নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাই, তাই লেখে যাই!

বিদগ্ধ

আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।

বিদগ্ধ › বিস্তারিত পোস্টঃ

২৩ ফেব্রুয়ারি: ...নিরো তখন বাঁশি বাজায়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

‌‌‌'রোম যখন পুড়ছে নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন'। পৃথিবীর কত মানুষ বাঁশি বাজায়, বাজিয়েছে, ভবিষ্যতেও বাজাবে। বাঁশি বাজানোর সময় কতকিছুই হতে পারে, বাঁশির আওয়াজে কি কোথাও কর্ণপাত করা যায়? তখন হয়তো দু'একটা বাড়িঘর বা গোটাকয়েক শহর পুড়েও যেতে পারে। এর সাথে বাঁশি বাদকের কী সম্পর্ক। কোন সম্পর্ক নেই, কিন্তু রোমান সম্রাট নিরো বাঁশি বাজিয়ে ইতিহাস হয়ে গেলেন (খ্রিষ্টপূর্ব ৬৪)। তিনি ইতিহাস হয়ে গেলেন, কারণ দেশের ক্ষমতাসীন সম্রাট হয়েও রোম শহর পুড়ে যাচ্ছে তাতে ভ্রুক্ষেপ না করে তিনি বাঁশি বাজিয়েই যাচ্ছিলেন। কারণ ‌‌'রোম শহর একদিনে গড়ে ওঠে নি।' তিলে তিলে গড়ে ওঠেছিল পাহাড়ের ওপরের প্রাচীন শহরটি। বিধ্বংসী আগুনে ১৪টি রোমান শহর পুড়ে ছাই হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় আর ৭টি। সম্রাট নিরো একটি অনুষ্ঠানে বীণা বাজাচ্ছিলেন, বাঁশি নয়। কারণ তখনও বাঁশির পয়দা হয়নি। যা হোক, সম্রাট যে ওই অগ্নিকাণ্ডে চিন্তিত ছিলেন না, সেটিই আক্ষেপের বিষয়। লোককথায় প্রচলিত আছে যে, রোম পুড়িয়ে সম্রাট নিরো নাকি প্রাসাদ বানাতে চেয়েছিলেন।



গতকাল পদ্মার লঞ্চডুবিতে (শিবগঞ্জের পাঠুরিয়া) আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত মৃতের সংখ্যা ৬৭তে দাঁড়িয়েছে। এপর্যন্ত প্রায় ১০০ মানুষের প্রাণহানি হয়েছে রাজনৈকি সহিংসতার ফলে। ব্যবসা-বাণিজ্য লাটে ওঠছে; রপ্তানি স্থগিত; যাতায়াত বন্ধ থাকায় কৃষকের ফসল মাঠেই পঁচতেছে। এদিকে আমাদের রাজনীতিকেরা যাদেরকে জনগণ নিজেদের অভিভাবক মনে করে, তারা টেলিফোনে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আলোচনায় ব্যস্ত আছেন। আমরা যারা শহরে বাস করছি, তারা তাজা খবর (ব্রেকিং নিউজ) পেয়ে তৃপ্ত হচ্ছি।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

তোজি বলেছেন: আমরা গ্রামের মানুষ আরো বেশি তৃপ্তিতে আছি কারন আমরা বিটিভি দেখি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

বিদগ্ধ বলেছেন: হাহাহা! হাসালেন ভাই। ধন্যবাদ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

সালমান মাহফুজ বলেছেন: সত্যিই দুঃখজনক !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ, ভাই সালমান মাহফুজ!

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

সুমন কর বলেছেন: অারো বিস্তারিত করা যেত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ আপনাকে। এর মানে হলো আপনি পুরো লেখাটি পড়েছেন।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

আমি সাজিদ বলেছেন: ভালো বলেছেন ভাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

বিদগ্ধ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: লেখাটা শুরু হইয়াই শেষ হয়ে গেলো মনে হল !!! !!!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

বিদগ্ধ বলেছেন: দিনপঞ্জির মতো লেখছি তো, খুব বেশি প্রয়োজন না হলে লেখা দীর্ঘ করতে চাই না। আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭

এনামুল রেজা বলেছেন: মনখারাপ লাগে, রাগ হয়.. অথচ আমাদের করার আছে খুব অল্পই...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৭

বিদগ্ধ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

রোদেলা বলেছেন: কিছুই বলার নাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৭

বিদগ্ধ বলেছেন: কবি ‘এবং প্রবন্ধকার’ রোদেলাকে কৃতজ্ঞতা।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: দুঃথজনক ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮

বিদগ্ধ বলেছেন: দুঃখজনক তো বটেই, পরিতাপেরও বিষয়। ধন্যবাদ।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

আবু শাকিল বলেছেন: লিখে যান আর দেখে যান ভাই ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯

বিদগ্ধ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আবু শাকিল।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

আরণ্যক রাখাল বলেছেন: দুঃখজনক

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ!

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

এহসান সাবির বলেছেন: রোম শহর একদিনে গড়ে ওঠে নি।' তিলে তিলে গড়ে ওঠেছিল পাহাড়ের ওপরের প্রাচীন শহরটি। বিধ্বংসী আগুনে ১৪টি রোমান শহর পুড়ে ছাই হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় আর ৭টি। সম্রাট নিরো একটি অনুষ্ঠানে বীণা বাজাচ্ছিলেন, বাঁশি নয়....


এই কথাটা কত লোক কে বলেছি ওটা বাঁশি নয় বীণা..... মানতেই চায় না..

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

বিদগ্ধ বলেছেন: ভুল কথাটিই বেশি প্রচলিত হওয়ায় শুদ্ধটুকু আর কেউ মানতে চায় না। ভাষা ও শব্দের ব্যবহারে এরকম অনেক ভুল আছে, যাকে অবশেষে মেনে নেওয়া হয়।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

জুন বলেছেন: আমরা যারা শহরে বাস করছি, তারা তাজা খবর (ব্রেকিং নিউজ) পেয়ে তৃপ্ত হচ্ছি। খাঁটি কথাটি বলেছেন বিদগ্ধ । এখন আমাদের কোন কিছুতেই কিছু যায় আসে না। অনুভুতি লোপ পেয়েছে হয়তোবা ।
+

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

বিদগ্ধ বলেছেন: ব্লগের ইবনে বতুতাকে অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম!

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দেশটা তো তাদেরই বাপ-দাদার। তাই ক্ষমতা নিয়া কুত্তার মতন কামড়া-কামড়ি করে। পাব্লিক হইল শুকনা আর পরিত্যক্ত হাড্ডি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

বিদগ্ধ বলেছেন: ~দেশটা তো তাদেরই বাপ-দাদার।~

হুম... দেশটা আমাদের কারও নয়।



আমার লেখায় গল্পকার জুলিয়ান সিদ্দিকীকে স্বাগত জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.