নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভিবিপ্লব

সাধারন মানুষ

বিভিবিপ্লব › বিস্তারিত পোস্টঃ

ব্যাপক সারা ফেলছে স্মার্টফোন ও ট্যাব মেলা

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

প্রথম দিনেই ব্যাপক সারা ফেলেছে নগদ ছাড়ে তিন দিনব্যাপী গ্রামীনফোন স্মার্টফোন ও ট্যাব মেলায়।

শুক্রবার সকাল ১০ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এই মেলা। মেলা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।স্মার্টফোন-২

এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা তৃতীয় প্রদর্শনী। এবারের আয়োজনের টাইটেল স্পন্সর টেলিকম অপারেটর গ্রামীণফোন।

এক্সপো মেকারের হ্যাড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, মেলায় গ্রাহকের খুব ভালো সাড়া পাচ্ছি। কারণ এখানে প্রত্যেকটা স্টলে আলাদা আলাদা স্মার্টফোন ও ট্যাবে ছাড় দেওয়া হচ্ছে।

তিনি জানান, মেলার শেষ দিন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এক্সপো মেকার ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) আয়োজনে বিশেষ সংলাপ অনুষ্ঠিত হবে। ‘কেমন ইন্টারনেট চাই?’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি থাকবেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি আরো জানান, মেলায় দেশে প্রথমবারের মতো মোবাইল গেইমিং কনটেস্ট থাকছে। এছাড়া অ্যাপ প্রদর্শনীর জন্য একটি অ্যাপ জোনেরও ব্যবস্থা আছে। পাশাপাশি প্রযুক্তি প্রেমিদের উৎসাহ ও আগ্রহী করে তুলতে বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

মেলায় স্যামসাং ব্র্যান্ডের স্টলের টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) আবু হানিফ সজল জানান, মেলা উপলক্ষে থাকছে প্রত্যেকটা পণ্যের ওপর ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও প্রত্যেকটা পণ্যের সাথে দেওয়া হচ্ছে একটি করে টি শার্ট। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট-৪ স্মার্ট ফোন সর্বোচ্চ ৮০ হাজার টাকা মূল্যে বিক্রি হচ্ছে।

অকাপিয়া ব্র্যান্ডের হ্যাড অব ট্রেড মার্কেটিং কাজী ফয়সাল আহমেদ জানান, অকাপিয়া স্মার্ট ফোনের সাথে একটি করে পাওয়ার ব্যাংক দেওয়া হচ্ছে। এছাড়া পরবর্তী সপ্তাহে বাজারে আমাদের ট্যাব আসবে। আজকে যারা প্রি-অর্ডার দিয়ে যাচ্ছে তাদের জন্য থাকছে একটি করে জ্যাকেট।ট্যাব

লেনোভো ব্র্যান্ড নগদ ১ থেকে ২ হাজার টাকা ছাড়ের পাশাপাশি দিচ্ছে একটি করে জ্যাকেট। এছাড়াও প্রত্যেকটা স্মার্টফোনের সাথে থাকছে সিকিউরিটি।

উল্লেখ্য, মেলার কো-স্পন্সর হিসেবে আছে আসুস, হুয়াওই, লেনভো, স্যামসাং ও সিম্ফনি। এছাড়াও রয়েছে ৫টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন ও ১১ টি স্টলে প্রযুক্তি পণ্য প্রদর্শন করবে ওকাপিয়া, ম্যাকিসমাস, এসার, মাই সেল, জিওমি, এডাটা, আরএনটেক, এইচটিএস, ডিএক্স জেনারেশন, প্রেস্ট্রিজিও, গ্যাজেট গ্যাং সেভেনসহ নামিদামী ব্র্যান্ডের বিখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠান।

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় বা আইডিকার্ড প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.