|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুয়ে শুয়ে টেলিভিশন দেখছিলাম। বিভিন্ন ভোট কেন্দ্র দেখাচ্ছে, কেউ ভোট দিতে আসছেনা। বলা হচ্ছে শীতের জন্য কেউ আসছেনা, এমন কি ঢাকার কেন্দ্র গুলিতেও। এমন কেউ জনদরাদী লীগের ভাইসাব নাই, বাসায় বাসায় গিয়ে একটু আগুন দিয়ে আসেন, গাটা গরম হলে সবাই ভোট কেন্দ্রে আসতে পারতো।
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৫৯
০৫ ই জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৫৯
আরিফুর রহমান বাবুল বলেছেন: হ্যা ভাই, আপনাদের মত যারা ভোট ক্রেতা.......তাদের মুখেই এই সব কথা মানায়।
৩|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:০১
০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:০১
রাজীব বলেছেন: বিরোধীদল মাঠ গরম করতে পারেনি তাই শীত কামছে না।
৪|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:১২
০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:১২
আরিফুর রহমান বাবুল বলেছেন: ভাই, গরম করে সরকারি দল.......!! শুরু থেকেই....... গরম করার জন্য কম্বল বিতরন করে নিজের কম্বলই থাকেনা.......! এবার বলেন, গরম করা করে, সরকারি না বিরোধীদল???
৫|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:২৩
০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:২৩
হাসান কালবৈশাখী বলেছেন: 
ভোটার উপস্থিতি কম হওয়ার কারন মুলত প্রতিদ্বন্দ্বীতা বিহীন নির্বাচন।
আর সরকারি দল ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেশীর ভাগ আসন পেয়ে অলিখিত ভাবে ভোটের আগেই সরকার গঠনের ম্যান্ডেট পেয়ে গেছে। 
তাই ভোটার উপস্থিতি সঙ্গত কারনেই কম।
এতে অকারন হাহুতাস করার কিছু নেই।
এ ধরনের অথর্ব, জামাতি লেজুরবৃত্ত্বি করা বিরোধীদল থাকলে এরকমই হবে।
দলছুট চোরচোট্টা নিয়ে আদর্শহীন সুবিধাবাদিদের দল বিএনপি। নেতারা রাস্তায় না নেমে পালিয়ে থাকে। কর্মিসমর্থকরাও একই চরিত্র। 
তাদের সব আন্দোলন জামাতি সন্ত্রাস নির্ভর, সুধু এই কারনেই সরকার যতেচ্ছ বলপ্রয়োগ করেও তেমন সমালচিত হচ্ছে না।
দেশকে নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র কখনো সফল হবে না।
ওদের 'ক্রিকেট ষড়যন্ত্র' নিয়ে আমার এই লেখাটিও পড়ুন
Click This Link 
৬|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:৪৩
০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:৪৩
আরিফুর রহমান বাবুল বলেছেন: (দলছুট চোরচোট্টা নিয়ে আদর্শহীন সুবিধাবাদিদের দল বিএনপি) আপনার এই কথাটা কপি করে বলছি। যদি পারেন, গতকালের "বাংলাদেশ প্রতিদিন শেষ পাতায় মতিয়াকে আপাকে নিয়ে একটা লেখা দেয়া হয়েছে। যদি ইতিহাস জানেন, বা আপনার পরিবারে বা যারা ভাল জানে বুঝে, তাদের কাছে একটা কথা জানতে চাইবেন, কথাটা হলো, ম্যাডাম হাসিনর বিয়াই, পুতুলের শ্বশুর ও তার পরিবার স্মপর্কে জানেন। জামাত বাংলার মাটিতে জায়গা দেয়া মানে রাজাকারের ছেয়েও বেশি কিছু করা। তবে ভাই, এই রাজাকারের বাচছা গুলিকে কে জায়গা দিয়েছিল, কে ক্ষমা করেছিল?? কালোবিড়ালের সম্পর্কে জানেন, আরো বলবো?? আমি লীগ, দল, জামাত বুঝিনা, আমি বুঝি দেশ।
৭|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১:৩১
০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১:৩১
আশাফ আনিস বলেছেন: হাসান কালবৈশাখী ; জনগণকে সিদ্ধান্ত নিতে দেন ? তাঁরা যেটা চায় সেটাই তো হবে নাকি ? নাকি আপনি ভয় পাচ্ছেন জনগণ যুদ্ধাপরাধের বিচার চায় না ?
৮|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  রাত ১০:২৮
০৫ ই জানুয়ারি, ২০১৪  রাত ১০:২৮
আরিফুর রহমান বাবুল বলেছেন: আনিস ভাই, আপনি আমি কি?? আপনি আমি ছারা কি জনগণ? আপনার কথায় বুঝাযায় আপনি জনগণ না। ভয়তো আপনার মনেই বেশি।যে নিজেকে জনগণ বলতে শাহস পারয়না তারতো এই সব কথা বলার আধিকার ও থাকেনা। আমার উপরের কমেন্টস এ দেখেন, আমি যুদ্ব্পরাধের পক্ষে না বিপক্ষে? যুদ্বপরাধি বলতে কি বুঝেন? এই ৫/৬টাই যুদ্বপরাধি? সবগুলির প্রকাশে ফাসি দেয়ার দরকার। কেন দিচ্ছেনা? কি হবে এদের ফাসিদিলে, কিছুই হবেনা।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৫৪
০৫ ই জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: শুয়ে থাকেন, এবার তো ভোট বিক্রয়ের সুযোগ পাননি।