![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ সরল, সত্য স্বীকারোক্তিতে বিশ্বাসী। বর্তমানে আনন্দ খুঁজে নিয়ে সামনের দিনে এগিয়ে যাই।
বাসে কিছু মানুষ উঠে , যাদের আচরণ দেখলে মনে হয়
এটা পাবলিক বাস না ,হয় তাদের বাবার কেনা গাড়ি নয়তো তাদের ড্রয়িং রুম ।
কেউ কেউ তো বেড রুমও মনে করেন।
এটা ঘটে বেশির ভাগ মেয়েদের ক্ষেত্রে ।
সেইরাম ভাবে সাজুগুজু করে পায়ের উপর পা দিয়ে বসে থাকেন , হাতে দামি মোবাইল , কানে হেডফোন , চোখে সানগ্লাস , যেন ৩টা সিটই তার নিজের ।একটা মানুষ উঠে যে দাঁড়িয়ে আছে তার সাইড দেবার আশায় সে বসতে পারছে না তাতে তার কোন ভ্রুক্ষেপ ই নেই।
কেউ কেউ এমন করেন যে , ২জন বসে আছি আরেকজন বসবে সে জন্য একটু চেপে যাবে তা না ,
মূর্তির মত সোজা হয়ে বসেই থাকে , যেন অন্য মানুষটি বসতে পারলো কি পারলো না তাতে তার কিছুই যায় আসেনা।
আবার কেউ কেউ এমন ভাবেই বসেন যে , ৩জনের সিটে ২জন বসে আছি কিন্তু তার পরেও তার আরো জায়গা লাগছে এবং ছড়িয়ে বসার জন্য সে ধাক্কাতে ধাক্কাতে সিট থেকে তুলে দেয়ার অবস্থা। যেন তার ড্র্যইং রুম এটা আরাম করে ছড়িয়ে না বসলেই না।
এমন অবস্থায় মাঝে মাঝে ইচ্ছে করে বলি , "আপু পুরোটা সিট আপনাকে রেজিস্ট্রি করে দেই???"
আবার কিছু কিছু পুরুষ আছেন , তার পাশের সিটটা খালি হয়তো কোন পুরুষ বা মহিলা দাঁড়িয়ে আছেন কিন্তু সে এমন ভাবেই বসে আছেন , কেউ যে তার পাশে বসবে সেই সুযোগটা নেই ।
এসব ক্ষেত্রে যতক্ষণ না মুখে কিছু বলা হয় ততক্ষণ কাজ হয় না।
আর এমন সব বেকুবের মত কাজ গুলো করেই বেশির ভাগ উচ্চঘরের এবং নতুন টাকা হয়েছে এখন প্রাইভেট ভার্সিটিতে পরে এমন সব মেয়েরা। এবং অফিসগামি কিছু আংকেল টাইপ পুরুষেরা।
তবে সবাই যে খারাপ তা বলছিনা , সব খানেই তো খারাপ ভাল মিলিয়ে আছে।
যদিও আমার বাসা থেকে যেতে এবং ভার্সিটি থেকে আসতে সবসময় ই সিট পাই , হাতে গুনা ২ ৩ দিন হয়তো দাঁড়িয়ে কিছু দূর যেতে হয়। তারপরেও মাঝে মাঝে দাঁড়িয়ে গেলে এমন কিছু মেয়ে তাহকেন যারা নিজ থেকেই বলেন , আমার হাতের থলেটা তাদের দিতে , আবার কেউ কেউ জায়গা রেখেও দেন।
অনেক পুরুষই আছেন যারা কাহ্লি সিটে বসার আগে জিজ্ঞেস করেন বুবো কিনা? বা নিজে না বসে মেয়েদের বসতে দেন আব্র কেউ কেউ নিজে দাঁড়িয়ে গিয়ে মেয়েদের বসতে দেয়।
তবে মেয়েদের আচরণ গুলি ই আমার খুব বিরক্ত লাগে ।
আজ ৩বছর ধরেই এসব দেখে আসছি । ক্লান্ত শরীর নিয়ে ফেরার সময় বসে বসে এসব দেখতে আর মাঝে মাঝে এসব ফেইস করতে খুবই বিরক্ত লাগে এখন।
ঠিক যেমন আজ , এমনি খুব টায়ার্ড , মাথা ব্যথা , সারা রাত জেগে কাজ করে আবার সকালে ক্লাসে দৌড়াতে হল , পেটে খিদে তার উপর পাশে বসলো সানগ্লাস পরা , হেডফোন দেয়া একটি মেয়ে , সে বসেই এই গরমে জানালা বন্ধ করতে বললো ,খানিকটা করলাম ।
এয়ারপোর্ট পর্যন্ত সে আর আমি ই বসে রইলাম ৩জনের সিটে , সেখান থেকে উঠলো একজন মধ্যবয়েস্কা মহিলা , আমি চেপে গেলাম তাকে বসতে দিলাম কিন্তু ঐ মেয়েটি তখনো রোবোটের মত বসে রইলো , সে সরছেনা বলে উনি বসতে পারছেন না এদিকে বাস চলতে শুরু করলো ।
তাকে আমি বলতে বাধ্য হলাম যে , 'একটু চেপে বসুন উনি বসবেন।'
সে আদৌ সরেছিল কিনা জানিনা , অনেক কষ্ট করে বসুন্ধরা পর্যন্ত আসলাম । সেই মেয়ে নেমে গেল । গাদাগাদি থেকে খানিকটা মুক্তি পেলাম।
পরে আবার ঐ ভদ্রমহিলা ছড়িয়ে বসতে জায়গা চাইল তার থেকে আমি চেপে বসলাম। কিছুক্ষণ পর সে আমাকে আবার গুতোতে লাগল আরেকটু সরে বসতে । বসলাম,সে বসে এখন পা দুলাতে লাগল ,মাথা ফেলে দিয়ে ঘুমাতে লাগলো ।
আমি শুধুই অবাক হয়ে চেয়ে রইলাম যে , এই সিটেই এতক্ষণ ৩জন বসে ছিলাম ।
এতই জিদ লাগে যে নিজের মাথার চুল নিজে ছিড়তে ইচ্ছে করে।
তারপরেও কিছুই করার থাকেনা। এসব সময় আমি শুধু ভাবি , আমরা প্রত্যেক মানুষ কজন আরেকজনের কাছে কতটা জিম্মি।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো তো, ভালো না?
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
হেডস্যার বলেছেন:
এক টাইপের আবালের কারনে এগুলারে কিছু বলা যায় না। ন্যায় হোক আর অন্যায় হোক কোন কিছু বিবেচনা না করেই এরা বাংলা সিনেমার নায়কদের মত মেয়েদের সাফাই গাইবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
বৃষ্টি'র জল বলেছেন: কে এদের সাফাই গায় আমি জানিনা ।
তবে আবার সাড়ে তিন বছরের এই বাস জার্নিতে আমি পুরুষদের চেয়ে
নিজ লিঙ্গের প্রতিই বেসি বিরক্ত ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮
মুদ্দাকির বলেছেন: খালি বাস না, কান্ডজ্ঞানহীন মানুষ গুলো সব খানেই চরম বিরক্তির সৃষ্টি করেন
এবং তারা নিজেরা তাদের খুবি বিবেকবান মনে করেন
কিন্তু তারা কখনই বুঝেন না যে তাদের বিবেক খুবই স্বার্থপর
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
বৃষ্টি'র জল বলেছেন: ঠিক বলেছেন ভাই
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
পিছনে সিট খালি থাকতে কিছু কান্ডজ্ঞানহীন আবাল কেন যে মাইয়াদের সিটে বসতে চায়! বুঝি না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১
বৃষ্টি'র জল বলেছেন: তারা যে শুধু বসেই ক্ষাণত হয় না।
মাঝে মাঝে এরা কাহ্লি সিটে বসে ভাল কথা কিন্তু একজন মহিলা উঠে ঝুলে ঝুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় এরা তাও নড়ে না।
অন্য পুরুষেরা গালিগালাজ করেও এদের ওঠাতে পারে আ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫
উজবুক ইশতি বলেছেন: আপনার মত আমিও ভুক্তভোগী। কিছুই করার নাই
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
বৃষ্টি'র জল বলেছেন: দেখা ছাড়া ।
আর মাঝে মাঝে দেখে আর সহ্য করএ না পারলে যখন বলি তখন দেখি শুধু আমি ই বলছি ।
যার সমস্যা সেও চুপ ।
তখন উলটো শুনতে হয় , আপনি কেন কথা বলছেন?
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২
বেকার সব ০০৭ বলেছেন: কি আর করার, লোকার বাসের প্রতিদিনের নাটক হল মেয়েদের এসব কার্জকলাপ
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩
বেকার সব ০০৭ বলেছেন: কি আর করার, লোকাল বাসের প্রতিদিনের নাটক হল মেয়েদের এসব কার্জকলাপ
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
বৃষ্টি'র জল বলেছেন: ভাইয়া , আমি মনে হয় উভয় পক্ষকেই বলেছি ।
ভাল করে পড়লে খেয়াল করবেন ।
পুরুষেরাও কিন্তু কম যায় না।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪
এন ইউ এমিল বলেছেন: মাসুষের বিবেক এখান প্রায় শুন্যের কোঠায়