নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগে,ভাবনার আকাশে পাখা মেলতে...

বুরহানউদ্দীন শামস

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।

বুরহানউদ্দীন শামস › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের চোখে কোরবানী ও কোরবানী ঈদ

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২


জাতির জীবনে যখন নব জাগরণ আসে তখন পুরাতনের নব মুল্যায়ন শুরু হয়। বিংশ শতাব্দির প্রথমার্ধে মুসলিম নব জাগরণ এর যুগে বাংলার শায়েরে আজম কবি নজরুল ইসলাম এ ব্যাপারে অনন্যসাধারণ ভুমিকা পালন করে গেছেন। কাব্য সাহিত্যের মাধ্যমে তিনি আমদের ধর্ম, শিক্ষা, সাহিত্য -সংস্কৃতি সব কিছুর পর্যালোচনা করেছেন ও দ্বিধাহীনভাবে স্বমতামত প্রকাশ করে গেছেন।
সুতরাং আমাদের সংস্কৃতির একটা প্রধান ধারা কোরবানী ও কোরবানি ঈদ তার দৃষ্টি এড়াবার কথা নয়। বীর রসের কবি হিসাবে কোরবানীর মতো ঘটনা কবিতার বিষয়বস্তু রুপে তার দৃষ্টি না এড়াবার কথা । বস্ততঃ পক্ষে হয়েছেও তাই। তিনি কোরবানী সম্পর্কে একাধিক উৎকৃষ্ট দীর্ঘ কবিতা লিখেছেন। যদিও গায়ের কজনের এক শ্রেনীর পৌরুষ-চেতনাহীন ভাব বিলাসীদের নিকট কোরবানী রীতিমতো অপ্রীতিকর ঘটনা, তদুপরি মুসলমান দের মধ্যে কেউ কেউ গো ভক্ত দের অপ্রসন্ন মানসিকতার শিকার হয়ে পড়েছিলেন। তরিকুল আলম নামে তৎকালীন এক ম্যাজিস্ট্রেট ছিলেন এমনই এক ভদ্রলোক। তিনি কোরবানীকে আক্রমণ করে এক প্রবন্ধ লিখে বসেন এবং উক্ত প্রবন্ধ নজরুল ইসলামের গোচরে আসে। কোরবানি যে নিছক পশুবধ নয়, এ যে ত্যাগের মহিমামন্ডিত দীক্ষা তা উপলব্ধি করার মতো যোগ্যতা তরীকুল আলম সাহেবের না থাকলেও নজরুল ইসলামের ছিল।
প্রকাশিত হলো কোরবানীর তাৎপর্য বিশ্লেষণ করে এক দীর্ঘ কবিতা-
"ওরে হত্যা নয়, আজ সত্যাগ্রহ, শক্তির উদ্ভোদন "
আর এই শক্তির উদ্ভোদন জীবন সংগ্রামে অত্যন্ত প্রয়োজন।
তাই অহিংসার পূজারী যে বুদ্ধদেব তিনিও একে সমর্থন না করে পারেন না। তাই কবি লিখেছেন --
" এ ত্যাগে যুদ্ধ মম
তাই জননী হাজেরা বেটারে পরালো বলির পূতবসন! "


ভীমসংগ্রামের মোজাহেদ বেশই ইসলামের সাচ্চা বেশ। দুনিয়ার ন্যায় সত্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য অহিংসার নামে জড়-প্রতারক সাজলে মুসলমানের তাই চলে না।
তাই কবির জিগ্যাসা-
"মুসলিম রণডঙ্কা' সে
খুন দেখে করে শঙ্কা কে ?? "

তাছাড়া পৃথিবীর ইতিহাসে সাখ্য দিচ্ছে যারা তাদের স্বমত - স্ব-আদর্শের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, -জেল জরিমানা -গুলী বুক পেতে বরণ করেছে আল্লা তাদের যোগ্যতায় তুষ্ট হয়ে তাদের উপর বিশ্বপৃথিবীর নেতৃত্ব ভার দিয়েছেন। আর যারা জীবনের মায়ায় মৃত্যুর ভয়ে, ক্ষতির আশঙ্কায় নানা টালবাহানায় কাপুরুষ সেজেছে, জীবনের ধর্মসংগ্রাম কে এড়িয়ে গেছে বা এড়িয়ে যেতে চেয়েছে, আল্লাহ তাদের দুনিয়ায় বুকে লাঞ্ছনার জীবনযাপনে বাধ্য করেছেন । যে জীবনের জন্য তাদের এত মায়া সেই জীবনীলাভ হয়েছে তাদের জন্য সুদূরপরাহত। মৃত্যুর মাঝেই জীবন নিহিত - এটা আল্লার বিধান, ইতিহাসের শিক্ষা।
পাছে আমরা এই কথা ভুলে যাই তাই আল্লাহর নবী আশঙ্কা প্রকাশ করতেন।
মৃত্যুর ভয় ও পার্থিব আসক্তি সম্পর্কে আমাদের দুর্বলতা বিষয়ে আল্লাহর নবী বারবার সাবধান করে গেছেন। কিন্তু মুসলমানরা বিশ্বশ্রেষ্ট মহামানবের সেই আশণ্কা বাস্তবায়িত করতে ছাড়ে নি । এই দুঃখজনক অভিঞ্জতা লাভ করে কবি নজরুল ইসলাম ব্যথিত হয়েছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন 'ত্যাগী ও শহীদ' হওয়া ছাড়া মুসলমানরা সব করতে রাজি অথচ ত্যাগী ও শহীদ হওয়াই ইসলামের মর্মকথা । তাই আমাদের কালে কোরবানীর গুরুত্ব তিনি তীব্রভাবে অনুভব করেছিলেন।
এই কারনে কবির সোচ্চার ঘোষণা, -
"খুনের খু্ঁটিতে কল্যাণকেতু লক্ষ্য ঐ তোরণ,
বল আল্লার নামে যুঝবো, জান ভি পন।"

কিন্তু এটাও তার দৃষ্টি এড়ায় নি যে কোরবানী, আজ সত্যিকারের কোরবানী না হয়ে, প্রথা সর্বস্বতায় পরিনত হয়েছে। সে ইবরাহীম (আঃ) সে ইসমাইল (আঃ) সে মা-হাজেরা (আঃ) আজ কিছুই নেই - আছে শুধু পশুমেধ যঞ্জলীলা । কবি লেখনী ধারণ করলেন কোরবানির সত্য স্বরুপ প্রকাশের জন্য । 'শহীদী ঈদ ' ঈদুল -আজহাকে স্বাগত জানিয়ে তিনি লিখলেন --
"শহীদ-ঈদ এসেছে আজ
শিরোপরি খুন-লোহিত তাজ। অতএব
" জিয়ারার চেয়ে দিঘারা যে
আল্লার রাহে তাহারে দে
চাহিনা ফাঁকির মনিমানিক। "


তিনি লক্ষ্য করেছিলেন মুসলমানরা একদিকে পশু কোরবানী দিচ্ছে অন্যদিকে খোদাদ্রোহী জীবন ব্যবস্থার পায়রবি করছে। অথচ এ কোরবানীর সত্যাগ্রহ ও শক্তির উদ্ভোদন তো খোদাদ্রোহী সমাজ ব্যবস্থা ধ্বংস করার জন্য তাই কবির স্পষ্ট ঘোষণা -
"ইসলামে যারা করে' জবেহ
তুমি তাহাদের হও তবে
তুমি জুতো-বওয়া তারি অধীন
ইসলামে তুমি দিয়ে কবর
মুসলিম বলে কর ফকর
মোনাফেক তুমি, সেরা বেদ্বীন।"

এ সমালোচনা অত্যন্ত কঠোর হলেও এতে ফাঁকি নেই, মেকি নেই। যদি খোদার প্রতি কোন প্রেম-ভাব-ভালবাসা মুসলমানের না থাকেও তারই ভালবাসায় যদি সবকিছু উৎসর্গ করা না হয় তবে ইবরাহীমের (আঃ) সুন্নত পালনের কথা তো অর্থহীনঃ--
"খাবে দেখেছিলেন ইবরাহীম (আঃ)
কোরবানী দাও মহামহিম
তোরা যে দেখিস দিবালাকে ।
কি যে দুর্গতি ইসলামের
পরিক্ষা যেন খোদা তোদের
আবিধের সাথে বাজী রেখে।। "

তাই যতদিন দ্বীন ইসলাম কুফরীর রাহুগ্রাস থেকে মুক্ত না হচ্ছে ততদিন এ পশু কোরবানীর ভন্ডামি দেখিয়ে কোন লাভ নেই। কেন না কবির প্রশ্ন-
"কশায়ের আবার কোরবানী কি? "
কশায়ের মত নিষ্ঠুরভাবে যারা কাড়িকাড়ি টাকাকড়ি জড় করে ত্যাগের বেলাতে জড়সড় তাদের কি কোরবানীর ভড়ং করা সাজে?
কোরবানী কেবল তাদের করা সাজে, যারা দ্বীন-ইসলামের জন্য তরুন-তপ্ত-তাজা প্রান কোরবান করতে সদা অগ্রসর,। সর্বশেষে কবি আল্লাহর কাছে মোনাজাত করেছেন এই বলে -
"কোরবানীর এই যে খুন
শিখা হয়ে যেন জ্বলে আগুন
জালিমের যেন না রাখে চিন
আমিন! রাব্বিল আলামিন!
আমিন! রাব্বিল আলামিন!!"

বস্তুতঃ কোরবানী সম্পর্কে এত উৎকৃষ্ট কবিতা এর পুর্বে বা পরে বাংলা সাহিত্যে আর হয় নি ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


কবি নজরুলের পরিবার এত দরিদ্র ছিলেন যে, তাঁরা কোরবাণী দিতে পারার কথা নয়; সামান্য কয়েকদিন উনার অবস্হা ভালো ছিলো মাত্র, সেই সময় উনার স্ত্রী প্রমীলা দেবী কি এসবের মাঝে ছিলেন কিনা, আপনি জেনে নিয়েন; এরপর উনি অসুস্হ হয়ে পড়েন, তখন তিনি আপনার থেকে অনেক বেশী দরিদ্র ছিলেন।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: কোরবানী দিয়েছিলেন কি দেয় নি সেটা সঠিক জানি না....
কিন্তু কোরবানী না দিলে কোরবানী সম্পর্কে লিখতে পারেন না তিনি???

ধন্যবাদ আপনাকে....

২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: নজরুল ইসলাম কি ইসলামী কবি ছিলেন??

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

বুরহানউদ্দীন শামস বলেছেন: ইসলামী কবি না হলেও তিনি অনেক ইসলামী সঙ্গীত/ ইসলামী কবিতা রচনা করেছেন...
ধন্যবাদ

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: কাজী নজরুল একজন গ্রেট কবি।
তাকে নিয়ে অনেক গবেষনা হওয়া দরকার।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন,
গবেষণা হওয়া উচিত৷
ধন্যবাদ

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬

রাকু হাসান বলেছেন:



শ্রদ্ধেয় , আমার প্রিয় কবি ,আমার আদর্শ এমন একজন নিয়ে কবিতার বিশ্লেষণ করেছেন ,কেমন অনুভব হতে পারে ,কিছূ টা হলেও বুঝতে পারবেন আশা করি । প্রিয়তে নিয়ে রা খ লাম। এমন কবিতা সত্যিই খুবই রচনা হয়েছে । বর্তমানে তো আরও কম রচনা হচ্ছে । স্বর্গবাসী হউন প্রিয় নজরুল ,সেই দোয়া স্রষ্টার কাছে । আর আপনি এমন লেখা শেয়ার করার জন্য ,ভালবাসা নিবেন । ভাল থাকুন সব সময় ।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.