![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।
আপনাকে আমার ভালো লাগে কারণ আপনি আমার হারানো বান্ধবির মতো। এই একটি মাত্র কারণে আপনার সবকিছুকে আমি গ্রহণ করি নির্দ্বিধায় নিরাপত্তিতে। আপনার আচরণের কোন বিষয়ে আমার কোন সন্দেহ নেই অথবা পূর্বে থাকলেও দেখার পর তা শেষ হয়ে গেছে। আপনার মন্দ বিষয়গুলো আমার দৃষ্টিতেই পড়ে না, অথবা মন্দ বিষয় আছে বলে মনে হয় না। তাতে আমাদের মধ্যে এক চমৎকার সম্পর্ক বিরাজ করছে। কিন্তু মানুষ হিসেবে নিশ্চয়ই কিছু দুর্বলতা আছে, যা অন্যের পরামর্শে সংশোধন হতো। আমার অন্ধ আনুগত্যের কারণে আপনার শুদ্ধ হবার সুযোগটি আর রইলো না। অথবা, আপনার আচরণের মন্দ দিকটির কারণে আমি কোনদিন ক্ষতির সম্মুখীনও হতে পারি। সেই ক্ষতি থেকে কেউ আর আমাকে রক্ষা করতে পারবে না।
অথবা, আপনি আজ আমার ১০০ প্রার্থীর মধ্যে একজন। এক্সিকিউটিভ পদে উপযুক্ত প্রার্থীকে আজ আমার বাছাই করতে হবে। কথার মধ্যে আপনার হাসিটুকু আমার ভালো লেগে যায়। তারপর থেকে আপনার সবকিছুকে আমি ইতিবাচকভাবে দেখতে শুরু করলাম। সব উত্তরকে কোন-না-কোনভাবে সঠিক হিসেবে মেনে নিলাম। আপনি নির্বাচিত হলেন আমার এক্সিকিউটিভ হিসেবে!
একই আচরণ উল্টোদিকেও একইভাবে সত্যি। যেমন আপনার বাড়ি একটি বিশেষ জেলার হবার কারণে শুরু থেকেই আপনার প্রতি আমি ক্রিটিকেল। সবকিছুকেই আমার পূর্বধারণা দিয়ে যাচাই করে দেখছি। সবকিছুকেই আমার গোলমেলে লাগছে। অবশেষে আপনাকে আর বাছাই করা হলো না।
আমাদের আট বছরের সন্তানকে দশ টাকা এবং পাঁচশ টাকার নোট এক সাথে দিলে, সে দান করার সময় পাঁচশ টাকার নোটটি আগে দিয়ে দেয়। আমরা তো হাসতে হাসতে শেষ। সে এখনও ভালোমতো টাকার ব্যবহার শিখে নি। তো তাকে জিজ্ঞেস করলাম, কেন তুমি পাঁচশ টাকার নোট আগে দিলে? সে সরাসরি কোন উত্তর দিলো না। লজ্জিত হলো। পিড়াপিড়ি করার পর সে আমাদের জানালো যে, গোলাপি রঙের (দশ টাকার) নোটগুলো সে সংগ্রহ করছে। রঙের কারণেই পাঁচশ টাকার নোটগুলো তার পছন্দের নয়।
মাত্র একটি বিষয় দিয়ে আমরা একজন মানুষের সামগ্রিক আচরণকে মূল্যায়ন করে ফেলি। আমাদের সমাজে এরকম মনোভাবের মানুষ প্রায় সকলেই। কেউ এটি বুঝতে পারি, কেউ এটি বুঝতে পারি না।
বিষয়টি এত ভালো যে এটি আ্মার সমগ্র আবেগকে নিয়ন্ত্রণ করে ফেলে। একটি ভালো গুণ দিয়ে ব্যক্তির সবকিছুকে আমরা ভালো হিসেবে মেনে নেই।একে বলে 'হেইলো ইফেক্ট'। প্রেমের ক্ষেত্রে হেইলো ইফেক্ট খুব বেশি কাজ করে! হয়তো ওটি তখন ইতিবাচক ফলই নিয়ে আসে। কিন্তু নিয়োগ বা কোন কাজের জন্য বাছাইয়ের সময় হেইলো ইফেক্ট এর প্রতিফল খুবই খারাপ। বিপরীতক্রমে, ব্যক্তির একটি খারাপ গুণ চোখে পড়ার পর তার সবকিছুকে আমরা যখন খারাপ ভাবতে শুরু করি, তখন সেটাকে বলা হয় 'হর্ন ইফেক্ট'। এটিও একইভাবে বিপজ্জনক।
এসব মনোবিজ্ঞানের টার্ম নিয়ে চিন্তিত হতে চাই না। আমার বক্তব্য হলো দেশের মানুষের রাজনৈতিক মতাদর্শ নিয়ে। ভোটের দিন কি দেশের মানুষগুলোর মনে হেইলো এবং হর্ন ইফেক্ট বেশিমাত্রায় কাজ করে? যদি তা করে, তবে নির্বাচনের কয়েকদিন পরই আমাদেরকে আক্ষেপ করতে হবে। আমাদের দেশের মানুষগুলো কেন বিএনপি অথবা আওয়ামিলীগের সমর্থন করে, আমি মাঝে মাঝে ভাবি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৮
বিদগ্ধ বলেছেন: প্রথম হবার জন্য আপনাকে অভিনন্দন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
মৃদুল শ্রাবন বলেছেন:
সুন্দর পোষ্ট।
Halo ইফেক্ট আর Horn ইফেক্ট বুঝলাম। তবে ২৫ ফেব্রুয়ারীঃ কেন????
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
বিদগ্ধ বলেছেন: ২৫ ফেব্রুয়ারি লেখার বিশেষ কোন কারণ নেই। এটি কেবলই একটি তারিখ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
কলমের কালি শেষ বলেছেন: ভাল বলেছেন । +++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১০
বিদগ্ধ বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
সুমন কর বলেছেন: মাত্র একটি বিষয় দিয়ে আমরা একজন মানুষের সামগ্রিক আচরণকে মূল্যায়ন করে ফেলি। আমাদের সমাজে এরকম মনোভাবের মানুষ প্রায় সকলেই। কেউ এটি বুঝতে পারি, কেউ এটি বুঝতে পারি না।
দারুণ বিশ্লেষণমূলক একটি লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১০
বিদগ্ধ বলেছেন: লেখাটি পড়ে আন্তরিকভাবে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮
আবু শাকিল বলেছেন: চমৎকার ভাইয়া ।
মৃদুল ভাই জিজ্ঞেস করেছেন ঃ_
Halo ইফেক্ট আর Horn ইফেক্ট বুঝলাম। তবে ২৫ ফেব্রুয়ারীঃ কেন????
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১২
বিদগ্ধ বলেছেন: আপনার চোখে চমৎকার হতে পেরে আমি আনন্দিত। ধন্যবাদ।
দয়া করে ২ নম্বর মন্তব্যের উত্তর দেখুন।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২
এনামুল রেজা বলেছেন: আমারো ঠিক জানা নেই, ভোটের সময় কি চিন্তা করে এদেশের জনগণ।
আপনার আলোচনা আনন্দ নিয়েই পড়লাম।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩
বিদগ্ধ বলেছেন: আমার লেখাটি আনন্দ নিয়ে পড়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: দলকানা মানুষ হেইলো ইফেক্ট আর হর্ণ ইফেক্টে আন্দোলিত হবে এটাইতো স্বাভাবিক। বরং তারা যদি আন্দোলিত না হতো, সেটাই ভেবে দেখার ব্যাপার হতো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৫
বিদগ্ধ বলেছেন: ~~দলকানা মানুষ হেইলো ইফেক্ট আর হর্ণ ইফেক্টে আন্দোলিত হবে এটাইতো স্বাভাবিক।~~
দলকানা মানুষের জন্যই আমরা ভালো নেতা নির্বাচিত করতে ব্যর্থ। আপনার মন্তব্যে অনেক মজা পেলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
কাবিল বলেছেন: আমি ফাস্ট।
পোষ্টে ভাল লাগা রইল।