![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলো মেলো মেঘ
মাতাল হাওয়া
আজ মেঘের দেশে
ডুবে যাওয়া।
মেঘের কণা বালুচরে
কাশফুল তুলো হাওয়ায় ওড়ে
এক অজানা দেশ
খুঁজে পাওয়া।
মনের দুয়ার খুলে রেখে
ভালবাসা এঁকে এঁকে
এই মনের ভেতর
বৃষ্টি ছোঁয়া।
গান
কাজী যুবাইর
©somewhere in net ltd.