নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগে,ভাবনার আকাশে পাখা মেলতে...

বুরহানউদ্দীন শামস

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।

বুরহানউদ্দীন শামস › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ : রসগোল্লা

১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪১


রসগোল্লা সৃষ্টি নিয়ে উড়িষ্যা এবং পশ্চিম বাংলার মধ্যে শুরু হয় এক মিষ্টি লড়াই । শেষ হয় সরকারি স্বীকৃতির মাধ্যমে ।
পেটেন্ট নির্ধারণকারী সংস্থা জানিয়ে দেন, রসগোল্লার জন্ম হয়েছিল বাংলার নবীন চন্দ্র দাস এর হাতে।
২০১৭ সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার রসগোল্লার জিআই ট্যাগ লাভ করে।
রসগোল্লার ইতিহাস নিয়ে বেশি কথা বলছি না আপাতত ।
2018 সালে মুক্তি পাওয়া " রসগোল্লা" সিনেমা টাই আলোচনার বিষয়বস্তু ।

#মুভি : রসগোল্লা
ল্যাংগুয়েজ : বাংলা
কাষ্ট: Ujjan Ganguly , Abantika Biswas , Aparajita Adhya, Joy Badlani,
টাইপ: ড্রামা , বায়োপিক
Imbd Rating : 7.5 /10
Personal Rating : 9/10
ডিরেক্টর : পাভেল
বছর - 2018

রসগোল্লা সিনেমাটি প্রকৃতপক্ষে "রসগোল্লা" তৈরীর ইতিহাস কে সামনে রেখেই নির্মাণ করা ।

এটি এক হিসাবে রসগোল্লার স্রষ্টা নবীন চন্দ্রের বায়োপিক হিসাবে ধরলেও ভুল হবে না ।

সিনেমাটিতে এক মেয়ে নবীন চন্দ্রের কাছে এক নতুন ধরনের মিষ্টি খেতে চায় ।
কেমন হবে সেই মিষ্টি ..??
উত্তরে মেয়েটি বলে
' চটচটে নয় ,শুকনো হতে মানা
দেখতে হবে ধবধবে চাঁদপানা
এমন মিষ্টি ভূ-ভারতে নাই
নবীন ময়রা , এমন মিষ্টি চাই । '

মিষ্টির বিবরণ শুনে দুবছর ধরে চেষ্টা করতে থাকে নবীন ।
এর মধ্যে মেয়ে টির প্রেমে পড়ে নবীন ।
সম্রাট শাহজাহান প্রেমের জন্য গড়েছিলেন তাজমহল ।
আর নবীন ময়রা প্রেমের জন্য তৈরি করেন রসগোল্লা ।
এমনই একটি কাহিনী নিয়েই তৈরি " রসগোল্লা " সিনেমাটি ।
সিনেমা টিতে যেনো এক টুকরো প্রাচীন বাংলার চিত্র চিত্রিত হয়েছে । অসাধারণ প্লট সজ্জা সেটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে ।
কাস্টিং অসাধারণ ।
গান গুলো মন ছুয়ে যায় ।
পরিচালক পাভেল অনবদ্য ।
পরবর্তীতে পাভেলের কাছ থেকে এমন আরও সিনেমা পাওয়ার আশা রাখছি ।
নেশাখোর সঞ্জুর বায়োপিক তো দেখলেন , এবার না হয় রসগোল্লার আবিষ্কারকের বায়োপিক টাই দেখেন ।



মুভি লিঙ্ক

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩১

ইসিয়াক বলেছেন: জানা হলো অজানা তথ্য ।

১২ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেখবো।

১২ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১২

বিডি আইডল বলেছেন:

১২ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ।

৪| ১২ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: সাথে যদি মুভির লিংকটা দিতেন। খুব ভালো হতো।

১২ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ...
এডিট করে লিঙ্ক দিয়েছি.।

৫| ১২ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিলাম ডাউনলোড ----

১২ ই জুলাই, ২০১৯ রাত ৮:৫৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ

৬| ১২ ই জুলাই, ২০১৯ রাত ৯:২২

সোহানী বলেছেন: অসাধারন। বিডি ভাইয়ের ছবিটা এড করে দেন লেখা পূর্ণতা পাবে। যাহোক জানতাম না নবীন চন্দ্রের নাম। ছবিটা দেখার আগ্রহ থাকলো্

৭| ১২ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৫

আখেনাটেন বলেছেন: আপনার পোস্ট দেখেই ছবিটি ইউটিউবে দেখা শুরু করি। এককথায় অসাধারণ। অসাধারণ। অসাধারণ। এরকম একটি বিষয় নিয়েও যে এত চমৎকার একটি মুভি বানানো যায় ভাবায় যায় না।

যদিও শেষের দিকে এসে প্যাটেন্টের ব্যাপারটা একটু খাপছাড়া লেগেছে, তবুও বলতে হয় অনেক দিন পর সুন্দর একটি বাংলা মুভি দেখলাম। আর জানাও হলে যে নবীন চন্দ্র সেন এই বিখ্যাত রসগোল্লার জনক। রোস্তভ দত্তের অভিনয়টা বেশ লেগেছে।

চমৎকার একটি মুভির সন্ধান দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

এ ধরণেরই একটি অসাধারণ মুভি মালয়লাম ভাষার 'ওস্তাত হোটেল' দেখেও চমৎকৃত হয়েছিলাম।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:১৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: ওস্তাদ হোটেল দেখেছি । দুলকার সালমান অসাধারণ ।
ধন্যবাদ আপনাকে ।

৮| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:২৪

স্বচ্ছ দর্পন বলেছেন: গানগুলো শুনেছি অনেক। মুভিটাও সংগ্রহে আছে!
রিভিউ এর জন্য ধন্যবাদ

১৩ ই জুলাই, ২০১৯ ভোর ৪:০২

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ

৯| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ৩:৩০

এমজেডএফ বলেছেন: বাংলা মুভি দেখেছি অনেকদিন আগে। রসগোল্লার লিঙ্কটা রাখলাম, সময় হলে দেখতে হবে। ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১৯ ভোর ৪:০৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: দেখবেন , আশা করি ভালো লাগবেই..
ধন্যবাদ ।

১০| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ...
এডিট করে লিঙ্ক দিয়েছি.।

লিংকটা আবার দিন। এভাবে লিংক কাজ করে না।

১৩ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: ঠিক করে দিয়েছি...
ধন্যবাদ

১১| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.