নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাতক

ঢাকার প্রতিটি স্থানে তোমায় খোঁজে দু\'টি চোখ, পাব কি কখনো তোমার দেখা, একবার শুধু একবার...

কাকভেজা

হারিয়ে যেতে চাই অজানায়...

কাকভেজা › বিস্তারিত পোস্টঃ

নিজের বলেই কি এমন বিচার...

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

নকল বই বিক্রয়ের সময় গ্রেফতার এক ব্যক্তিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজকের যুগান্তরে প্রকাশিত এ সঙ বাদ। বাংলাদেশে শুধু বই কেন এমন কিছু কি আছে যার নকল কপি বিক্রয় হয় না। হয়তবা ওই বেচারা জানেও না যে সে নকল না আসল বই বিক্রি করছে।

আমি আশ্চর্য হলাম নকল ঔষধ, ভুয়া ডাক্তার, নকল খাদ্যসহ অন্যান্য নকল পন্য যা সরাসরি মানুষের জীবন-মৃত্যুর সাথে সম্পৃক্ত এগুলো বিক্রয়কারীর রিমান্ড মঞ্জুর হয়েছে বলে আমার জানা নেই তবে হলেও হয়তবা হাতে গোনা। কিন্তু বিচারক সাহেব নিজেদের কিছু বলেই কি এমন পদক্ষেপ নিলেন। আশা করবো এখন থেকে সব নকল বিষয়ে এ পদক্ষেপ জারী থাকবে।



মূল সংবাদ :



গ্রেফতার সেলিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর কোর্ট রিপোর্টার প্রকাশ : ২৩ মার্চ, ২০১৪ ঢাকার আদালতের এক বিচারকের লেখা বইয়ের নকল কপি বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার বই বিক্রেতার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। নিউমার্কেট থানাধীন নীলক্ষেত ইসলামিয়া মার্কেটের হিরা পাবলিকেশন্সের বই বিক্রেতা মোঃ কামরুজ্জামান সেলিমকে বৃহস্পতিবার নকল কপিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় দোকান থেকে বেশ কয়েক কপি নকল বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিউমার্কেট থানায় কপিরাইট আইনে মামলা করেন বইটির লেখক ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বর্তমান বিচারক ড. মোঃ আখতারুজ্জামানের স্ত্রী অ্যাডভোকেট রাজিয়া খাতুন। এ মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক মোকাম্মেল হক শুক্রবার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান। আসামির পক্ষে আদালতে রিমান্ড বাতিল করে জামিন চাওয়া হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী আসামির জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। মামলায় বলা হয়, ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বর্তমান বিচারক ড. মোঃ আখতারুজ্জামানের লেখা বিকল্প বিরোধ নিষ্পত্তি ধারণা ও আইন এবং আইনগত সহায়তা প্রদান আইন নামক বইটি গত বছর প্রকাশিত হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.