নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভিবিপ্লব

সাধারন মানুষ

বিভিবিপ্লব › বিস্তারিত পোস্টঃ

বগুড়ায় হাড় কাঁপানো শীত, বিপর্যস্ত জনজীবন

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩২

বগুড়ায় গত দু’দিনে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুইদিনে সূর্যের মুখ দেখা যায়নি। ফলে শীতের প্রকপে কষ্ট বেড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের।



বৃহস্পতিবার বগুড়ায় এ মৌসুমের সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে দূরত্ব কম হওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। এ অবস্থা আরও ১-২ দিন থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।



বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় হালকা শৈত্য প্রবাহ চলছে। বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন ১৩.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বিকাল ৩টায় সর্বোচ্চ ১৬.৪ ডিগ্রি রেকর্ড করা হয়। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।



এদিকে প্রচন্ড শীতের কারণে স্টেশন, ফুটপাত, সড়ক দ্বীপসহ বিভিন্ন খোলা স্থানে আশ্রয় নেয়া ছিন্নমূল দুস্থ্য মানুষের দূর্ভোগ বেড়েছে। সরকারি বা বেসরকারিভাবে এখনও তেমনভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন উপজেলায় কম্বল বিতরণ করা হচ্ছে।



বিভিবিপ্লব

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.