, তাঁরাইলাম, বিপ্লব(প্লাস দিলাম অর্থে ক্রিয়াপদে প্রয়োগ) ইত্যাদি।

ঐতিহাসিক পয়েন্ট:

বাঁধভাঙার আওয়াজ ব্লগে একসময় পোস্টে প্লাস মাইনাস দেয়ার রীতি ছিলো।

কালক্রমে সেটা উঠে গেছে। মাইনাস দেয়া বলতে এখন বোঝায় 'পোস্টটি আপত্তিকর' মত দেয়া।



৩০. হেল্পান/হেল্পানো

অর্থবোধ:

হেল্প করুন, হেল্প করা।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

টেকিপোস্ট বা সাহায্য চেয়ে পোস্টে।

একই ধরনের:

ফটোশপানো, ফটোশপায়িত, ড্রুপালায়িত(ড্রুপাল নামক কনটেন্ট ম্যনেজমেন্ট সিস্টেম দিয়ে তৈরী)



৩১. বলগ

অর্থবোধ:

'ব্লগ' এর বর্ণক্রমিক বিস্তৃত উচ্চারণ। 'বলো গো' এর সাথে মিল আছে।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

সাধারণত ব্যাঙ্গার্থ ব্লগ বোঝাতে বিভিন্ন পোস্টে।

সমার্থবোধক:

ব্লগ, বলগা ইত্যাদি।

(শব্দসন্ধান: ৩০, ৩১ পাতালপুরের জাহাজ চালক )



৩২. পেক পেক পেক

অর্থবোধ:

হাঁসে ডাক, ব্যাঙ্গার্থে বক্তব্য সার শূন্য বা ভিত্তিহীন বা প‌ৌনপুনিক।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

বিতর্কমূলক পোস্টে

সমার্থবোধক:

তালগাছ(১) দ্রষ্টব্য

(শব্দসন্ধান: প িথক )



৩৩. ডান্ডামেন্টালিস্ট

অর্থবোধ:

ফান্ডামেন্টালিস্ট এর অপভ্রংশ। যারা ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী এবং বিপরীত/ভিন্নমতালম্বীদের উপর নির্যাতনকামী তাদের জন্য ব্যাঙ্গার্থে উক্ত।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

ছাগু সম্পর্কিত পোস্ট, নাস্তিকতা-আস্তিকতা বিষয়ক পোস্ট।

সমার্থবোধক:

ছাগু, মুলাবাদী, মুলোবাদী, তালগাছবাদী ইত্যাদি।



৩৪. পুরাণ পাপী/পুরাতন পাপী

অর্থবোধ:

(ক) এর আগে কোথাও অপকর্ম (ব্লগ সংক্রান্ত) করে ধরা পড়ে পরে আবার নতুন নিক নিয়ে ব্লগে পরিচয় ফাঁস হলে তাকে অপমানজনক বা ব্যঙ্গার্থে প্রদত্ত পরিচয়।

(খ) কোনও অপকর্ম যা আগে প্রচলিত ছিল তার সংঘটকদের বোঝাতে।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

সাইয়া/ছাইয়া ধরা বা বিতর্কিত পরিচয় উদ্ঘাটন সংক্রান্ত পোস্টে। ছাগু সংক্রান্ত পোস্টে।



৩৫. অভিনন্দনপার্ক

অর্থবোধ:

অভিনন্দন বা উদযাপন উপলক্ষে প্রযুক্ত ধন্যবাদ সূচক অর্থবোধক শব্দ। নন্দনপার্ক এবং অভিনন্দন এর যৌগিক শব্দরূপ।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

অভিনন্দন জানাতে, বিবাহ, জন্মদিন, ব্যক্তিগত সাফল্য বা অর্জন ইত্যাদিতে অভিবাদন জানাতে পোস্টে এবং মন্তব্যে।

(শব্দ এবং শব্দার্থসন্ধান: ৩৪, ৩৫ - দি ফ্লাইং ডাচম্যান )



৩৬. সিটিএন/পিটিএন/ডিজিএম

অর্থবোধ:

চো** টাইম নাই(অপমানজনক), পোছার টাইম নাই এবং দূরে গিয়া মর ইত্যাদি অপমানজনক/তুচ্ছার্থে।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

বিভিন্ন ধরণের পোস্টে, টেকী পোস্ট থেকে শুরু করে রাজনৈতিক, ধর্মীয় আলোচনা/বিতর্ক, নাস্তিক-আস্তিক বিতর্ক, মতামত প্রার্থনা ইত্যাদি পোস্টে দেখা যায়।



৩৭. অশ্লিষ

অর্থবোধ:

অশ্লিল শব্দের বর্ণ বিকৃতির মাধ্যমে অর্থবিবর্ধন। শব্দটিতে 'শীষ' এবং 'আশ্লেষ' এর ধ্বণ্যাত্মক সাজুয্য লক্ষ্য করা যায়।

বেশি ব্যবহৃত হয় যেখানে:

১৮+ ধরণের পোস্ট, বিশেষ ছবি ব্লগে ইত্যাদি

সমার্থবোধক:

ন্যাক্কার ইত্যাদ



৩৮. কাফি

অর্থবোধ:

যথেষ্ট, শেষ, সমাপ্ত, উদ্দেশ্য সাধিত ইত্যাদি অর্থে

বেশি ব্যবহৃত হয় যেখানে:

বিভিন্ন ধরণের পোস্টে, সাহিত্যালোচনামূলক পোস্টে



৩৯. মনু

অর্থবোধ:

ক. ব্যাঙ্গার্থে সম্বোধন, (কিতা কও মনু; মনু ব্যাডা মোরে চিনো?)

খ. মানুষ

গ. হিন্দুধর্মীয় দেবতা বিশেষ

বেশি ব্যবহৃত হয় যেখানে:

বিভিন্ন পোস্ট।





ব্লগীয় প্রবাদ প্রবচন

১. ল্যাঞ্জা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু হাইড - (ছাগু(৫) যতই সুশীল(১৮) ছদ্মবেশ ধারণ করুক না কেন, তার আচরণে পাকিপ্রেম প্রকাশ পাবেই।)

২. ধুতির গিট্টু ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু ফিক্স - (অনুরূপ, ভাদা(৭) দ্রষ্টব্য)

৩. ভিক্ষা চাইনা মা, তোর কুত্তা সামলা - (নিদারুণ বিপত্তিগ্রস্থ হয়ে মূল উদ্দেশ্য পরিত্যাগ, সাধারণত রাজনৈতিক পোস্টে ব্যবহৃত হয়)

৪. বুথে আয় বায়তুল - (আবেগের অসংলগ্ন অসংযত প্রকাশকে সংযত করতে বলার জন্য ব্যবহৃত) [এই প্রবচনের প্রকাশ এবং বানান ও অর্থ নিয়ে মতভেদ আছে, ১০১-১০৭ নং মন্তব্য দেখুন।]

৫. বাঁচাও কালা কুদ্দুস - (রক্ষা করো ইত্যাদি অর্থে)

৬. পপকর্ণ নিয়ে গ্যালারীতে বসা - (ব্লগীয় ঝগড়াঝাটি, কোন্দল ইত্যাদি উপভোগ করার জন্য কমেন্ট সেকশনে সতত পর্যবেক্ষণ)

মন্তব্য ১৩০ টি রেটিং +৩৭/-০

মন্তব্য (১৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৮

শাহনেওয়াজ লতিফ বলেছেন: কঠিন হইছে ভাই । ++++

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৯

কণাদ বলেছেন: ধন্যবাদ। নতুন কোনও শব্দ দেখলে মন্তব্যে দিয়ে যাবেন, জুড়ে দেবো।

২| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: খুবই ভালো পোস্ট ভাইয়া।

নতুন থাকতে আমিও একদিন রেগে গেলাম আরে আমাকে ধনেপাতা দেয় কেনো?

এর মানে কি ধনেপাতা দিয়ে কি করবো আমি?????


তোমার এ পোস্ট নতুনদের অনেক কাজে লাগবে।:)

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৪

কণাদ বলেছেন: ধনবাদ।

নতুন শব্দের কথা খেয়ালে রাখবেন। তেমন পেলেই মন্তব্যে দিয়ে যাবেন।

৩| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৬

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: নতুনদের কাজে আসবে।

৪| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৭

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: ছাগুচীফ, তিনকোণা #:-S

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৩

কণাদ বলেছেন: না এগুলো দেয়া যাবে না। এগুলো প্রপার নাউনের অপভ্রংশ (!) B:-)

অর্থাৎ ব্যক্তিগত আক্রমনসূচক।

৫| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪১

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: লুল :P :P

৬| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪২

ভজঘট বলেছেন: আপ্নেতো কিছুই জানেননা! ব্লগে সব চাইতে হিট শব্দের নাম "লুল" এবং সমার্থক "লুলশান শা কুকাম" :)। এই বিষয়ে অধিকতর জ্ঞানার্জনের জন্য জাতির নানার শরনাপন্ন হইবার জন্য বিনীত অনূরোধ রইল।

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৫

কণাদ বলেছেন: উক্কে, এটা ভুলে যাওয়া সত্যিই অপরাধ হয়েছে। তবে নানার তালগাছ সুচক পোস্ট পড়েই সম্যক গিয়ান লাভ করেছি বলার অপেক্ষা রাখেনা।

আপনাকে ধনে পাতা।

৭| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৬

ফারজুল আরেফিন বলেছেন: শাহনেওয়াজ লতিফ বলেছেন: কঠিন হইছে ভাই। +++++++++++++++++



:)

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৭

কণাদ বলেছেন: ধন্যবাদ!!

৮| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৯

ট্রোজানহর্স বলেছেন: ভজঘট ! :#) :#) :#) :#)

৯| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৪

লুৎফুল কাদের বলেছেন: একটা জিনিষ লক্ষ করেছি- জাতির নানা ও ভজা কিন্তু সব সময় সত্য কথা বলে নির্ভয়ে।

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৭

কণাদ বলেছেন: ইংগিত আছে নাকি এর মধ্যে কোনও ? B:-/

১০| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৯

ট্রোজানহর্স বলেছেন: কোবতে,সিন্ডিকেট,ছাইয়া,কট,কেপি টেস্ট,পৈতা টেস্ট-এগুলা বাদ গেলো কেন?

১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৮

কণাদ বলেছেন: 'কোবতে' সম্পর্কে আমার ধারণা পরিস্কার নয়। দ্রুত হেল্পান।

কেপি এর এলাবোরেশানটা জানা দরাকার, জানা থাকলে বলেন।

১১| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০০

লুৎফুল কাদের বলেছেন: বুঝলেননা- "হালকার উপ্রে এট্টুখানি ঝাপশা' লুল মামা বিশয়ক..........

১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২০

কণাদ বলেছেন: এবার বুইতে পারছি।

১২| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০০

মুক্তারবেষ্ট বলেছেন: লুলটা আমি মনে করেছিলাম পুরুষত্ব নিয়ে একটু সমস্যা আছে অর্থাৎ হিজরা টাইপের কেউ হবে । যাহোক নতুনদের আসলেই অনেক উপকার হইছে ।


অসংখ্য ধন্যবাদ আমাদের কথা ভাবার জন্য ......

১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১২

কণাদ বলেছেন: আপডেট হচ্ছে।

১৩| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৩

সারথী মন বলেছেন: লুলশান জানি কিডা? মনে পর্চে-ঐ যে সিন্ডিকেটের হোতা, আড্ডামারার তালে মাইয়া, ভইন পাতাইয়া সুযোগ্মত কুপ্রস্তাব দেয়।

১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৫

কণাদ বলেছেন: হ্যা, রেনেসাঁর ছবির সাথে যেমন ইউরোপে প্রাচীন যুগের ইতিহাস জুড়ে থাকে। ব্লগের শব্দের সাথেও তেমনি থাকে।

সব ইতিহাসই ভালো একথা বলা যাবে না।

১৪| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৪

ইকরাম উল্যাহ বলেছেন: অসাধারন পোস্ট! আসলেই কাজের!

১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১০

কণাদ বলেছেন: ধন্যবাদ। বেশ ঝক্কি যাচ্ছে। তারপরেও মজা পাচ্ছি কাজ করে।

১৫| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৫

সবুজ ভীমরুল বলেছেন: ++++

পোস্টে প্লাস।

আরেকখান লেইখা রাখেন। "মাল্টি"- ইনারা নিজের পোস্টে কিছু লিখে আবার অন্য নিকে ঢুকে ওখানেই গালি দেয়।

আবার একজনের বিরুদ্ধে কুৎসা রটনার জন্য ভিন্ন ভিন্ন নিকে কাওকে আক্রমন করে।...............

এই যেমন "ভজঘট" হচ্ছে "জাতির নানা"র মাল্টি। :-P :-P

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১০

কণাদ বলেছেন: জুড়ে দিয়েছি। মনে করিয়ে দেবার জন্য অশেষ ধন্যবাদ।

তবে একটা ব্যাপার, মাল্টি নিক হিসেবেই এই ধরনের ব্লগাররা বেশি পরিচিত।
তাছাড়া নিক শব্দটা থাকলে পুরো শব্দটা বিশেষ্য হয়, তাই শুধু মাল্টি না দিয়ে মাল্টি নিক দিলাম।

আশাকরছি যে, এতে আপনার আপত্তি নেই!

১৬| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪১

ফ্লাইওভার বলেছেন: "লুল" ও "লুলশান" শব্দ ভিন্ন এই পোস্ট মূল্যহীন।

১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০০

কণাদ বলেছেন: দিয়েছি।

১৭| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৫

আমি তানভীর বলেছেন: ছাইয়া মানে তো "পুরুষরুপী মাইয়া" বা "যে পুরুষ মেয়ে আইডি চালায়" সেটা বুঝতাম :|

১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৯

কণাদ বলেছেন: :-B

১৮| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




=p~ =p~ =p~ =p~ =p~

১৯| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল কিছু জানলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৬

কণাদ বলেছেন: শুভেচ্ছা গ্রহন করলাম।

কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

২০| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৩

ভাম_বেড়াল বলেছেন: লুল ঠিকাছে, তবে লুলশান শব্দটা বাদ দিতে পারেন। কারণ ওটা সিনিয়ার ব্লগার জিশান শা ইকরামের নামের বিকৃত রূপ, যা এককালে সিন্ডিকেট বিরোধী হিসাবে ব্যবহৃত হলেও পরবর্তীতে স্রেফ ওনাকে অপমান করতেই ব্যবহৃত হতে থাকে। আমার মনে হয়েছে উনি একজন ভালো মানুষ।

আর ছাইয়া হল পুরুষ ব্লগার কর্তৃক পরিচালিত ফেক মহিলা নিক। সমার্থক শব্দ: সাইয়্যা / সাইয়া।

"হিজু" থাকা উচিত ছিল। বর্তমানে কিছু বৃদ্ধ ছাগু ছাড়া নতুন ব্লগীয় সমাজবিরোধীরা বেশীরভাগই হিজু ট্রেন্ডের।

"ছাগু" -র সমার্থক শব্দ "লাদি", "ম্যাৎকার", "ল্যাঞ্জা"

"ভাদা" -র আরও সমার্থক শব্দ হল "শিবসেনা", "ধুতি", "বাল ঠাকরের পুত", "মালু", "গোমূত্র" ইত্যাদি। "ভাকুর" শব্দটা লুপ্ত হয়ে গেছে।

"পোড়া গন্ধ": মুখের উপর কোন অপ্রিয় সত্য কথা বলে দেওয়ার জন্য কেউ ভয়ানক ক্ষিপ্ত হয়ে গালাগালি শুরু করলে বলা হয় "পোড়া গন্ধ বেরোচ্ছে" , ধরে নেওয়া হয় অপ্রিয় সত্য কথাটি ঐ ব্যাক্তির পুচ্ছদেশে আগুন ধরিয়ে দিয়েছে বলে এই পোড়া গন্ধ পাওয়া যায়।

"মডু" এর একটি সমার্থক শব্দ হল "মডুরাম" (বিদ্রূপাত্মক অর্থে)

ব্লগীয় প্রবাদ:

ল্যাঞ্জা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু হাইড
অর্থাৎ ছাগু যতই সুশীল ছদ্মবেশ ধারণ করুক না কেন, তার আচরণে পাকিপ্রেম প্রকাশ পাবেই।

ধুতির গিট্টু ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু ফিক্স
আগের মত ব্যাখ্যা, "ছাগু"র জায়গায় "ভাদা", "পাকিপ্রেম" এর জায়গায় "ভারতপ্রেম" বসিয়ে নিতে হবে।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫৬

কণাদ বলেছেন: এ পর্যন্ত সবচেয়ে তথ্যবহুল এবং একটি অতি কার্যকর মন্তব্য।

শান্তিতে থাকতে দিবেন না মিয়া :-B

২১| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: ছাগুচীফ, তিনকোণা বিশেষ ব্যাক্তির বিষেষণ যদিও, তারপরও ব্লগীয় পরিভাষায় এদের অন্তর্ভুক্তি জরুরী। কারণ শব্দদুটো ব্লগীয় ইতিহাসের সাথে যুক্ত।

"কাঁঠালপাতা"ও যুক্ত হতে পারে।

এছাড়া আরো কিছু ব্লগীয় ফ্রেইজ এড করা যেতে পারে- যেমনঃ একটা ইমন জুবায়েরীয় পোষ্ট! খুব ভালো গবেষণামূলক পোষ্ট অর্থে এটা এড করা যেতে পারে।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫৯

কণাদ বলেছেন: কাঁঠালপাতা লাগিয়ে দিলাম, ধন্যবাদ।

কারও নাম এখনও ব্যবহার করতে চাচ্ছি না, তাহলে কেউ থাকবেন কেউ বাদ পড়বেন (শব্দের সংগ্রহটা যথাসম্ভব নির্বিরোধ থাকুক তা-ই চাই, ব্যক্তিস্বত্তার দিকে না যাক।)

২২| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

ভাম_বেড়াল বলেছেন: ছাগুর আরও একটা সমার্থক শব্দ "গেলমান" :#)

২৩| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫০

রাহি বলেছেন: ছাইয়া হয় নাই। ছাইয়া হইল পোলা হইয়া যারা মাইয়া আইডি ইউজ করে তাগো বুঝাইতে।

ইয়র্কার এর এই এই পোষ্ট পড়লে ছাগু, কেপি দুইটার নামকরণের ইতিহাস পাইয়া যাইবেন।

আরো বাদ গেছে। পুত্তুম পিলাচ। ঝাঝা। কোবতে।

পোষ্ট সুন্দর হইছে পিলাচ।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫২

কণাদ বলেছেন: ঝাঝা আছে। চখামের সমার্থক দেখুন।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:০৩

কণাদ বলেছেন: 'কোবতে' সম্পর্কে দু'লাইন টাইপ করে যান। এটা সম্পর্কে আমার ধারণা দূরাগত।

২৪| ১২ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

ভাম_বেড়াল বলেছেন: প্রিয়তে নিলাম। B-))

উল্লেখ কইরা দেন যে ভাদা এবং তার সবকটা সমার্থক শব্দ মূলত ছাগুরা ব্যবহার করে এবং এগুলো ব্যবহার করা মানেই ছাগু বা হিজু ট্যাগ খেয়ে চিরতরে ব্লগিং লাইফ পলিউটেড হয়ে যাওয়ার সম্ভাবনা। নতুন ব্লগাররা যাতে হঠাৎ জোশে পড়ে মালু, পৈতা টেস্ট ইত্যাদি শব্দ ব্যবহার শুরু না করে দেয় তার জন্য ঐইটা উল্লেখ করা দরকার।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:০০

কণাদ বলেছেন: মোটামুটি হয়েছে, এবার একটু চেক করেন।

২৫| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১৩

রাহি বলেছেন: ভাম_বেড়াল এর ৩৪ নাম্বার কমেন্টের সাথে একমত।

২৬| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১২

ভাম_বেড়াল বলেছেন: ভালা হইছে :D

১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১৬

কণাদ বলেছেন: ধন্য হলুম!

২৭| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১৬

~মাইনাচ~ বলেছেন: বিরাট কাজের পোষ্ট,


তাই শতটা মাইনাচ :D

১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১৮

কণাদ বলেছেন: ১০০টা মাইনাস, ওকে। :-B

২৮| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৪২

রাহি বলেছেন: কোবতে হচ্ছে কবিতার অপভ্রংশ। সামুর সবথেকে পপুলার কোবতের অন্যতম হচ্ছে নোবেলজয়ীর ডেথমেটাল কোবতে আর কল্লোল ভাইর ছাগমেটাল সিরিজ। কোবতে শব্দটা কার মাথা থেকে বের হয়েছে জানিনা। তবে এই দুইজন থেকে একজন হওয়ার কথা।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১২

কণাদ বলেছেন: ধন্যবাদ।

শুণ্যতা পূরণ করলেন। :-B ইউ আর অছাম!

২৯| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩০

বেঈমান আমি বলেছেন: পুত্তম পেলাচ গেলো কই? :P

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৭

কণাদ বলেছেন: মুইছা গেছে। ;)

দিতাছি লাগাইয়া।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৯

কণাদ বলেছেন: এবার দেখেন, হইচ্চে?

৩০| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০৬

পড়শী বলেছেন: 'অচাম শালা'----মানে কি?

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১৯

কণাদ বলেছেন: Awesomesala = Awesome(en)+শালা(বাং)
অর্থাৎ কথ্যরীতির, শালা অসাম (একটা চীজ)... ইত্যাদি।

অথবা সুকুমার রায় স্টাইলে (হাতিমি, হাসজারু ইত্যাদি)
অসামশালা = অসাম(ইং)+মশালা(হিন্দি)

দুই রকম অর্থ হতে পারে। তবে শব্দটা মনে হয় ভারতীর বাংলা কোনও একটা চ্যানেল থেকে এসেছে এবং এখনও ব্লগিং কমিউনিটি তেমন অ্যাডপ্ট করেনি। তাই শব্দটি মূল তালিকায় দেই নি।

৩১| ১৩ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৩১

ফারজুল আরেফিন বলেছেন: কোবতে সম্পর্কে বলতে হয় - কোবতে প্রতিদিন খাইতে খাইতে ইহা পোলাও এর মর্যাদা থেকে ভাতের পর্যায়ে নেমে এসেছে। তিন বেলা কোবতে খাওয়া খুবই কষ্টকর। ঠিক করছি এখন থেকে শুধু রুটি খামু। B-)

ব্লগে খালি কোবতে আর কোবতে, সাথে কিছু বিনোদন ও কামড়াকামড়ি। :P

১৩ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৫

কণাদ বলেছেন: কোবতে খাওয়া ছেড়ে দিচ্ছেন ? চলবেন কী করে...

বাঙালীর কী রুটি খেলে চলে ?

৩২| ১৩ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২১

রাহি বলেছেন: ;) ;) ;)

৩৩| ১৩ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩২

সত্য কথায় যত দোষ ! বলেছেন: মারাত্মক ভাল হইছে।

১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২০

কণাদ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ !

৩৪| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১২

ফারজুল আরেফিন বলেছেন: না ছেড়ে তো উপায় নাই, কোবতে তো প্রতিদিন খাওয়ার মত জীনিস না। মাঝে মধ্যে খেলে ভাল লাগে। :)

১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২১

কণাদ বলেছেন: 8-|

৩৫| ০২ রা মে, ২০১২ রাত ৮:০১

একজন ঘূণপোকা বলেছেন: চ্রম হইচে ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৫০

কণাদ বলেছেন: ধইন্যা :)

৩৬| ০২ রা মে, ২০১২ রাত ৮:১৩

আরজু পনি বলেছেন:

হা হা চে থে প গে = হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলাম।

কামসুত্র = এই শব্দটি শুধুই পুরুষবাচক শব্দ, নারীরা মায়ের জাতি কাজেই তাহারা এই শব্দ মুখে আনিলে পাপ হইবেক।



(SS=screen Shot) ;)

০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৫১

কণাদ বলেছেন: ওকে। জুড়ে দিচ্ছি শব্দগুলো।

৩৭| ০২ রা মে, ২০১২ রাত ৮:১৪

পটল বলেছেন: ++

০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৫২

কণাদ বলেছেন: ধন্যবাদ, আপনাকেও +

৩৮| ০২ রা মে, ২০১২ রাত ৮:৪৫

তাশা বলেছেন: ঝাঝা মানে কি???

০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৫৩

কণাদ বলেছেন: প্রখর।

৩৯| ০২ রা মে, ২০১২ রাত ১০:৩৬

পাতালপুরের জাহাজ চালক বলেছেন: জাঝা, হাহামগে, হাহাচেথেপগে, অভিনন্দনপার্ক, পুপা, হেল্পানো, বলগ আরো কিছু ছিলো মনে পড়ছে না!

০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৫৭

কণাদ বলেছেন: জাঝা=ঝাঝা আছে।
হাহামগে, হাহাচেথেপগে জুড়ে দিচ্ছি।

অভিনন্দনপার্ক এবং পুপা - শব্দগুলোর সাথে পরিচয় এই মাত্র হলো। শব্দার্থ বুৎপত্তি ইত্যাদি জানান।

অন্যগুলো জুড়ে দিলাম।

৪০| ০৩ রা মে, ২০১২ রাত ১:৩৯

প িথক বলেছেন: আরো আছে পেক পেক পেক।

০৩ রা মে, ২০১২ বিকাল ৫:২০

কণাদ বলেছেন: দিয়েছি।

৪১| ০৩ রা মে, ২০১২ রাত ১:৪৪

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++

০৩ রা মে, ২০১২ বিকাল ৫:১৪

কণাদ বলেছেন: ধন্যবাদ।

৪২| ০৩ রা মে, ২০১২ বিকাল ৫:৪৫

ডিউরডান্ট ডি শিমুল বলেছেন:

'ওস্থির' হইছে.....

০৩ রা মে, ২০১২ রাত ১১:৪১

কণাদ বলেছেন: ধইন্যাপাতা... !!

৪৩| ০৩ রা মে, ২০১২ রাত ৯:৪৩

সাজিদ ঢাকা বলেছেন: " ছাগু বান্ধব " কই :D :D :D :D

০৩ রা মে, ২০১২ রাত ১১:৪১

কণাদ বলেছেন: ছাগু সম্পর্কিত বিস্তারিত আলোচনা আছে, তাই ধরে নিচ্ছি আর আলাদা করে ছাগু বান্ধব বিষয়ক কথা বার্তা না বললেও চলবে।

৪৪| ০৩ রা মে, ২০১২ রাত ১১:৫০

নামহীন আমি বলেছেন: ছাগু ফাইটার আর মামা ভাগ্নে কই?

০৩ রা মে, ২০১২ রাত ১১:৫৭

কণাদ বলেছেন: এ দুটো মনে হয় কারও নিক। তাই নয় কি?

ছাগু ফাইটার কে শব্দ হিসেবে নিলেও বিশেষ আলোচনার দরকার পড়বে বলে মনে হয় না, মন্তব্য ৪৩ দ্রষ্টব্য।

৪৫| ০৪ ঠা মে, ২০১২ রাত ১০:৫১

প িথক বলেছেন: আগে নতুন ব্লগারদের ব্যাঙ্গার্থে বলা হত নতুন বউ।

০৫ ই মে, ২০১২ সকাল ৮:০৮

কণাদ বলেছেন: এটা জানতাম না। ধন্যবাদ। B-)

৪৬| ১১ ই মে, ২০১২ রাত ১:১২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পুপাঃ পুরান পাপী, পুরাতন পাপী। পুরোনো ব্লগার কিন্তু নতুন আইডি নিয়ে ব্লগিং করে ধরা খেলে।

অভিনন্দনপার্কঃ নন্দন পার্ক আর অভিনন্দন যোগে তৈরী যৌগিক শব্দ। বর্ষপূর্তি পোস্ট, ১০০ তম পোস্ট বা কারো কোন খুশির সংবাদে শুভেচ্ছা জানাতে।

১১ ই মে, ২০১২ রাত ১:৪১

কণাদ বলেছেন: সময় পেলেই জুড়ে দেবো, অসংখ্য ধন্যবাদ জানাই!

৪৭| ১১ ই মে, ২০১২ রাত ১:১৭

রবিন মিলফোর্ড বলেছেন: ++++++++++++


দারুন হৈছে ।

১১ ই মে, ২০১২ রাত ১:৪২

কণাদ বলেছেন: আপনাকেও প্লাস দিলাম। B-)

৪৮| ১১ ই মে, ২০১২ রাত ২:০০

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আমার জন্মদিনের দিন পোস্ট দিছিলেন তাই দেখা হয় নাই B-) পোস্ট পিলাসিত করলাম

১১ ই মে, ২০১২ রাত ৩:২৬

কণাদ বলেছেন: শুভ জন্মদিন!

অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ!

৪৯| ১১ ই মে, ২০১২ রাত ২:০২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। কষ্ট করে পরিভাষা সংকলন করতে কজন নামে? :)

৫০| ১১ ই মে, ২০১২ রাত ২:০৭

অতন্দ্র তওসিফ বলেছেন: এইটা একটু বড় হয়ে যায়, তবে চিন্তা করে দেখতে পারেন যে যোগ করবেন কি-না,

"অসাধারণ লেখা! কী অপূর্ব ভাষাশৈলী, কী চমৎকার অলংকারের কারুকাজ! পড়তে পড়তে চোখে পানি চলে আসলো। রবীন্দ্র-পরবর্তী যুগে এমন ভালো লেখা আর পড়িনি। একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। জনগুরুত্বপূর্ণ এ পোস্টটি স্টিকি করার তীব্র দাবী জানাচ্ছি।"

এটা মূলত কারো পোস্ট অত্যন্ত ফালতু বলে মনে হলে তখন ব্যঙ্গার্থে করা হয়। সাধারণভাবে পোস্টের কনটেন্ট দেখে যে কারো বোঝার কথা। তবে নতুন ব্লগাররা অনেকসময় বিভ্রান্তিতে পড়তে পারেন।

একেকজন কথাগুলো একটু এদিক-ওদিক করে লেখেন, তবে মূল বক্তব্য মোটামুটি এটাই থাকে।

১১ ই মে, ২০১২ রাত ৩:৩৭

কণাদ বলেছেন: হ্যাঁ, একই ভাবের ভাষার প্রয়োগে এদিক-ওদিক করার বিষয়ে আপনি ঠিকই বলেছেন।

আমিও চেষ্টা করি মোটামুটি নতুন কেতার ভাষা ব্যবহারের দিকে খেয়াল করে দেখতে। আপনি যে বাক্যগুলো উল্লেখ করেছেন সেগুলো বেশ সৃজনশীল কিন্তু ঠিক ঐ কাতারে পড়েনা। প্রসংশাচ্ছলে ব্যঙ্গ করার এই ধরণের ভাষার ব্যবহার বেশ পুরোনোই। ব্লগেও নতুন নয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় নিয়ে লম্বা পোস্টটি পরখ করে দেখার জন্যে!

৫১| ১১ ই মে, ২০১২ রাত ১০:২৭

দা লর্ড বলেছেন: ++++

পোস্টে প্লাস।

১১ ই মে, ২০১২ রাত ১১:৩৪

কণাদ বলেছেন: ধন্যবাদ!

৫২| ০৭ ই জুন, ২০১২ বিকাল ৫:২৮

নোমান নমি বলেছেন: এই পুষ্ট ক্যামনে মিস করলাম?

+++++++++++ এবং প্রিয়তে।

০৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৩০

কণাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

তাছাড়া অর্বাচীনের পোস্ট ভ্রমনের জন্যে আপনাকেও + !

৫৩| ০৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩০

রুমি আলম বলেছেন: আমার মতো নতুন ব্লগারদের জন্য অবশ্য পাঠ্য।

ধন্যবাদ।

০৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

কণাদ বলেছেন: হ্যাপি টু হেল্প!

আপনাকেও ধন্যবাদ।

৫৪| ০৭ ই জুন, ২০১২ রাত ৯:০৮

আপেল বেচুম বলেছেন: বুথে আয় বায়তুল - ভুল হয়েছে ভাই। হবে - ভুখে আয় বাভুল।

০৭ ই জুন, ২০১২ রাত ১১:৫০

কণাদ বলেছেন: আমি 'বুথে আয় বায়তুল' এর ব্যবহার দেখেছি।

'ভুখে আয় বাভুল' ব্যবহার হয়েছে এরকম একটা পোস্টের সন্ধান যদি দিতে পারেন, তাহলেই আমি প্রবচনটা জুড়ে/সংশোধন করে দেবো।

৫৫| ০৮ ই জুন, ২০১২ দুপুর ১:১৮

আপেল বেচুম বলেছেন: এখন উদাহরণ কই পাব ভাই? তবে আপনি যেটা দেখেছেন সেটা যে ভুল তাতে আমার কোন সন্দেহ নেই। আমি সবসময় 'ভুখে আয় বাভুল' এর ব্যবহারই দেখেছি। যাই হোক, খুঁজে পেলে জানাব।

০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৪৮

কণাদ বলেছেন: অবশ্যই!

৫৬| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:২৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: পোস্ট এ প্লাস

দারুণ হয়েছে । খুব ভাল কাজ

০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৪৯

কণাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৫৭| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:২৯

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপেল বেচুম বলেছেন: বুথে আয় বায়তুল - ভুল হয়েছে ভাই। হবে - ভুখে আয় বাভুল।
একদম ঠিক বলেছেন ।
বুথে
বুথে আয় বায়তুল না , বুখে আয় ভাবুল হবে ।

এর মানে বুকে আয় ভাই । বুকে জড়িয়ে নেওয়া নেওয়া আর কি

০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৫০

কণাদ বলেছেন: আমি এই রকম বানানের ব্যবহার এখনও দেখিনি। আপনি আমাকে হেল্প করতে পারলে ভালো হয়।

৫৮| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৩:৩৫

আপেল বেচুম বলেছেন: হুজুরে কেবলা সাঈদী যার বিরুদ্ধে সাক্ষী দিতে গেলে খোদার গযব নাজিল হয় !!!

এই পোস্টের ১৩ নাম্বার কমেন্টের উত্তর দেখেন।

৫৯| ১৬ ই জুন, ২০১২ সকাল ১১:১৭

কণাদ বলেছেন: লিংকটা দেখলাম, ধন্যবাদ আপনাকে!

৬০| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ২:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ওয়াচে থাকা অবস্থায় প্রিয়তে নিয়েছিলাম।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৪

কণাদ বলেছেন: ধন্যবাদ, 'অপার্থিব' স্বর্ণাপু!

৬১| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৭

অবাধ্য সৈনিক বলেছেন: /:)

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:২১

কণাদ বলেছেন: কী হলো?

৬২| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কেপি টেস্ট মানে কাঁঠালপাতা টেস্ট।

পাতা দিয়ে দেখা যে খায় নাকি।

খেলে ছাগু।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩২

কণাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সংশোধনী আনছি।

৬৩| ২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫২

জেরী বলেছেন: আপনি পুপা নাকি ভাই /:)

তবে অবর্জাভেশন ভালো হইছে

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১০

কণাদ বলেছেন: না, আমি পুপা ভাই নই! :)

থ্যাংকস!

৬৪| ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ২:০৫

গাজুরিয়া মাইর বলেছেন: আমার নতুন আবিষ্কার শিবিরের কামলা লুঙ্গি, কাছা সামলা:) :)

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১১

কণাদ বলেছেন: অভূতপূর্ব। অর্থের দিকেও একটু দিকনির্দেশ করতে পারতেন।

৬৫| ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ২:১০

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ভালোই !! ++

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১২

কণাদ বলেছেন: ধন্যবাদ!

৬৬| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

ডানাহীন বলেছেন: ++ অনেক কিছু জানলাম । উত্তম জাঝা !

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১২

কণাদ বলেছেন: জাঝা আপনাকেও!

৬৭| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১৯

নসিমনের যাত্রী বলেছেন: শিক্ষনীয় পোস্ট,প্রিয়তে লইলাম +++++++

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪৩

কণাদ বলেছেন: ধন্যবাদ, নসিমনের যাত্রী!! দুর্দান্ত নিক আপনার।

৬৮| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:২২

অন্তহীন বালক বলেছেন: সেইরাম হইচে!! :D :D

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

কণাদ বলেছেন: অনেক ধইন্যাপাতা লন!

৬৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জ্ঞানার্জন করিলাম।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

কণাদ বলেছেন: আমার পরিশ্রম সার্থক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.