নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৃতির ব্রুনো

পোকামাকড়

অরুনাভ ব্রুনো

নামঃ ব্রুনো। সখঃ পোকা পর্যবেক্ষণ,আকাশ পর্যবেক্ষণ,বাগান করা,মাছপালা ,বেড়ানো

অরুনাভ ব্রুনো › বিস্তারিত পোস্টঃ

মথ

০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ২:১৯

মথ আমার খুব প্রিয়।রাতের বেলায় বাত্বির চারদিকে যে পোকা উড়ে বেড়ায় সেগুলোর বেশীর ভাগই মথ।বাত্বির চারদিকের বেশীর ভাগ মথই রঙিন নয়।তবে হটাৎ সটাৎ কোন কোন মথ অনেক রঙিন হয়।মথ ও প্রজাপতির জীবন চক্র একই রকম।প্রথমে ডিম তারপর শুয়াপোকা এরপর গুটিপোকা এবং অবশেষে মথ।বেশীর ভাগ মথ ফুলের রস খায় তবে কোন কোন মথের মুখ না থাকার কারণে তারা খায় না। মথের শুয়াপোকা গাছের পাতা খায়।আজকাল কীটনাশক দেওয়াতে শুয়াপোকা মরে য়াচ্ছে এবং শুয়াপোকা মারা যাওয়ার ফলে মথ মারা যাচ্ছে।শুধু তাই নয়,মথ তো বিলুপ্ত হচ্ছে এবং তার পাশাপাশি পাখিও বিলুপ্ত হয়ে যাচ্ছে।কারণ মরা শুয়াপোকা বিষ হয়ে যায় এবং এ মরা শুয়াপোকা পাখি খেলে পাখি মারা যাবে।আমরা সবাই মথকে বিলুপ্তির হাত থেকে বাঁচাবো।নিচে কিছু রঙিন মথের ছবি দেওয়া হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.