নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনতার মুখে ফুটুক বিদ্যুতবানী

মানুষের জীবনের ঢের গল্প.......

রাতের বৃষ্টির শব্দ

আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেন নি আমাকে মানুষ ক'রে গড়তে। রেখেছেন আধাআধি করে। অন্তরে বাহিরে মিল হয় নি সেকালে আর আজকের কালে মিল হয় নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয় নি শক্তিতে আর ইচ্ছায় ডানা দেয় নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রানের পাগলামি। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত ক'রে ফেলি নেই এমন বুকের পাটা কাদতে শুধু জানি

রাতের বৃষ্টির শব্দ › বিস্তারিত পোস্টঃ

শরৎ নিয়ে বরীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতার কয়েকটি লাইন.....। ( সাময়িক )

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬

শরৎকাল নিয়ে অন্য কবিদের কবিতা জানা থাকলে একটু জানাবেন প্লিজ.....।



"এই শরৎ আলোর কমল বনে

বাহির হয়ে বিহার করে যে ছিল মনে মনে।

আরি সোনার কাঁকন বাজে আজি প্রভাত কিরন মাঝে,

হাওয়ায় কাঁপে আঁচলখালি- ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে....।।"





"আজ শরতের আলোয় এই -যে চেয়ে দেখি,

মনে হয়, এ যেন আমার প্রথম দেখা।"





"শরৎ , তোমার অরুন আলোর অন্জলি

ছড়িয়ে গেল ছাpiয়ে মোহন অঙ্গুলি।

শরৎ, তোমার শিশির- ধোওয়া কুন্তলে-

বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে

আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি"



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৯

আবু সালেহ বলেছেন: বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে
আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি"

ব্লগে এসেই অনেকের কবিতা পড়া শুরু করি....ভালো লাগে বলেই...

তার আগে কবিতার বই পড়া হয়নি তেমন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.