নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভিবিপ্লব

সাধারন মানুষ

বিভিবিপ্লব › বিস্তারিত পোস্টঃ

রাজধানীতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পণ্যবাহী ট্রাকে ছিনতাই হচ্ছে নিয়মিত

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫১

রাজধানীর বিভিন্ন এলাকায় বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ভোজ্যতেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল ছিনতাই বেড়েই চলেছে। সংঘবদ্ধ ছিনতাইকারীরা সড়ক-মহাসড়কে গাড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ছিনতাই করছে। এর আগে চালক-হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি বা নেশাদ্রব্য খাইয়ে হাত-পা বেঁধে ফেলে দেয়া হয়। গত এক মাসে বগুড়ার ৫টিসহ বিভিন্ন জেলার প্রায় কোটি টাকা মূল্যের আটটি ট্রাকের মালামাল ছিনতাই হয়েছে।



সংশ্লিষ্ট থানাগুলোতে অভিযোগ দিয়েও কোন লাভ হচ্ছেনা। এতে ব্যবসায়ীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এভাবে ছিনতাই অব্যাহত থাকায় পণ্য আনা বন্ধ করে দেবার চিন্তা-ভাবনাও করছেন ব্যবসায়ীরা।



বগুড়া শহরের নামাজগড় এলাকার শাহ্ আলম অ্যান্ড ব্রাদার্সের মালিক শাহ্ আলম জানান, গত মঙ্গলবার রাতে ঢাকার কাঁচপুর টিকে গ্রুপের স্বপ্ন তেল মিল থেকে একটি ট্রাকে ৬০ ড্রাম পামওয়েল নিয়ে চালক-হেলপার বগুড়ার দিকে রওনা দেন। রাত ২টার দিকে জয়দেবপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তেলবাহী ট্রাক থামাতে বাধ্য করে। এরপর ১০-১২ জনের একদল দুর্বৃত্ত জানালার কাঁচ ভেঙে ট্রাকের ভেতরে ঢোকে। তারা আগ্নেয়াস্ত্রের মুখে চালক জাকির ও হেলপার স্বাধীনকে জিম্মি করে। তাদের হাত-পা বেঁধে অন্য ট্রাকে তুলে দেয়া হয়। অন্য চালক দিয়ে তেলবোঝাই ট্রাকটি ছিনতাই করে। পরে চালক-হেলপারকে রাস্তার পাশে ফেলে দেয়া হয়।



বুধবার সকালে খালি ট্রাকটি জাতীয় সংসদ ভবনের ৬নং গেটের সামনে পাওয়া যায়। এ ব্যাপারে শের-ই-বাংলা থানায় মামলা করা হয়েছে। ব্যবসায়ী জানান, এতে তার প্রায় নয় লাখ টাকার ক্ষতি হয়েছে।



শিবগঞ্জ উপজেলা সদরের সেবা ভ্যারাইটি স্টোরের মালিক মুশফিকুল আনোয়ার জানান, চালক গত ২২ নভেম্বর ঢাকার কাঁচপুরের টিকে গ্রুপের প্রতিষ্ঠান থেকে একটি ট্রাকে ৬০ ড্রাম পামওয়েল নিয়ে বগুড়ার দিকে রওনা দেন। সন্ধ্যার পরপরই গাউছিয়া এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটি থামানো হয়। মাইক্রোবাসে থাকা ৮-১০ জন ব্যক্তি ট্রাক চালককে একটি সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার ব্যাপারে অভিযোগ করে। এরপর তারা চালক-হেলপারকে হাত-পা বেঁধে ফেলে দিয়ে ট্রাক নিয়ে চলে যায়। পরদিন ট্রাকটি সিলেটে পাওয়া গেলেও পামওয়েলের সন্ধান পাওয়া যায়নি। তার প্রায় নয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, এর ৪-৫ দিন পর একই স্থানে নাটোরের একটি তেলের গাড়ি ছিনতাই হয়েছিল। ওই এলাকার থানা পুলিশ মালসহ ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়।



বগুড়া শহরের বড়গোলার একে ট্রেডার্সের মালিক আনন্দ কুমার কুন্ডু জানান, প্রায় এক মাস আগে ঢাকার মেঘনা এলাকা থেকে একটি ট্রাকে তার ৩২০ বস্তা চিনি আসছিল। চালক-হেলপারের সহযোগিতায় দুর্বৃত্তরা ট্রাকটি ছিনতাই করে। চিনিগুলো গাইবান্ধার পলাশবাড়িতে আনা হয়। পুলিশ ট্রাক চালককে গ্রেফতার করলেও ছিনতাইয়ের মূলহোতা গোবিন্দগঞ্জের সাদেকুল চেয়ারম্যান ও রাসেলকে গ্রেফতার করতে পারেনি। চিনি ছিনতাই হওয়ায় তার সাড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া নামাজগড়ের লক্ষ্মীভান্ডার নামে একটি প্রতিষ্ঠনের এক ট্রাক বোঝাই ১৫ টন ডাল ঢাকায় ছিনতাই হয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের মালিকের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।



শহরের বড়গোলার দেব এন্টারপ্রাইজের মালিক উৎপলেন্দু দেব জানান, কয়েকদিন আগে কাঁচপুরের মাল্টি রিফাইনারী থেকে ৬০ ড্রাম সয়াবিন নিয়ে চালক-হেলপার বগুড়ার দিকে রওনা দেন। রাতে জয়দেবপুরের কড্ডা কোনাবাড়ি এলাকায় পৌঁছলে চালক চা পানের জন্য ট্রাক থামান। এ সময় দুর্বৃত্তরা চালক ও হেলপারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ট্রাকটি ছিনতাই করে। পরে তাদের ছেড়ে দেয়া হয়। এতে ওই ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে কাঁচপুরের অলবেঙ্গল ট্রান্সপোর্টের মালিক থানায় মামলা করেছেন।



ব্যবসায়ী উৎপলেন্দু দেব জানান, গত এক মাসে বগুড়ার ৫টি ও নাটোর, গাইবান্ধাসহ আশপাশের কয়েকটি জেলার ৮টি ভোজ্য তেল, ডাল ও চিনি বোঝাই ট্রাক ঢাকার বিভিন্ন থানা এলাকায় ছিনতাই হয়। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, ছিনতাই অব্যাহত থাকায় তার মতো অন্য ব্যবসায়ীরা আতঙ্কিত। ছিনতাই বন্ধ না হলে তারা ঢাকা থেকে মালামাল আনা বন্ধ করার সিদ্ধান্ত নেবেন। একই মন্তব্য করেছেন, শহরের নুরানী মোড়ের মণ্ডল ট্রেডার্সের মালিক ব্যবসায়ী রুহুল আমি।

রাজধানীতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পণ্যবাহী ট্রাকে ছিনতাই হচ্ছে নিয়মিত



বিভিবিপ্লব

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.